11-10-2022, 11:28 AM
বাবারে! কোথা থেকে শুরু হয়ে কোথায় এগিয়ে চলেছে এই কাহিনী! রুপা যে রূপেই রুপা নয়, জ্ঞানেও অপরূপা। নাই বা জানলো অনেক পুস্তকের অন্তরের লিখিত লাইনের মানে, নাই বা উল্টালো সেসব পাতা। কিন্তু বাস্তবিক জ্ঞান ও সেই বিশেষ অতীত সময়ের জ্ঞানের ভান্ডার তার মস্তিষ্কে বর্তমান। এই বিশেষ ব্যাপারে যে ওই ডাক্তার বাবুও অজ্ঞ।