05-10-2022, 06:59 PM
(05-10-2022, 12:01 PM)nextpage Wrote: তোমার অপেক্ষায় ছিলাম।
এখন একটু যত্নআত্তি করো নিজের। এবার পূজোটা তো পুরোটাই অসুস্থতার মাঝেই কাটিয়ে দিলে এমন অবস্থায় বাড়ির সবার কেমন আছে সেটা তো বলার অপেক্ষা রাখে না। মায়ের কাছে একটাই প্রার্থনা তোমার কষ্ট টা যেন লকটু লাঘব করে।
বাড়ির সবাই বেশ আনন্দ করেই ঠাকুর দেখেছে। আমাদের বাড়ির খুব কাছে শ্রীভূমির পূজো। এছাড়াও কলকাতা শহরের আরো অনেক so called বিখ্যাত পুজো উপভোগ করেছে/এখনো করে চলেছে তারা। আসলে উৎসবের দিন তো .. তাই শুধু শুধু একজন মানুষের জন্য অন্যদের পূজোর আনন্দ পন্ড হোক, সেটা আমি একেবারেই পছন্দ করি না। আমিও টিভিতে বসে পূজা পরিক্রমা দেখেছি আর ইচ্ছে হলে নিচে নেমে পাড়ার পূজা মন্ডপে এক-আধবার গিয়ে বসেছি।