13-10-2022, 11:16 AM
(This post was last modified: 13-10-2022, 11:17 AM by Somnaath. Edited 1 time in total. Edited 1 time in total.)
উফফফ আবার সেই গল্প শোনানোর ছল একবার নিশীথ বাবুর মুখে তো একবার কামরাজের মুখে তো একবার বিধায়কের মুখে। এখন আবার নতুন গল্প দিচ্ছে জ্যাকি সেরা, সেরা লাগলো বুম্বা। তোমার এই পর্বগুলোর মধ্যে সব থেকে ভালো লেগেছে জ্যাকির মুখের ওই গল্প শোনানোর ব্যাপারটা। বর্ণালীকে শাঁখা সিঁদুর মঙ্গলসূত্র পড়ানোর ব্যাপারটাও বিশাল চমক সৃষ্টি করেছে। আর কাকওল্ড সন্তান হিসেবে অপূর্বর ঠিক যা যা কার্যকলাপ হতে পারে, বেশি বাড়াবাড়ির পর্যায়ে না নিয়ে গিয়ে শুধু সেটুকুই তুলে ধরেছ, এটা ভালো লাগলো। এছাড়া যৌন বর্ণনার কথা আলাদা করে তো কিছু বলার নেই, এ ব্যাপারে তুমি এই ফোরামের মহারাজা - সেটা সবাই জানে।