04-10-2022, 12:51 AM
(20-09-2022, 01:42 AM)Newsaimon85 Wrote: এই গল্পটাতে আপাতত কোন আপডেট আসবে না। করোনার সময় চাকরি নিয়ে বহু ঝামেলা হয়েছে তাই তখন লেখা আর কন্টিনিউ করা হয় নি। অনেকদিন ফিরে এসে দেখি গল্পের অনেক সাবপ্লট ঠিক করে মনে নেই তাই আপাতত আপডেট বন্ধ থাকবে। পরে কখনো সময় করে প্লট মিলাতে পারলে আবার লেখা শুরু হবে। আর একটা আপডেট দিয়ে কয়েকমাস বসে থাকার ইচ্ছাও নেই তাতে পাঠকদের বিরক্তি হয়। সব চিন্তা করে আপডেট বন্ধ থাকবে। যদি পরে প্লট মিলানো যায় এবং একসাথে বেশ কয়েকপর্ব লেখা থাকে তখন আপডেট দেওয়া শুরু করব। এই গল্প নিয়ে নাকি একটা টেলিগ্রাম গ্রুপ আছে। কেউ পারলে লিংক দিবেন, গিয়ে দেখব কেমন আলোচনা হয়।
সব নিম্নবিত্ত বা মধ্যবিত্তের জীবনের এক শনির দশা চলছে।নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা সকলের।পারিবারিক বা ব্যক্তিগত জীবনের যাচ্ছেতাই অবস্থা অধিকাংশের।বিশেষ করে আমার নিজের তাই অবস্থা।দীর্ঘদিন ধরে ভুগছি কিছু পোড়া কষ্ট নিয়ে।কিন্তু সবার জীবনেই মনে হয় এমন কোনো বিশেষ কিছুর উপস্থিতি থাকে যা জীবনটাকে সম্পুর্ণ না হলেও সাময়িকভাবে আনন্দে উদ্বেল করে তোলে।সায়মন ভাই,আপনি জানেন না আপনার এই উপন্যাসটি আমার জীবনে কী পরিমান প্রভাব ফেলে।তাই এটা বন্ধ করে আমার ভেতরের সুখের একটা অংশকে হত্যা করবেন না প্লিজ।আপনি যতোই ব্যস্ত থাকেন না কেন,আমি জানি আপনি লিখতে ভালবাসেন।আপনার এই ভালবাসা না থাকলে এত বড় একটা উপন্যাস তৈরী হয়ে উঠতো না।তাই হাত জোড় করে অনুরোধ করছি প্লিজ আপডেট নিয়ে উপস্থিত হোন।কয়েক মাসে একটা হলেও আপডেট দিন।অন্তত জানবো যে আপনি থেমে নেই,বন্ধু থেমে নেই।দয়া করে আমার অনুরোধ রাখুন।আমাকে খালি হাতে ফিরাবেন না প্লিজ.........