11-10-2022, 02:15 PM
(11-10-2022, 12:51 PM)Boti babu Wrote: লেখিকার লেখা নিয়ে কিছুই বলার নেই । গল্প দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে । এভাবেই চালিয়ে যান। এবং ধন্যবাদ আমার আগের কমেন্টে দেখলাম রিপ্লাই দিয়েছেন।
কিন্তু আমার একটা সাধারণ প্রশ্ন যদি লেখিকা এই প্রশ্নের উত্তর দেন আমি খুবই খুশি হব। আচ্ছা কোনও মেডিসিন এর ডাঃ কি তার রোগীকে ধূমপান বা মদ্যপান করার জন্য উৎসাহিত করে, আমি ডাঃ কাছে গেলে ডাক্তার বারবার আমাকে ধূমপান বন্ধ করার নির্দেশ দেন।
এখন কথা একজন সেক্সোলজিস্ট ডাক্তার কি সত্যিই তার পেশেন্ট কে ঠিক করতে রোগীর স্ত্রীকে পরকিয়াতে উৎসাহিত করতে পারে।
যদি এদিকে একটু আলোকপাত করেন তাহলে গল্পটা বুঝতে আমার আরো সুবিধা হবে।
গল্পেই লেখা আছে , যে ডঃ রাজীব রায় দোটানা তে আছে। কারণ তারও তো অনুরিমাকে মনে মনে ভালো লেগেছে। তাই সে নিজেও কন্ফিউসড , সে এখন কি করবে ? নিজের ডাক্তারি ধর্ম পালন করবে নাকি এরকম একটা অপরূপা সুন্দরীকে হাতের কাছে পেয়ে চান্স পে ডান্স মারবে ? কারণ সেই রূপবতী অপ্সরার স্বামীই তো মনে মনে চায় তার স্ত্রী কে অন্য কারোর সাথে দেখতে। এরকম অবস্থায় ডাক্তার কি সুযোগ নেবে এতো লোভনীয় মুহূর্তের ?
মোদ্দা কথা হলো , ডঃ রাজীব রায় একজন সৎ ডাক্তারের মতো নিজের দায়িত্ব পালন করবে , নাকি ধর্মচ্যুত হয়ে অধর্মের রাস্তা বেছে নেবে ? নাকি কোনো তৃতীয় বা চতুর্থ ব্যক্তি আসবে ? মনে রাখবেন , গল্পে কিন্তু সুচরিতার প্রাক্তন স্বামীরও এন্ট্রি হয়ে গেছে।
আর রোগী টা কে ? সমীর না অনুরিমা , নাকি ডাক্তার নিজেই ? কোথাও কোথাও বিবাহীত দম্পতিরা এই ধরণের ফ্যান্টাসি গুলোকে বাস্তবে রূপায়িত করে নিজের যৌনজীবন উন্নত করে, তাদের কাছে কাকোল্ড ধরণের ফ্যান্টাসি ওষুধের মতো কাজ করে। আবার কোনো দম্পতিদের কাছে এটি নাইটমেয়ার এর মতো হয় , আবার কারোর কাছে এসব কল্পনাতীত। সবটাই নির্ভর করে ব্যক্তিগত সিদ্ধান্ত ও পছন্দের উপর। এই জগতে কোনো কিছুই ভালো বা মন্দ নয়। আপনার কাছে যা কিছু ভালো তা অন্য জনের কাছে খারাপ হতে পারে , আবার উল্টোদিক দিয়ে একই জিনিস হতে পারে।