11-10-2022, 09:31 PM
মুখবন্ধ
আমরা সামাজিক জীব, আমাদের আশেপাশের সবকিছু নিয়েই তো এই সমাজ। এই সব কিছু কে সাথে নিয়েই তো আমাদের চলতে হয় এই জীবন বাঁচা মরার যুদ্ধটা চালিয়ে যেতে হয়। এই ক্ষণজন্মা মানুষের জীবনে একটুকু সময়ের মাঝেই কত কি ঘটে যায় কত কি ঘটার অপেক্ষায় রয়ে যায় তার হিসেব নিকেশ করার সময় কি আমরা পাই এই সময়টাতে। আমরা কি আমাদের আশে পাশের সবাইকে আসলেই চিনি, কথিত কাছের মানুষ গুলোর মনের খবর কি রাখি?
আর আমার গল্প সেই সব কিছু নিয়েই। এই গল্পটা এক কিশোরের কিংবা এক কিশোরীর, এক বন্ধুর কিংবা তার থেকে বেশি কিছুর। এক যুবকের সবকিছু পেয়েও সবকিছু হারানোর হাহাকার। হয়তো এই গল্প পাঠকের নিজের কিংবা কখনো বা লেখকের আপন জীবনের বয়ান। আশা করি আগামীতে সবাইকে একাত্ম করতেে পারবো এই গল্পের প্রবাহে।
(আগামী বৃহস্পতিবার এই গল্পের প্রথম আপপেট আসতে চলেছে, সবাইকে সাথে থাকার অনুরোধ রইলো)