08-10-2022, 06:57 PM
তোমাকে ভাঙতে
কিংবা গড়তে
তোমার সুখের হাসিতে
অথবা বিষাদের কান্না হয়ে
পথ চলতি সারথি হতে
কখনো বা একা করে দিয়ে
অনেক দূরে থেকেও কাছের কেউ
নিকটে থেকেও যোজন দূরত্বে
একজন আসে এই ক্ষণিকের জীবনে
অতিথি....
শীঘ্রই আসছে