02-10-2022, 06:03 AM
(27-09-2022, 09:31 PM)Manali Basu Wrote:মোটিভেট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই গল্পটা আমি অনেক আগে লিখেছিলাম। লিখে অন্য একটা ওয়েবসাইটে প্রকাশও করেছিলাম। কিন্তু সেই ওয়েবসাইট টা প্রচন্ড স্লো। সেখানে প্রথমে গল্প অ্যাডমিন এর কাছে পাঠাতে হয়। অ্যাডমিন ১০-১৫ দিন পর অ্যাপ্রুভ করলে তবে গিয়ে একটি পর্ব প্রকাশিত হতো। যেটা একজন writer হিসেবে খুবই frustrating ব্যাপার। তবুও ওই ওয়েবসাইটে আমি গল্পটা শেষ করেছিলাম। পরে সেই গল্পটাকে copy করে অনেকে অন্য অনেক ওয়েবসাইটে ছেড়েছে। তাই প্রায় অনেকেই গল্পটা আগে থেকে পড়ে নিয়েছে।
আমি একটা নতুন গল্প লিখছি , এই ওয়েবসাইটে। নাম - "স্বামীর কল্পনা স্ত্রীয়ের যন্ত্রণা" , সময় হলে সেটা পড়ে ফিডব্যাক দেবেন। যেটা একজন writer এর কাছে মোটিভেশনের কাজ করে। ধন্যবাদ again ..
মানালি, তুমি হয়তো খেয়াল করোনি, আমি এই thread-এ এর আগেও মন্তব্য করেছিলাম - এই গল্পটির এই সাইটে পোস্ট করার শুরুরদিকে করা তোমার একটি জিজ্ঞাসার উত্তরে. সেই মন্তব্যে আমি এই গল্পটির এখানে আগে copy-paste করা user-এর নাম আর link-টি দিয়েছিলাম. পরে ইচ্ছকৃতভাবে link-টি সরিয়ে দিয়েছিলাম, যাতে যদি কোনো পাঠক/পাঠিকা আগে এই গল্পটি না পড়ে থাকে, সে যেন তোমার (প্রকৃত লেখিকা) post করা রূপটাই পড়ে নিতে পারে. আর আমিই সেই যে তোমাকে pm করেছিলাম.
তুমি যে সাইটে গল্পটি post করেছিলে সেখানে এই লেখাটি পড়ে মুগ্ধ হয়ে যাই এবং তোমার লেখার ধার সম্পর্কে খুবই উঁচু কিন্তু সুস্পষ্ট ধারণা হয়ে যায়. সে গত বছর নভেম্বরের ঘটনা. এবং সেখানে কোনো একটি পর্বের শেষদিকে তুমি তোমার একটি ইমেইল আইডি দিয়েছিলে এই অনুরোধের সঙ্গে যে কোনো পাঠক/পাঠিকা গল্পটি পড়ে নিজেদের সুচিন্তিত মতামত জানাতে পারে. তো আমি তোমাকে সেই মেইল আইডিতে একটি মেইল করেছিলেম - এই গল্পটির feedback দিয়ে এবং একটি অনুরোধ জানিয়ে. অনুরোধটি ছিলো একজন ভারতীয় খুবই উঁচুদরের লেখিকার একটি অসাধারণ ইংরেজী গল্পের (masterpiece) অনুসরণে একটি বাংলা গল্প লিখতে. যদি তোমার লেখার ধার সম্পর্কে আমার বিন্দুমাত্রও সন্দেহ থাকতো তাহলে আমি সেই অনুরোধ করা থেকে বিরত থাকতাম.
Now the point is, other than writing well and posting them, you should start engaging with your readers, a little bit more - like keep a track of the readers who comment and the contents of their comments and requests. It is not possible to keep every request or even maximum of them, because every writer has his/her own way of writing in terms of style, subject-matter and fantasy they are driven by. So try to respond to readers' comments. And first and foremost, never lose your originality.
আর হ্যাঁ, তুমি হয়তো খেয়াল করোনি যে, আমি তোমার "স্বামীর কল্পনা স্ত্রীয়ের যন্ত্রণা" গল্পটিতেও মন্তব্য করেছিলাম. যেসব পাঠক/পাঠিকারা পড়ে মন্তব্য করে তাদের নামটা তো একবার পড়া উচিৎ, ম্যাডাম. আমি এই thread-টিতে মন্তব্য করে যাচ্ছি এই কারণে যে তুমি এতো পরিশ্রম করে এই গল্পটি এখানে post করছো তা যাতে কোনো ভাবেই হতোদ্যম হয়ে না পড়ো. আমি আসলে তোমার "স্বামীর কল্পনা স্ত্রীয়ের যন্ত্রণা" গল্পটিকেই অনুসরণ করে যাচ্ছি. এই গল্পটি তো পড়াই রয়েছে আমার.