11-10-2022, 07:13 PM
গল্প ভালো তা নিয়ে কোনও অভিযোগ নেই লেখা অবিশ্বাস্য রকমের ভালো হচ্ছে কিন্তু এই সব ছবি দিয়ে গল্পের তাল কেটে যায়। আপনি গল্পের ছন্দে পর্ব দিয়ে যান তাতেই গল্প অন্য মাত্রা পাবে কোনও দরকার নেই এমন হিরোইন বা হিরো আলমের ছবি দেওয়ার এমনিতেই আপনার লেখা ভালো হচ্ছে। আর যদি ছবি দিতেই চান তা হলে অচেনা কোনও মেয়ের ছবি নয়তো আর্ট জাতীয় ছবি দেন । তাতে মনে হয় গল্পের মান ঠিক থাকবে ।
আমাকে আমার মত থাকতে দাও