13-10-2022, 09:22 AM
(12-10-2022, 11:56 PM)nextpage Wrote: এটা কি ছিল দাদা!!!
মাথাটা এখনো ঝিমঝিম করছে আর বিশেষ অঙ্গে রক্তের বেগ বেড়েই চলছে। ফিরে এসে এমন করে চমকে দিলে যে বুকটা ধপধপ করছে।
নিশীথ কামরাজ সামন্ত কে মিস করছিলাম অনেকদিন ধরে তুমি ওসমান আর জ্যাকি কে দিয়ে সেটা পুষিয়ে দিলে। একটু একটু করে বিপরীতের খেলোয়াড় কে নিজ হাতে তৈরী করে নিলে যে পরবর্তীতে খেলা বেশ জমে উঠে সেটাই দেখিয়ে দিলে। তবে ওসমান বর্ণালীকে বেগম করতে চাইবে সেটা ভাবতেও পারে নি এখনো জানি না এটা একটা চাল কি না তবে মহিলার মনে যে এটার প্রভাব কেমন সেটা তো দেখিয়ে দিলে।
হ্যাটস অব দাদা।
এই পর্ব তোমাদের ভালো লেগেছে, তাই জন্য প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ
বর্ণালী দেবীকে বেগম বানানোর ইচ্ছা, প্রচেষ্টা অথবা প্রক্রিয়া .. এগুলো সৎ নাকি অসৎ সেটা এই পর্বেই ব্যক্ত করা হয়েছে সঙ্গে থাকো আর পড়তে থাকো।
(13-10-2022, 12:47 AM)Boti babu Wrote: যা বলার তা প্রতি পর্বের লাইক দিয়ে রেপুতে বলে দিয়েছি তাই এখন আর বেশি কিছু বলবো না।
শুধুমাত্র এইটুকুই বলব আজকের পর্ব শুরু থেকে এক নাগারে কেউ হাত না মেরে শেষ করতে পারবে না এটা বাজি ধরে বলতে পারি জাস্ট ফাটাফাটি। আমার ঘাম বেরিয়ে গেছে শেষ করতে করতে।
সত্যি বলতে দাদা আপনাকে খুব মিস করছিলাম , এখন সব পুষিয়ে দিয়েছেন কিছুটা আন্দাজ আগেই করেছিলাম আজকে কি হতে পারে, তাই গত দুইদিন ধরেই খুব উত্তেজিত ছিলাম।
ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এভাবেই আনন্দ দিয়ে যাবেন ।।।
অনেক অনেক ধন্যবাদ ভাই এই ভাবেই সর্বদা সঙ্গে থাকুন আর পড়তে থাকুন। আর দেখতে থাকুন আগে আগে হোতা হ্যায় কেয়া