03-10-2022, 02:16 PM
(This post was last modified: 03-10-2022, 02:17 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(02-10-2022, 09:50 PM)Bumba_1 Wrote: তোমরা/আপনারা আমার শারীরিক অসুস্থতা সম্পর্কে আগেই খবর পেয়ে গিয়েছো/গিয়েছেন, তাই সেই ব্যাপারে নতুন করে আর কিছু বলছি না।
গত পরশু বাড়িতে ফিরতে পেরেছি। এখনো শারীরিক এবং মানসিকভাবে অসম্ভব দুর্বল। এতদিন আপডেট দিতে না পারার জন্য ভীষণভাবে ক্ষমাপ্রার্থী। আশা রাখি আমাকে নিশ্চয়ই কয়েকটা দিন সময় দেবেন তারপর আবার স্বামহিমায় ফিরছি। সবার পুজো ভালো কাটুক, এই কামনাই করি।
তুমি আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠো। গল্প নিয়ে এখন ভাবতেই হবেনা। আমি তো আগেই বলেছি আমি ও আমরা আগে তোমার সুস্থতা চাই তারপরে সব গল্প হবে। ক্ষমা চাওয়ার কোনো মানেই হয়না। যে মানুষটা পরপর এতগুলো আপডেট দিয়ে গেছে সে যে এমনি এমনি গল্প থামিয়ে রাখবেনা এটা সবাই বুঝবে। আবারো বলছি এখন গল্পর আপডেট নিয়ে ভাবতেও হবেনা। ❤
এই বিশেষ কয়েকটা দিন ভালো ভাবে কাটানোর চেষ্টা কোরো।