03-10-2022, 02:33 PM
আশেপাশে আজও শোনা যায় ছোটদের ক্যাপ বন্দুকের আওয়াজ। আজও ভেসে আসে দূর কোনো মণ্ডপ থেকে কিশোর কুমার, লতাজি বা আশাজির মধুর কণ্ঠ। হ্যা সাথে আজকের সাথে মানানসই টুম্পা ময়নাও। কিন্তু এদের উপস্থিতির পাশাপাশি ঢাকের আওয়াজ কানে আসলেই যেন মন বলে ওঠে - ওরে পাগলা এইদিন এইসময়টা বছরের অন্য ব্যাস্ত দিনগুলোর থেকে আলাদা রে, সারা বছর জুড়ে তো দায়িত্ব লোভ সম্মান ইচ্ছাপূরণ বেঁচে থাকার লড়াই লড়তে লড়তেই কাটিয়ে ফেলিস। আজ না হয় একটু বিশ্রাম দে নিজেকে। একটু না হয় অতীত সাগরে ডুবে আবারো ধরলি বাবা মায়ের হাত, আবারো না হয় তাদের সাথে রাস্তায় বেরোলি দুগ্গা মাকে নানা রূপে দেখতে। রাতের আকাশ ও চারিপাশের আলোর ঝলকানি মিলেমিশে যে অদ্ভুত এক জাদুছবি ফুটিয়ে তোলে তা আবার দেখবি না? দামি ফোনের ক্যামেরায় সেলফি না তুলে চোখের লেন্সে বন্দি করবিনা চারিপাশের হাসিমুখ গুলো আর মায়ের উজ্জ্বল মিষ্টি রূপ?
পূজা সকলের ভালো কাটুক।
- বাবান