29-09-2022, 02:26 PM
(29-09-2022, 02:00 PM)Boti babu Wrote: এত দিন গল্পটি বাস্তব জীবনের ছিল । কিন্তু এখন মনে হচ্ছে গল্পটা অবাস্তবের দিকে চলমান হবে।দেখা যাক গল্প কোন দিকে মোড় নেয়।
(বিঃ দ্রঃ আমি তো লেখকের লেখনী নিয়ে বা গল্প নিয়ে খারাপ মন্তব্য করেনি তা হলে কেন এক হড়ামির বা_ নেগেটিভ রেপু দিল কমেন্টাকে কিছুই বুঝলাম না)![]()
![]()
![]()
![]()
একজন রাইটার হিসেবে আমি সবরকমের ফিডব্যাক কেই সম্মান করি। তাই দেখবেন প্রতিটি পাঠকের কমেন্টে অন্তত একটি লাইক রয়েছে , যেটা আমার থেকেই আসে। তাই কাউকে নেগেটিভ রেপুটেশন দেওয়ার কথা আমি কখনোই ভাবতে পারিনা। হয়তো আমার অন্য কোনো পাঠকের আপনার অবজারভেশনটা পছন্দ হয়নি।
যাই হোক , আমি শুধু আপনার কাছ থেকে এইটুকু জানতে চাই যে কেন আপনার এরকম মনে হলো যে গল্পটা অবাস্তবের পথে চলমান হবে ? কারণটা বুঝিয়ে বললে আমি রাইটার হিসেবে কিছু মডিফিকেশন করতে পারবো। কারণ গল্পটা একদম ফ্রেশ , ৬ নম্বর পর্বটা এখন লিখতে শুরু করেছি সবে।
সমীর তার ফ্যান্টাসি টা কে যদি বাস্তবের রূপ দিতে চায় , তাহলে গল্পের কোথাও না কোথাও তো একটা মোড় আসবেই। তাই নয় কি ?