02-10-2022, 09:39 PM
অনেকদিন পর ফোরামে এসে প্রথমেই তোমার উপন্যাসের অন্তিম পর্বটি পড়লাম এবং যৎপরোনাস্তি আপ্লুত হলাম। জীবনে যতই ব্যভিচার আসুক .. মা-বাবা, স্ত্রী-সন্তান -- এদের সবাইকে নিয়ে সাংসারিক জীবনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাওয়ার মধ্যে যে কত বড় তৃপ্তি এবং ভালোলাগা থাকে, সেটা বলে বোঝানো যাবে না। এই কর্মকাণ্ডে যারা অভিজ্ঞতা অর্জন করেছে একমাত্র তারাই ব্যাপারটা অনুধাবন করতে পারবে।
সবশেষে, তোমার এই অসাধারণ উপন্যাসের বলা ভালো আমাদের নায়ক এবং নায়িকার জন্য এই অধমের তরফ থেকে কয়েকটি লাইন ..
সবশেষে, তোমার এই অসাধারণ উপন্যাসের বলা ভালো আমাদের নায়ক এবং নায়িকার জন্য এই অধমের তরফ থেকে কয়েকটি লাইন ..
রুদ্র যদি আকাশ হতো, বাতাস হতো রাই
কানে কানে ভালোবাসি বলতো সর্বদাই,
হৃদয় যদি রুদ্র হতো, রাই হতো মন
যার ঠোঁটে খুশির ঝলক, মায়া ভরা নয়ন।
প্রতিদিন প্রতিক্ষন, চায় তাকে মন
সাথী তুমি, বন্ধু তুমি, সেই যে রুদ্রর জীবন,
রাইয়ের জন্য আনতে পারে আকাশ থেকে তারা,
রাই বললে বাঁচতে পারে অক্সিজেন ছাড়া।
গভীর রাতে কষ্ট হলে
মনে করো তার কথা,
কষ্ট রেখো না হৃদয়ে লুকিয়ে
ভাগ করো যত ব্যাথা ।
হৃদয়ে যাহার আবেগ অনেক
সেই আবেগেই ভেসে,
সব ভালো যার শেষ ভালো
পরস্পরকে ভালোবেসে।