12-10-2022, 04:39 PM
(10-10-2022, 05:23 PM)kumdev Wrote: অষ্টবিংশতি অধ্যায়
আনিসুর মিঞা গালে হাত দিয়ে দোকানে বসে আছে।খদ্দেরপাতি তেমন নাই।মকবুল আসতে জিজ্ঞেস করল,কাল কখন যাবে?
মাথা চুলকিয়ে মকবুল বলল,সেই কথা বলতেই এসেছি।চম্পাহাটি থেকে খবর এসেছে কাল তাদের অসুবিধে আছে।এর পরে একদিন যাবার কথা বলছে।
কাল তাহলে অন্য কাউকে দেখাবে?সন্দিহান প্রশ্ন।
আমারে একজন বলল, কন্যের নাকি হায়েজ হয়েছে।
তাতে মেয়ে দেখাতে অসুবিধে কোথায়?শালা মেজাজটাই খারাপ করে দিল।
পরের রবিবার বলব?
মনে হচ্ছে, আবুল বাশারের লেখা পড়ছি - এত উঁচু মানের লেখা