07-10-2022, 12:32 AM
(06-10-2022, 07:46 PM)Baban Wrote: খুব সুন্দর ভাবে শুরু হলো নতুন পথের যাত্রা। কিংবা বলা উচিত বহু পুরানো একটা রাস্তার একটা গলি, যেটাকে আবার মনে পড়তেই হাত চলতে শুরু করলো পৃষ্ঠায়। কয়েকটা লাইনই তো শুধু। কিন্তু প্রতিটা লাইনে জড়িয়ে কিছু মূল্যবান স্মৃতি। অপেক্ষায় রইলাম ❤
ঠিকই বলেছ দাদা পথটা অনেক পুরনো কিন্তু চলা টা আবার নতুন করেই। অনেক স্মৃতির জড়িয়ে আছে এখানে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।