02-10-2022, 09:50 PM
(25-09-2022, 08:52 PM)Rinkp219 Wrote: দাদা কোনো খবর নাই
(27-09-2022, 10:18 AM)Somnaath Wrote:কোনো খবর নেই কেন? সব ঠিক আছে তো?
(27-09-2022, 12:31 PM)Baban Wrote: বেশ কয়েকদিন খবর নেই যে। সব খবর ভালো তো দাদা?
(27-09-2022, 03:17 PM)sudipto-ray Wrote: এবার তো চিন্তা হচ্ছে!!!
(28-09-2022, 11:56 AM)nextpage Wrote: দাদা কই গেলো??
শরীরটা আবার খারাপ করে নি তো। পরিচিত কারও কাছে কি কোন খবর আছে??
(28-09-2022, 01:02 PM)Rinkp219 Wrote: চিন্তায় আছি দাদা .....
(29-09-2022, 11:53 AM)Boti babu Wrote: দাদা সব কিছু ঠিক আছে তো খুবই চিন্তাতে আছি, এমন তো কখনো হয়নি আপনার পাঠকরা আপনার খোঁজ নিচ্ছে কিন্তু আপনি জবাব দিচ্ছেন না।
(29-09-2022, 09:00 PM)Sanjay Sen Wrote: এত ভাল একজন মানুষের এইরকম একটা কঠিন অসুখ যে ভগবান কেন দিলেন, আমার জানা নেই। ভাবতেও অবাক লাগে।
অবস্থা খুবই সংকটজনক ছিল, তবে এখন আগের থেকে ভালো আছে খবর পেলাম।
(30-09-2022, 07:31 PM)nextpage Wrote: দাদা কি হসপিটালাইজ নাকি?? অবস্থা কি এখন?
(30-09-2022, 09:16 PM)Sanjay Sen Wrote:hospitalized ছিল, এখন একটু better
(30-09-2022, 09:34 PM)Baban Wrote:মহালয়ার আগের দিন সেই মহান মানুষটার সম্পর্কে দুর্দান্ত কিছু লাইন লিখে সেই যে অফলাইন হলো তারপরে আর দেখা পাইনি আমরা। বুঝে ছিলাম আবারো........
যাই হোক.... মানুষটা আবার সুস্থ ভাবে ফিরে আসুক আমাদের মাঝে। কোনো তাড়াহুড়ো নেই। দরকার হলে সম্পূর্ণ সুস্থ হবার পরেও অনেকদিন বিশ্রাম নিক দাদা। সম্পূর্ণ মন থেকে সজাগ হয়ে উঠুক সে। আমি ও আমরা সবাই সেটাই আগে চাইবো তারপরে লেখালিখি।
মা সকলকে ও তোমাকে ভালো রাখুক
(02-10-2022, 03:55 AM)Boti babu Wrote: দাদা দূর্গা মায়ের আশীর্বাদে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে একদম সুস্থ হয়ে এখানে এসো । ততদিন আমরা সবাই তোমার অপেক্ষায় থাকবো।
তোমরা/আপনারা আমার শারীরিক অসুস্থতা সম্পর্কে আগেই খবর পেয়ে গিয়েছো/গিয়েছেন, তাই সেই ব্যাপারে নতুন করে আর কিছু বলছি না।
গত পরশু বাড়িতে ফিরতে পেরেছি। এখনো শারীরিক এবং মানসিকভাবে অসম্ভব দুর্বল। এতদিন আপডেট দিতে না পারার জন্য ভীষণভাবে ক্ষমাপ্রার্থী। আশা রাখি আমাকে নিশ্চয়ই কয়েকটা দিন সময় দেবেন তারপর আবার স্বামহিমায় ফিরছি। সবার পুজো ভালো কাটুক, এই কামনাই করি।