12-10-2022, 07:44 PM
(11-10-2022, 07:13 PM)Boti babu Wrote: গল্প ভালো তা নিয়ে কোনও অভিযোগ নেই লেখা অবিশ্বাস্য রকমের ভালো হচ্ছে কিন্তু এই সব ছবি দিয়ে গল্পের তাল কেটে যায়। আপনি গল্পের ছন্দে পর্ব দিয়ে যান তাতেই গল্প অন্য মাত্রা পাবে কোনও দরকার নেই এমন হিরোইন বা হিরো আলমের ছবি দেওয়ার এমনিতেই আপনার লেখা ভালো হচ্ছে। আর যদি ছবি দিতেই চান তা হলে অচেনা কোনও মেয়ের ছবি নয়তো আর্ট জাতীয় ছবি দেন । তাতে মনে হয় গল্পের মান ঠিক থাকবে ।
আপনার এই মূল্যবান মতামতটি আমার স্মরণে থাকবে। এক্ষেত্রে আমি বলবো গল্পের মানালীকে দেখতে অনেকটাই কোয়েল মল্লিকের মতো। করিমকে হিরো আলম ও মানালীকে কোয়েল মল্লিকের সাথে তুলোনা করে আমি শুধু এটাই বোঝাতে চেয়েছি যে করিম ও মানালীর মধ্যেকার আর্থসামাজিক পার্থক্যটা ঠিক কতোটা ছিল। করিমের মানালীকে পাওয়া কতোটা কঠিন ও অসাধ্য সাধনের কর্মকান্ড ছিল , তা দুজনের রূপ চরিত্র ও সম্বল দেখলেই বোঝা যায়। সেই জন্যই ছবিগুলো দিয়েছি , আর পাঠকদের বারংবার স্মরণ করিয়ে দিতে চেয়েছি যে গল্পের মানালী কতোটা সুন্দর, এবং করিম তার সামনে কতোটা নগন্য।