03-10-2022, 02:14 PM
(02-10-2022, 09:50 PM)Bumba_1 Wrote: তোমরা/আপনারা আমার শারীরিক অসুস্থতা সম্পর্কে আগেই খবর পেয়ে গিয়েছো/গিয়েছেন, তাই সেই ব্যাপারে নতুন করে আর কিছু বলছি না।
গত পরশু বাড়িতে ফিরতে পেরেছি। এখনো শারীরিক এবং মানসিকভাবে অসম্ভব দুর্বল। এতদিন আপডেট দিতে না পারার জন্য ভীষণভাবে ক্ষমাপ্রার্থী। আশা রাখি আমাকে নিশ্চয়ই কয়েকটা দিন সময় দেবেন তারপর আবার স্বামহিমায় ফিরছি। সবার পুজো ভালো কাটুক, এই কামনাই করি।
আরে বাদ দাও তো গল্পের আপডেট আগে তুমি পুরোপুরি সুস্থ হও।
আমাকে আমার মত থাকতে দাও