29-09-2022, 12:49 PM
(This post was last modified: 19-10-2022, 02:57 PM by জীবন পিয়াসি. Edited 1 time in total. Edited 1 time in total.)
আরেকটি প্রেমের গল্প (দ্বিতীয় পর্ব)
বিদিশা দেখছে, সামনে প্রেমিকের পিতা, গায়ে স্রেফ একটি স্যান্ডো গেঞ্জি, দুপায়ের মাঝখান থেকে যেন আস্তে আস্তে ফণা তুলছে কোনো হিংস্র বাসুকী… বিদিশা চোখ বুজে দুই হাতে বুকের নগ্নতা ঢাকে, একটা পা ভাঁজ করে তুলে দেয় আরেকটা পায়ের ওপর, যাতে প্যান্টির ধার দিয়ে এলোমেলো বেরিয়ে থাকা একটি দুটি চুলও না দেখা যায়। এইরকম ভাবে পায়ের ওপর পা চেপে ধরতেই তার নারীত্বের সব থেকে স্পর্শকাতর বিন্দুটিতে চাপ পড়ল আর সে শিউরে উঠল। এভাবে থাইয়ে থাই চাপিয়েও যে এত যৌন উত্তেজনা হতে পারে, বিদিশার আগে জানা ছিল না। শুভ্রর সাথে যতবার অল্পসল্প যাই কিছু করেছে এইরকম সাঙ্ঘাতিক কামোচ্ছ্বাস কখনো জাগেনি তার দেহে মনে কোথাও। একি তবে নিষিদ্ধের হাতছানি? অশালীনের উন্মত্ততা? দুটো পায়ে অনুভব করল একটা উষ্ণ দৃঢ় হাতের পরশ, পা দুটো বাধ্য মেয়ের মত খুলে দিতে হলো তাকে, টেনে দুধারে সরিয়ে দিল শান্তনু বিদিশার লম্বা লম্বা মসৃণ দুখানি পা। সাদা প্যান্টি ও তার মাঝখানকার হলদে ছোপ এখন শান্তনুর মুখের এক্কেবারে সামনেই। এত সামনে যে একটা বেশ হালকা বুনো গন্ধ, অনেকটা ঠিক ভাতের মাড়ের মত এসে লাগলো তার নাকে। পাগল হয়ে গেল শান্তনু। স্ত্রী শ্যামলীর মেনোপজ হবার পর থেকে তাকে আর এত সিক্ত হতে দেখেনি শান্তনু। তার যৌনাঙ্গের গন্ধটাও যেন আর মনে পড়েনা। আবেশে দিশেহারা শান্তনু মুখ ডুবিয়ে দিল সেই মাদক গন্ধের উৎসের সন্ধানে। যেন কালের বিস্মৃতি-তল থেকে খুঁজে বের করতে চায় সে কোনো হারিয়ে যাওয়া ফুলের মধু। আদিম রিপুর উন্মত্ত তাড়নায় নাক ঘষতে থাকে বারবার প্যান্টি যেখানে দেবে গিয়েছে সেই লম্বা ফাটলের রেখা ধরে। লম্বা লম্বা নিশ্বাস টেনে শুষে নিতে চায় সমস্ত গন্ধ। ঘরের লাগোয়া ব্যালকনিতে তখন সন্ধে ঢেকে দিয়েছে সমস্ত কিছু। বড় বড় ঝুমকোলতার ফুল ফুটে রয়েছে রেলিঙের লতানো গাছে। শ্যামলীর সুচারু হাতে লালিত পালিত সেই লতাগুল্মের সাথে খুনসুটি করে চলেছে মিষ্টি বাতাস। আর সেই বাতাসে ভেসে আশা ফুলের সুগন্ধে ভরে উঠেছে শান্তনু আর তার কামসঙ্গিনী বিদিশার বাসরঘর। দুষ্টু ভ্রমরের মতো শান্তনুও যেন আজকে বিদিশার দুই পায়ের ফাঁকে লুকিয়ে রাখা ওই ঝুমকোলতা ফুলটা থেকে সমস্ত মধুগন্ধ চুষে নিতে চায়। বিদিশার কম্পমান দেহে ঢেউয়ের পর ঢেউ খেলে যাচ্ছে। শুভ্র তো এমনটা কোনদিন করেনি তার সাথে…
“তোর ওই জায়গাটা শুদ্ধু আমার, বুঝলি বিড্স্?”, বলে চুক করে একটা চুমু খেলো ওর “ওই জায়গাটায়”… ব্যাস! এইটুকুই মনে করতে পারছে বিদিশা, ওদের অন্তরঙ্গ মুহূর্তের আদর আকুলতার। কিন্তু এখন সে আর ভাবতে পারেনা, চোখে ঘোর লাগছে, শরীর মুচড়ে উঠছে রতিকুশলী শান্তনুর প্রতিটি কারুকার্যে। ওর দুটো ফোলা ফোলা যোনি-ওষ্ঠের মধ্যে লুকানো যে বেদানার দানার মত আঁকুড়টি রয়েছে, যেটা নিয়ে খেলতে গিয়ে ছোটবেলায় খুব বকা খেয়েছে মায়ের কাছে, কৈশোরে একলা থাকলে যেটা আঙুল দিয়ে নেড়েচেড়ে শরীরে একটা বিশেষ কাঁপুনি অনুভব করেছে, আর যৌবনে যেটাকে বাথরুমে বা বেডরুমে একমনে দুটো আঙুলের মাঝখানে ডলে ডলে ভেসে গিয়েছে মৈথুনের প্রবল আনন্দে, সেই অঙ্কুর এখন ফুলে উঠেছে। যেন ছোট্ট একটা আঙুরফল। এত বড় হয়ে গেছে সেটা, যে যোনির রসে ভিজে প্যান্টি লেপটে গিয়ে উঁচু হয়ে ফুলে রয়েছে একটা কাঠপিঁপড়ের কামড়ের মত। যতবার শান্তনু নাক ঘষছে ফাটল বরাবর লম্বালম্বি ভাবে ততবার শান্তনুর নাকের ডগায় আর বিদিশার ফুলে ওঠা বেদানার দানায় ঘষা লেগে যাচ্ছে। বিদিশার দুটো হাত ওর নিজের মাথার দুপাশে রাখা, হাতের মুঠোয় খিমচে ধরা বিছানার চাদর। নিচের ঠোঁট কামড়ে ধরেছে দাঁত দিয়ে, চোখ দুটো চেপে বন্ধ করে রেখেছে, ঘন ঘন অসহনীয় আনন্দে মাথা নড়ছে এপাশ ওপাশ। শান্তনু অভিজ্ঞ লোক, তার বুঝতে সময় লাগলো না যেই ছোট্ট উঁচু মত টিলাটা বারবার তার নাকে ধাক্কা খাচ্ছে সেটা আসলে কি! …সে শিল্পী, নারীর যোনি নিয়ে তার বহু গবেষণা করা আছে, একেকটা লাইভ স্কেচের জন্যে ভাড়া করে আনা মডেলদের সে বেশী টাকা অফার করে অনেকবার এইসব গোপনীয় অঙ্গ প্রত্যঙ্গের খুব ডিটেল্ড স্কেচ করেছে। ওর নির্দেশে অনেক মডেলকে স্টুডিওর ছোট কাউচের ওপর এলিয়ে শুয়ে পড়ে নেলপালিশ পরা দুই হাতে ঘণ্টার পর ঘণ্টা একই পোজে খুলে ধরে রাখতে হয়েছে যৌনাঙ্গ, যাতে সম্পূর্ণরূপে উন্মুক্ত হয় ভ্যাজাইনা ও ক্লিটোরিস্… এগুলো তার একটা আর্ট সিরিজের অংশ ছিল। বহু এক্সিবিশানেও প্রসিদ্ধি পেয়েছিল এই পেণ্টিংগুলি। শান্তনুর সেই সময়কার কথা মনে পড়ে গেল এই তন্বীর প্যান্টির মধ্যে থেকে জেগে ওঠা নারীত্বের সবথেকে চুড়ান্ত বিন্দুটি দেখে। মনে পড়ে গেল একটি বিশেষ দিনের কথা…
মহুল মিত্র, বয়স ২৭, উচ্চতা ৫”৪”, গায়ের রঙ উজ্জ্বল শ্যামবর্ণ। একটা ছোট্ট বিজ্ঞাপন দেখে সে নিজেই এসেছে মিস্তিরি লেনের বাড়িতে শিল্পী শান্তনু চ্যাটার্জীর সাথে কাজ করবে বলে। ছবির মডেল সে এর আগেও হয়েছে, কিন্তু শান্তনুর কাজ নাকি সে দেখেছে, তার ছবিতে স্থান পেতে নাকি সে বিশেষ আগ্রহী। শান্তনু কিন্তু আগ্রহী ছিল অন্য জিনিসে। মহুলের বুক দুটোর গড়ন ছিল মাথা ঘুরিয়ে দেবার মতন। প্রথম যেদিন মহুল কথাবার্তা বলতে এসেছিল বাড়িতে সেদিন তার পরনে ছিল একটা কালো রঙের এয়ার হস্টেস গলার ব্লাউজের সাথে ময়ূরকণ্ঠী রঙের সিল্কের শাড়ি। উদ্ধত মরাল গ্রীবা, লম্বাটে মুখের গড়ন, থুতনিতে একটা হালকা অভিমানী ভাঁজ। গাঢ় দুটো ধনুকের মত ভুরু। আয়ত চোখে যেন কেমন একটা উন্নাসিকতা। কিন্তু তার মধ্যেই একটা পাগল পাগল মদির চাহনি। ময়ূরকণ্ঠী সিল্ক লেপ্টে গিয়েছে বুকের দুটো আটতিরিশ সাইজের তরমুজের ওপর। কেমন অসম্ভব নিখুঁত গোলাকার, কেমন সাঙ্ঘাতিক উদ্ধত, অহংকারী।
“আমি যেকোনো পোজেই স্বচ্ছন্দ, আর যেকোনো অন্য মডেলের থেকে বেটার, আমাকে ট্রাই করলে ঠকবেন না”, বলে মুচকি হাসে মহুল। স্টুডিয়োর কাউচে বসে পায়ের ওপর পা তুলে গা এলিয়ে দিয়েছে পিঠের দিকের গদির ওপর। নীল-সবুজ কুঁচির বন্যা বয়ে গিয়েছে কায়দা করে ঝুলিয়ে রাখা পায়ের ওপর দিয়ে, বসার ভঙ্গিতে কোমরে খেলেছে বাঁক, আর ভাঁজ পড়েছে চামড়ায়, সেখানে সিল্ক শাড়ির পাড়ের ওপর দিয়ে উঁকি দিচ্ছে মসৃণ পেট, রুপোর কোমরবন্ধনী। ঘর ভরে গিয়েছে মহুলের পারফিউমের গন্ধে…
“কি ভাবছেন?”, ভ্রু ঈষৎ আন্দোলিত করে প্রশ্ন ছুঁড়ে দেয় মহুল। কপালে লম্বা কালো টিপটা যেন তার এই শাড়ি, কোমরের রুপোর বিছে, মোটা ঠোঁট আর লম্বাটে মুখের হালকা অহংকারী ভাবটার সাথে মানিয়ে গিয়েছে এবং বেশ একটা মোহময়ী আবেদন সৃষ্টি করেছে।
“না, তেমন কিছু এই মুহূর্তেই ভাবছিনা, তবে আমার একটা খুব আভ্যন্তরীন সৌন্দর্যের ওপর কাজ করবার পরিকল্পনা আছে… কিন্তু মডেলের সহযোগিতা ছাড়া সেটা খুবই অসম্ভব, তাই…”, বলে ইতস্তত করে সামনের চেয়ারে বসে থাকা শান্তনু।
হারান চা দিয়ে গিয়েছিল, মিষ্টিও এসেছিল শ্যামলীর নির্দেশে। তিনি মডেলদের কক্ষণো নিজে হাতে খাবার দেননি, বা ওদের সামনেও আসেননি। শ্যামলী এত বছরের বিবাহিত জীবনে অনেক কিছু নিছকই চোখ বুজে মেনে নিতে শিখে গিয়েছিল। সে জানে স্টুডিয়োর ঘরে এখন একটা অদৃশ্য “ডু নট ডিস্টার্ব” সাইন ঝুলছে, এবং না জানি তার স্বামী মেয়েটির শরীরের কোন বিভাজনটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন আর তার মধ্যে আর্ট আবিস্কার করছেন।
“এই সিরিজের জন্যে এর আগেও নিশ্চয়ই মডেল এসেছে?”, ঝুঁকে পড়ে মিষ্টির প্লেটটা নামিয়ে রাখতে গিয়ে খসে গেল শাড়ির আঁচল, মুহূর্তের জন্যে উন্মুক্ত হলো মহুলের দুটো বিরাটাকৃতির ডাঁসা ভরাট বুকের গভীর খাঁজ। হেসে তুলে নিল সে খসে যাওয়া বুকের কাপড়।
“উহুঁ, থাকতে দাও ওরকম মহুল, একটা জিনিস একটু নোট করবো”, শান্তনু স্বাভাবিক গলায় নির্দেশ রাখে।
মহুল সঙ্গে সঙ্গে কাপড়টা ছেড়ে দেয় হাত থেকে। সিল্কের শাড়ি পিছলে যায় দুটো পাহাড়ের উপর থেকে। কালো ব্লাউজ টাইট হয়ে ধরে রেখেছে দুটো নিটোল গোল তরমুজ। টানটান হয়ে রয়েছে ব্লাউজের কাপড়ের প্রত্যেকটা সুতো , যেন যেকোনো মুহূর্তে ফেটে পড়বে, আর বন্যা বয়ে যাবে উচ্ছল যৌবনের। শান্তনু বুঝতে পারে পাজামার মধ্যে তার লিঙ্গ শক্ত হয়ে গিয়েছে। মুশকিলে পড়ল সে!
“আপনি তো বলছিলেন আভ্যন্তরীন… মানে বেশ ইন্টিমেট ব্যাপার, এটা ট্রাই করি?”, বলতে বলতেই নির্বিকার চিত্তে হাঁটু দুটো মুড়ে সে তুলে নিল কাউচের ওপরে, আর দু হাত দিয়ে তুলে ধরলো শাড়ি সায়া, পা ফাঁক করে দিতে অল্প আলো ঢুকলো সেই অন্ধকারের মধ্যে। শান্তনু দেখলো সাদা প্যান্টি, সেটাও হাত দিয়ে সরাবার উপক্রম করছে মহুল।
“এখনই থাক, মহুল, আমার চাকরটা আবার এসে পড়তে পারে…”, কথা শেষ হতে না হতেই, হারান ঢুকে পড়ল ঘরের মধ্যে, ঢুকেই স্তম্ভিতের মত আটকে গেল দরজার থেকে দুই পা ভেতরে এসে।
মহুলের কোন তাপ উত্তাপ নেই, ও দুটো আঙুল দিয়ে যোনিপথ থেকে প্যান্টি সরাতে সরাতে বললো,
“এসো, নিয়ে যাও, দাঁড়িয়ে রইলে কেন? এত বড় শিল্পীর বাড়িতে কাজ করো তুমি, এসব দেখে এত কিন্তু কিন্তু করলে চলবে?”
দুটো আঙুল দিয়ে কথা বলতে বলতেই যোনির মুখটা পরিষ্কার করে খুলে ধরেছে মহুল। বুকের থেকে আঁচল খসে গিয়েছে, ব্লাউজের মধ্যেকার দুটো স্তন উদ্ধত, খাঁজ প্রকট ও দৃশ্যমান, শাড়ি সায়া তুলে প্যান্টি সরিয়ে দুই হাতে যৌনাঙ্গ খুলে ধরেছে। হারান ঠকঠক করে কাঁপতে কাঁপতে এসে কোনমতে কাপ ডিশ উঠিয়ে নিয়ে গেল।
“বেচারা!” কৌতুকের হাসি হেসে বললো মহুল।
“হুম্ম।” গম্ভীর হয়ে পড়ল শান্তনু, সে বুঝে গেছে মহুল অন্য জাতের মধু। ওকে পান করতে হবে ধীরে ধীরে।
“আহ…”, বিদিশার শীৎকারে চটকা ভাঙ্গে শান্তনুর। সে অনেকক্ষণ ধরে আপনমনে জিভের ডগা দিয়ে প্যান্টির মধ্যেকার উঁচু দানাটা চাটছিল, এখন খেয়াল হলো সেই জায়গাটা ভিজে গিয়েছে তার থুতুতে। আর বিদিশা বেচারি পড়ে পড়ে ছটফট করছে যৌন উৎপীড়নে। আর দেরী করে লাভ নেই, মেয়েটা তুঙ্গে উঠে গিয়েছে। কষ্ট পাচ্ছে।
শান্তনু প্যান্টি টেনে নামিয়ে নিতে বিদিশাই পা টেনে এনে সম্পূর্ণ ভাবে আবরন মুক্ত করলো নিজেকে। পা দুটো হাত দিয়ে ছড়িয়ে ধরে, রসে ভেজা ঘন কালো জঙ্গলে মনোনিবেশ করল শান্তনু। যোনিমুখ উত্তপ্ত। ফোলা ফোলা দুটো মাংসল ঠোঁট ঝাপড়া কালো আঁকা বাঁকা লোমে ঢাকা। সেই জটে সাদা সুতোর মত লেগে রয়েছে সাদা সাদা চটচটে রস। কড়া গন্ধ বেরোচ্ছে ঘাম, কামজল, পুরনো জমে থাকা অল্প অল্প যোনিরস সবকিছুর মিলিত এবং ভয়ানক সম্মোহনী। শান্তনু মেঝেতে হাঁটু মুড়ে বসেছিল, নিজেকে আরেকটু সেট করে নিয়ে, মুখ ডুবিয়ে দিল সেই গন্ধভরা গভীর ফাটলে, তার হাত হাঁ করে খুলে ধরলো চেরাটা। দপদপ করছে বেদানার দানা, ফুলে লাল হয়ে উঠেছে সেটা। তার নিচে মুত্রনালীর মুখ, ছোট্ট মতন, আর তারও নিচে চামড়া ভাঁজ খেয়েছে দুধারে, ফাঁক হয়ে খুলে রয়েছে যোনি-সুড়ঙ্গের অতলের দ্বার। ওইরকম ভাবে কেউ কোনদিন খুলে ধরেনি তার সবচেয়ে গোপনীয় স্থানটি, তাই ওইখানে বাতাস লাগায় চমক লাগলো বিদিশার দেহের খন্দরে খন্দরে। ফুঁ দিচ্ছে শান্তনু। তার পর নিজের ঠোঁট দুটো অল্প খুলে একটা গোলাকার ছোট্ট ফাঁক করে ওই ফুলে থাকা অঙ্কুরটা পুরে নিল সে মুখের মধ্যে। ঠোঁট দিয়ে চেপে ধরে, ললিপপের মত চুষতে লাগলো সে বিদিশার যৌনতার শিখরটি। সে যেন এক জাদু-বোতাম! বিদিশার যৌনাঙ্গ থেকে একটা তীব্র শিহরণ তার পেট কোমর ছাপিয়ে ছাপিয়ে উঠছে সমস্ত শরীর বেয়ে। থরথর করে কাঁপছে সে শান্তনুর একেকটা শোষণে। তার মঞ্জরিতে শান্তনুর জিভ, দাঁত লাগছে, সে শীৎকার করে উঠছে।
“আআহ… আঘঘ…”, বিদিশার ঘরঘরে নেশাগ্রস্ত আওয়াজ শান্তনুকে জানান দিচ্ছে যে সে তার কাজ একেবারে ঠিকঠাক করছে। আর সে ততই নতুন উদ্যমে চুষে চলেছে। দাড়িগোঁফের খোঁচা লাগছে বিদিশার গোপনাঙ্গের কোমল চামড়ায়, কিন্তু সেই অস্বস্তিটুকু ছাপিয়ে যাচ্ছে আরামের পরিমাপ। যৌন আরাম, তীব্র ও ভরপুর, শুভ্রর কাছ থেকে এইরকম কিছু কল্পনাও করতে পারেনা বিদিশা। মুখ তার আরামে বিকৃত, চোখ বোজা, শরীর মুচড়ে উঠছে ঘনঘন। হাত দিয়ে খিমচে ধরেছে সে শান্তনুর মাথার চুল। এখন তারা আদিম নর নারী। অসভ্য যৌন খেলায় মেতেছে অনাবিল আনন্দের সন্ধানে। দু পায়ে শান্তনুর মাথা পেঁচিয়ে ধরে, কোমরের ওঠানামা শুরু করলো উন্মত্ত বিদিশা। শান্তনু অঙ্কুর ছেড়ে দিয়ে লম্বা লম্বা করে তার সম্পূর্ণ জিভ দিয়ে চাটতে লাগলো রসে ভেজা বিদিশার চ্যাপ্টা যোনিদেশ। এবার তার সাথে সাথেই হাত দুটো ওপর দিকে তুলে দিল সে। দুটো বেলুনের মত টিপতে লাগলো বিদিশার জোড়া স্তন। একই ছন্দে চলছে, মর্দন ও লেহন। বিদিশার শরীরে তালে তালে উঠছে যৌন আনন্দের উচ্ছল তরঙ্গ। এবং সে অনুভব করছে গরম একটা প্রবাহ যেন ঢেউ খেলিয়ে উঠে আসছে তার সমস্ত শরীর বেয়ে। সে ক্রমশ উঠে চলেছে কোন এক অসহ্য আনন্দের চুড়ায়। শান্তনু একবার করে চুষছে একবার করে চাটছে, আর সমান তালে দুটো স্তনবৃন্তের একেবারে অগ্রভাগে আঙুলের মাথা দিয়ে খুঁটে চলেছে। বাড়ছে বিদিশার আনন্দের উচ্চতা। সে এক পাহাড়ের শিখরে পৌঁছে গিয়েছে যেন এইবার। মুখ হাঁ হয়ে গিয়েছে, অভিব্যাক্তি অনেকটাই যন্ত্রনায় কাতরানোর মত, কিন্তু তফাত শুধু এখানে যে এটা আনন্দের ছটফটানি, ব্যাথার নয়। মৈথুনের চুড়ায় উঠে গিয়েছে বিদিশা। শান্তনু এক লাফে উঠে পড়ল এবার বিদিশার ন্যাংটো দেহের ওপর। শক্ত হয়ে ফুলে উঠেছিল ওর কালচে পুরুষাঙ্গ। টাইট হয়ে গিয়েছে অণ্ডকোষ। বিদিশার হাত দুটো ধরে নিল দুই হাতে, চেপে ধরলো মেয়েটির মাথার দুপাশে বিছানার ওপর। নিজের লিঙ্গ ঠিক বিদিশার কম্পমান পিছল যোনিমুখে কোনরকমে লাগিয়েই উরু ও পশ্চাৎ দিয়ে ঠেলা মারলো সে বিছানার দিকে। দাবিয়ে দিল নিজের লম্বা, মোটা যৌনাঙ্গ বিদিশার কচি ও সরস সুড়ঙ্গের মধ্যে।
“আআআহহহ!”, মারাত্মক রকম চেঁচিয়ে উঠেই মিলিয়ে গেল বিদিশার আওয়াজ। সে তখন আনন্দের উন্মাদনার শিখরে পৌঁছে গিয়েছিল, ব্যাথা লাগলো তীব্র, কিন্তু প্রচণ্ড প্রতাপে তখন শান্তনু কোনদিকে ভ্রুক্ষেপ না করে মন্থন চালিয়ে যাচ্ছে। তাই ঘনঘন ঘর্ষণে, মুহূর্তের মধ্যে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকা সুখ, যেন গিলে নিল ব্যাথাটাকে। চরম সুখের সাগরে একটা পালছেঁড়া ডিঙির মতন তার ওই একফালি ব্যাথা যেন কোথায় মিলিয়ে গেল।
“উউহহহহ…”, এবার আরামের শীৎকার উগ্রে দিল বিদিশা।
ঠোঁটের ওপরে অনুভব করল দুটো মোটা মোটা পুরুষ ওষ্ঠের স্পর্শ। লালায় মাখামাখি দুজনের ঠোঁট, মুখ, মন্থনের সাথে চলছে এক প্রচণ্ড দিশেহারা চুম্বন। দাঁত দিয়ে কামড়ে ধরছে ঠোঁট, দুজন দুজনের। চুষছে শরীরের সমস্তটুকু নিঙড়ে নেবার মত করে। কোমর তলপেট থপথপ করে ধাক্কা খাচ্ছে। পচপচ করে একটা উষ্ণ সিক্ততার মধ্যে ঢূকছে বেরোচ্ছে আরেকটা ভিজে উষ্ণ প্রত্যঙ্গ। বিদিশা মৈথুনের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল, এবং প্রথম-সঙ্গমের যন্ত্রনায় সেটা কয়েক মুহূর্তের জন্যে পিছিয়ে গেলেও শান্তনুর ভ্রুক্ষেপহীন মন্থনের তাড়নায় আবার দ্বিগুন হয়ে ফিরে এলো।
“বিদিশা, আআহহ…”, ভ্রু কুঁচকে হাঁক ছাড়ল শান্তনু, তার তখন ভয়ানক আরাম হচ্ছে। একেবারে আনকোরা বিদিশার দেহের মধ্যেকার উষ্ণতা পাগল করে দিচ্ছে তাকে। শক্ত সুড়ঙ্গের দেওয়াল দিয়ে যেন বিদিশা কামড়ে ধরেছে তার পুরুষাঙ্গ।
“কাকু… উহহহ… ম্মম্পফ…”, বিদিশা এবার সঙ্গাহীনের মত গোঙাচ্ছে। থরথর করে কাঁপছে তার যোনিপথের দেওয়াল। অদ্ভুত আরাম পাচ্ছে শান্তনু তার মন্থনরত লিঙ্গে।
“তোমার মত মেয়ে কি করে অ্যাদ্দিন আচোদা আছো গো?”, এবার শান্তনুর মুখের আগল খুললো।
অত্যন্ত উত্তেজিত অবস্থায় তার মুখ দিয়ে এরকম কথাবার্তা তার অনেক লীলাসঙ্গিনীই শুনেছে। কারুর ভালো লেগেছে, কারুর বা লাগেনি।
“আআহহহ…”, নব শিহরণে সদ্য কৌমার্য হারানো নারী জানান দেয় তার দেহে পুলকের সঞ্চার করেছে শান্তনুর এই সৃষ্টিছাড়া ভাষা।
“গুদে বাঁড়া নিয়ে খুব মজা, না সোনামণি?”, শান্তনু আরই অশান্ত হয়ে উঠছে উত্তরোত্তর। কথার তালে তালে বিছানার মধ্যে গেঁথে গেঁথে দিচ্ছে বিদিশাকে। দুরন্ত সঙ্গম, তার সাথে দাঁত মুখ বিকৃত করে অশ্লীল ভাষা। উপরন্ত যখন বিদিশার মধ্যে কোন আপত্তিসুচক লক্ষণই বিদ্যমান নয় তখন আর কি অসুবিধা।
“কাকু… ইশ…”, হাঁপিয়ে উঠছে বিদিশা। লজ্জায়, রতিসুখে, আত্মহারা হয়ে উঠছে সে।
নিজের যোনিসুরঙ্গের মধ্যে যেই শক্ত, উত্তপ্ত দণ্ডটি সমানে তাকে এফোঁড় ওফোঁড় করে চলেছে, তার যোনিপথের পেশিগুলি যেন ফুলে ফুলে উঠে সেটিকেই খিমচিয়ে ধরছে। একটা অসহ্য খিঁচ ধরছে যেন তার তলপেটে, বাড়ছে অসহনীয় মন্থনসুখের সর্বগ্রাসি ঢেউ। তলপেট ছাপিয়ে কোমর বুক বেয়ে বেয়ে উঠছে, এই ভাসে কি সেই ভাসে অবস্থা। মৈথুনের সঙ্গে সে এর আগেও পরিচিত হয়েছে। বহুবার। কিন্তু এ যেন এক অভিনব অনুভূতি। তার নারীত্তের গহীন পথে বীরদর্পে চলেছে শান্তনুর যৌনাঙ্গের বিরামহীন সঞ্চালন। তার আঁকুরদানায় লাগছে শান্তনুর লিঙ্গবেদীর ছোটবড় চুল।তার চ্যাপ্টা উপস্থের নিচে পেছনের কচি মাংসে এই দুরদান্ত রতিক্রিয়ার ছন্দে ছন্দে থপ থপ করে এসে লাগছে শান্তনুর বীর্যথলি। তার পা দুখানি নিজের অজান্তেই বিছানা ছেড়ে উঠে গিয়েছে শুন্যে, হাঁটু মুড়ে অল্প ভাঁজ হয়ে রয়েছে, পায়ের পাতা ধনুকের মত বেঁকে গিয়েছে হাওয়ায়। লজ্জাহীন, দ্বিধাহীন উন্মত্ত সঙ্গমে নিজেকে একেবারে হারিয়ে ফেলেছে বিদিশা।
হাঁপড়ের পত হাঁপাচ্ছে শান্তনু, তারও যেন সময় হয়ে এসেছে।
“বিদিশা, তোর ভেতরটা কি আগুন রে মনা… আহহহ… আরাম পাচ্ছিস তো সোনা?”, শান্তনু শ্বাস ছাড়তে ছাড়তে জিজ্ঞাসা করলো।
“উম্ম… আআউ…”, বিদিশা জানে না কিছু আর, তার সুখের সাগর তাকে গিলে নিচ্ছে এবার। সে উঠতে উঠতে চূড়ান্ত পর্যায় উঠে গিয়েছে সঙ্গমসুখের। আসন্ন মৈথুন যেন তাকে তাড়িয়ে তাড়িয়ে তুলছে এক মহানন্দের আকাশচুম্বি শিখরে।
“আর পারছিনা, কাকু, পেচ্ছাব পাচ্ছে বোধয়…”, কোঙ্কিয়ে ওঠে শান্তনুর শরীরের তলায় পিষ্ট হওয়া বালিকা।
“নাহ… ছেড়ে দাও বিদি, যা আসছে ছেড়ে দাও, আমাকে ধরে রাখো, আআহহহহহ”, বলতে বলতেই শান্তনু উপলব্ধি করলো তার লিঙ্গমুখে একটা গরম হল্কা যেন তড়িৎবেগে উঠে এল, আর ধরে রাখা যাচ্ছে না… বারকয়েক উল্কার মত ছুটে এলো, বিদিশার দেহ তখন আটকে ধরেছে তাকে, সমস্তটুকু দিয়ে আকুঞ্চন করে নিতে চাইছে যেন। সুখে সুখে আঘাত লাগছে, কাঁপুনিতে গিয়ে লাগছে আরেক কাঁপুনি। দ্বিগুন হচ্ছে আবেগ, উৎপন্ন হচ্ছে অদৃশ্য বিদ্যুৎ। সেই বিদ্যুৎ বয়ে যাচ্ছে এই নারী পুরুষের শিরায় শিরায়। ছলকে ছলকে উঠছে আগুন হয়ে। মাথা ভোঁ ভোঁ করছে বিদিশার, চোখে অন্ধকার দেখছে সে। নখ বসিয়ে দিয়েছে শান্তনুর ঘর্মাক্ত পৃষ্ঠে। উন্মাদের মত অসম্ভব গতিতে কামকলার অন্তিম মুহূর্তে উত্তীর্ণ হচ্ছে শান্তনুও। চোখে আঁধার নেমে আসছে তারও।
দূরে কোথাও কারা যেন কথা বলছে, “দাদাবাবু, দাঁড়াও… অমন করে যেও না…” “না না, ছাড় আমাকে, আর না…”…
আবার মিলিয়ে যাচ্ছে কথাবার্তা সব, নাকি নিজেদেরই মস্তিষ্কের মধ্যে স্বপ্ন দেখছে তারা… কে জানে! এই সঙ্গমরত যুগল এখন বিশ্ব-ব্রহ্মাণ্ডের আর কিছুই জানে না, তার শুধু একই ছন্দে ছন্দ মিলিয়ে দৃপ্ত গতিতে আরোহণ করে চলেছে এক পরম স্বর্গীয় সুখের সোপানসমূহ। কয়েক মিলিসেকেণ্ডের ব্যবধানে এক অভাবনীয় বিস্ফোরণ ঘটে যায় দুটি মথিত শরীর উথাল পাথাল করে, লম্বা সুতোয় বাঁধা এক গোছা কালিপটকা যেন। মৈথুনের মিষ্টি বিষ যেন ছড়িয়ে পড়ছে তাদের সমগ্র চেতনার অণু পরমাণুতে। দুটি শরীর সংবদ্ধ ভাবে থরথর করে কাঁপছে, আনন্দের গহ্বরে গহ্বরে ধাক্কা খেয়ে যেন বারবার শিহরিয়ে উঠছে দুজনেই। শান্তনুও তার যুবককালের প্রথম মিলনের মত উত্তাল আবেগে জাপটে ধরেছে তার সঙ্গিনী বিদিশাকে। পাগলের মত চুম্বন করছে দুজন দুজনকে, চোখে, মুখে, নাকে।…
“সত্যিই কি কেউ কথা বলছিল তখন?”, এখন স্মৃতিরোমন্থন করে হঠাৎ চিন্তান্বিত হয়ে পড়ে বিছানায় শায়িতা একাকিনী বিদিশা। নিজেই প্রশ্ন করে নিজের মনে। নীল আলো ভাসিয়ে দিয়েছে তার শোবার ঘর। বাইরে রমেন ঘুমে অচেতন। যদিও দরজার একটা ছিদ্রের সাহায্যে কিছুক্ষন আগেই সে চোখ দিয়ে সম্ভোগ করছিল তার মনিবকন্যা বিদিশাকে… রোজ রাতেই যেমন করে থাকে। এলোমেলো চিন্তার হাওয়া বইছে বিদিশার যুবতী মনে। শান্তনু। নামটা পরম আদরের সাথে একবার দুবার বিড়বিড় করে ফেলছে। আবার ভাবছে শুভ্রর কথা। তাকেও সে বড্ড ভালবাসে। মাঝে মাঝে মায়া হয় শুভ্রর জন্য। ছেলেটা অসম্ভব ভাল। খুব ভালবাসে বিদিশাকে। অথচ আজ বিকেলে শুভ্রদেরই বাড়িতে শারীরিক সুখ দিয়েছে বিদিশাকে যিনি, তিনি আর কেউ নন, শুভ্ররই পিতা, শান্তনু। শিল্পী শান্তনু চ্যাটার্জি।
—কারা যেন ফিস-ফাস করে কথা বলছে অদুরে… শুভ্র… শুভ্রকে দেখা যাচ্ছে দূরে… দৃষ্টি ভেসে আসছে তার দিকে… বিদিশা তাকাবে না শুভ্রর দিকে, কিছুতেই!… তাই মাথা নিচু করে রাখে… তার দুই পায়ের ফাঁকে এখন সে অনুভব করে একটা পেলব পরশ… শরীর এলিয়ে দেয় সে স্পর্শের আমেজে… দূরে একটা গাছের আড়ালে শুভ্রর দুখি দুখি মুখটা উপেক্ষা করেই ও উপভোগ করতে থাকে ওর দু-পায়ের মাঝখানের ঘন লোমে ঢাকা গোপন জায়গাটায় একটা চটচটে ভিজে ভাব… ছোট্ট একটা বাদামি রঙের হরিণ… দুটো চোখ তার কাজল কালো… যেন দুটো জল টইটুম্বুর দিঘি… হরিণটা তার দীঘল দুটি মায়াবী চোখ নিয়ে চেয়ে আছে বিদিশার দিকে, আর আলতো আলতো করে চাটছে তার যোনিফাটল বরাবর… উফ… লম্বাটে গোলাপি মৃগ-জিহ্বার পরশ লাগছে কোমল প্রত্যঙ্গে, আর খিলখিলিয়ে হেসে উঠছে বিদিশা… আনন্দে কেঁপে উঠছে কখনো… দুহাতে মুখ আড়াল করছে কখনো লজ্জায়… সব কেমন নীল হয়ে উঠছে আশপাশ… কি লজ্জা, কি লজ্জা… শুভ্র দেখছে যে সব! ইশ…
চটচট করছে আঠালো মত কোন তরল কিছু, একেবারে প্যাচপ্যাচে হয়ে গেল যে… এপাশ ওপাশ করে ঘুম ভেঙ্গে উঠে পড়ল বিদিশা। মাসিকের রক্তে ভেসে যাচ্ছে ফুলফুল নাইটি। যোনিদেশে লোমে, আর দুই ঊরু যেখানে মিশেছে নিম্নাঙ্গের সাথে সেই খাঁজে চটচটে হয়ে রয়েছে টাটকা রক্ত। স্বপ্ন থেকে বেরিয়ে এসে সবটা বুঝে ধড়মড়িয়ে উঠে পড়ে সে বিছানা ছেড়ে। চাদরেও বেশ খানিকটা দাগ লেগে গেছে, মায়ের কাছে বকা খাওয়ার আগেই সব ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে! “এখন উপায়…?”, ভাবতে গিয়ে মাথায় হাত পড়ে বিদিশার, নিজেকে পরিষ্কার করবে, প্যান্টি কাচবে, না বিছানার চাদর? দিশেহারা হয়ে পড়ে বেচারি।
এমন সময় বাইরে সাইকেলের টুং টাং আওয়াজে বুঝতে পারে, রমেন ফিরেছে বাজার সেরে।
“বাপ্ রে!”, অবাক বিদিশা, এতক্ষন ঘুমিয়েছে সে!
“হুম্ম… রোববার বলে কেউ ডাকেনি বোধয়… কিন্তু তুলিকাদের সাথে যে সিনেমায় যাওয়ার কথা?”, আরো চিন্তার ঢেউ।
বাইরে রমেনের গলা পাওয়া যাচ্ছে, তার মায়ের সাথে সে বাজার নিয়ে কি একটা বক্তব্য রাখছে যেন।
বিদিশা জানে রমেন তার প্রতি খুবই সদয়, যখন যা বলে কোন মুখ না করেই করে দেয়। বিছানার লাল দাগটা আস্তে আস্তে শুকিয়ে খয়েরি হচ্ছে। আর দেরী করে লাভ নেই।…
“রমেন… একবার শুনে যেও তো”, হাঁক পাড়ে বিদিশা। এক হেঁচকা টানে তুলে নেয় বিছানার চাদরটা, চটপট এপাশ অপাশ তাকিয়ে আর দেওয়ালের লম্বা আয়নার সাহায্যে বুঝে নেয় নাইটিতে কতখানি লেগেছে রক্তের দাগ। একটা ওড়না তুলে নেয় আলনা থেকে, রমেন চলে আসার আগেই ঢেকে ফেলতে হবে ঋতুস্রাবের লজ্জাজনক চিহ্ন।
“আমায় ডাকলে দিদিমণি?”, রমেন এসে দাঁড়িয়েছে দরজায়। তার চোখের চোরা চাহনি দিদিমণির কোমর থেকে জড়ানো ওড়নার দিকে…
“নাইটিটা কেমন আলগা করে রেখেছে না দিদিমণি?”, রমেনের মনের ভাব চোখে মুখে প্রকাশ পায় না।
“হ্যাঁ গো”, গলায় প্রয়োজনের অতিরিক্ত মধু মিশিয়ে দেয় চতুর বিদিশা, “একটু এই বিছানার চাদরটা কেচে দাও না তাড়াতাড়ি…”, তর্জনী দিয়ে ইঙ্গিত করে দলা পাকানো মেঝেতে পড়ে থাকা চাদরটার দিকে।
“জামাকাপড় কিছু থাকলে দিয়ে দাও না, ওমনি কেচে দোব ‘খন?”,মুখে একটা গোবেচারা ভাব আনবার চেষ্টা করে রমেন।
“না না, জামাকাপড় কিছু নেই, ও আমি চানের সময় ধুয়ে নেব”, বিদিশা নাইটি আলগা করে ধরে রেখে উত্তর দেয়, পিরিয়ডের রক্ত লাগা চাদর কাচে কাচুক, তা বলে একেবারে তার গায়ের নাইটিটাও দেওয়া যাবে না… মা জানতে পারলে ভোগান্তি হবে। চাদর নিয়েও হত, তবে সেটা চোখে পড়বার চান্স কম। টুক করে ধুয়ে ছাদে মেলে দিলেই হল।
“তুমি ওইটা নিয়ে যাও আপাতত”, বিদিশা তাড়া লাগায়।
রমেন দলা করা চাদর উঠিয়ে নিয়ে চলে যেতেই সে দরজা বন্ধ করে একটানে খুলে ফেলে নাইটি, প্যান্টি… সম্পূর্ণ উলঙ্গ হয়ে দাঁড়ায় আয়নার সামনে।
নাঃ এবার এই লোমগুলো কেটে ফেলতে হবে… বড্ড ঝাপড়া হয়েছে। বেয়াড়া কতগুলো চুল, মাসিকের সময় রক্তে ভিজে আঁকা বাঁকা হয়ে ভাঁজে ভাঁজে ঢুকে গিয়ে বড্ড কুটকুট করে। হাঁটতে চলতে কেমন কাটা কাটা লাগে ওইখানে… অসহ্য একদম! এইসব ভাবতে ভাবতেই, এক গাছি ভিজে কালো লোমের গা বেয়ে টুপ করে মেঝেতে গিয়ে পড়ে চুনির মত লাল স্বচ্ছ এক বিন্দু ঋতু-রক্ত। নিচু হয়ে হাতে ধরা নাইটির এক প্রান্ত দিয়ে ও কাচিয়ে মুছে নেয় চটপট। উন্মুক্ত নিটোল নিতম্ব উদ্ধত হয়ে পড়ে। খাঁজ খুলে যায় অল্প। গুহ্যদ্বারে এলোপাথাড়ি একটা দুটো লোম। বড্ড হালকা। আবার সোজা হয়ে দাঁড়িয়ে পাশের দেওয়াল-আলমারি থেকে একটা প্যাড বের করে নেয়, সাথে একটা পরিষ্কার নাইটি।…
“কিরে আজ সিনেমাতেও তো কেমন অন্যমনস্ক ছিলি… তোর শুভ্রর সাথে বুঝি আবার ঝগড়া করেছিস দিশা?”, তুলিকা কিছুতেই ছাড়ার পাত্রী নয়।
সে একটি হাসিখুশি ঝকঝকে মেয়ে। লম্বায় বিদিশার থেকে একটু খাটো, আর গায়ে ভারিক্কিপনাও যেন একটু বেশি। কিন্তু ওর চনমনে মেজাজ আর ঝিলিক দেওয়া হাসির সাথে ওই পুতুল পুতুল চেহারাটা বেশ মানিয়ে যায়। পাড়ার প্রচুর ছেলে ছোকরা রকে বসে বসে স্কার্টের ভেতরে ওর ওই হৃষ্টপুষ্ট পাছার দুলুনিতে মন দুলিয়ে নেয়। একটু বেশি বড় আর বেসামাল ওর বক্ষযুগল। বয়েস অল্প, কিন্তু গ্রোথ বেশি… এসব মেয়েদের সামলে রাখতে হয়। কিন্তু তুলিকার বন্ধু বান্ধব সংখ্যায় অগুনতি। তাই ওকে সামলে রাখা আর কারুর সাধ্যে নেই। কিছুদিন হল বোম্বে থেকে ওর এক আত্মীয় দাদা এসেছে। তার সাথেও এত বেশি মাখামাখি মনে মনে পছন্দ নয় তুলিকার মায়ের। এদিকে আবার সেই দাদাকে নিয়ে বিদিশার সাথে চোরাগোপ্তা হিংসুটেমি চলছে শুভ্রর।
“হুম্ম…? না রে তুলি, ও কিছু নয়”, বিদিশা সত্যিই আনমনা।
“প্রশ্নগুলোর তো এক ঘণ্টা বাদে বাদে জবাব মিলছে, ভাবছিস কি এত তুই শুনি?”, একটা আইস-ক্রিম কোন কে জিভ দিয়ে আগলে রাখতে রাখতে শুধোয় তুলিকা।
“তুই বুঝবি না… বাদ দে। তোর দাদাকে থ্যাঙ্কস বলে দিস সিনেমাটা স্পন্সর করার জন্যে”, হেসে বিদিশা বিদায় জানায় প্রিয় সখীকে, তার বাড়ির রাস্তা এসে গিয়েছে, এখান থেকে সে ডান দিকে বেঁকে যাবে আর তুলিকা হেঁটে যাবে সোজা, জোড়াদিঘির রিক্সা স্ট্যান্ড অব্দি।
শুভ্র আর কাকিমা কি ফিরেছে এখনও? শুভ্র কিছু টের পাবে না তো… এসব ভাবতে ভাবতে হাঁটছে বিদিশা। দুই পায়ের ফাঁকে অল্প অল্প ব্যথা যেন এখনো লেগে আছে, মনে করিয়ে দিচ্ছে ক্রমাগত কালকে শান্তনুর সাথে তার গোপন অভিসারের কথা। শান্তনু আর শ্যামলীর শোবার ঘরের বিছানার ওপর তাকে চিত করে ফেলে শুভ্রর বাবা শান্তনুর সেই উন্মাদনাময় জান্তব প্রেম নিবেদন। লজ্জায় রাঙা হয়ে যায় বিদিশা। সে আর কুমারী নয়। ভাবলেও গায়ে কাঁটা দিচ্ছে। তার ভেতরেই বীর্য স্খালন করেছিল শান্তনু। কিন্তু আজ সকালেই তার মাসিক শুরু হয়েছে, অর্থাৎ ভয়ের কিছুই নেই… কিন্তু পরবর্তী কালে সাবধানতা অবলম্বন করতে হবে। ভাবতে গিয়েই চূড়ান্ত কুণ্ঠায় ঠোঁট কামড়ে ধরল যুবতী। নিজের অজান্তেই সে তার প্রেমিকের পিতার সাথে ভবিষ্যতের সম্ভাব্য মিলনের মতলব আঁটছে! এ কি করছে সে? রক্তের ফ্লো বাড়ছে। হাঁটতে কষ্ট হচ্ছে তার। প্যাডটাও সরে গিয়েছে বোধয়।
“লাল জ্যাম লাগানো পাঁউরুটি, দ্যাখ দ্যাখ!”, পেছন থেকে হুড়ো দিচ্ছে কোনো বদ ছোকরা।
বিদিশা ইতস্তত করে নিজেকে একটু আড়াল করে পেছনে হাত দিয়ে বোঝে যে তার জামায় দাগ লেগে গিয়েছে। উফ… কি যন্ত্রণা! তার মধ্যে লাঞ্ছনা আর অপদস্থতা দ্বিগুন করে দিতে পাড়ার ছেলেদের অশালীন টিকা টিপ্পনী।
“আমি জ্যাম খাবো… হা হা হা…”
“লাল দুপাট্টে ওয়ালি তেরা নাম তো বাতা!”
“ওমা… এ যে রক্ত গঙ্গা বয়ে গেল… কি হবে!”
“মামনি তোমার মাকে বোলো হুইস্পার কিনে দিতে…”
একটা গলি ধরে ওরা সব রকে আড্ডা মারে। এক মিনিটের পথ, পুরোটাই এসব অসভ্য ইতরামো সহ্য করতে হল বেচারি বিদিশাকে। কোনরকমে আলগা করে হেঁটে এলো সে, সালোয়ারের ওড়না দিয়ে যথাসম্ভব আড়াল করার চেষ্টা করলো নিজের পেছন দিকটা। মনে হল যেন কোন অন্ধকারের পথে নেমে যাচ্ছে ধীরে ধীরে… সবাই কি ধিক্কার দিচ্ছে তাকে? হয়ত সাঙ্ঘাতিক ভুল করে ফেলেছে গতকাল মুহূর্তের আবেগে, শারীরিক চাহিদার তাড়নায়… মাথায় মনস্তত্ত্বে জড়িয়ে যায় সমস্ত চিন্তা বিষাদ… জট পাকিয়ে যেতে থাকে খুব তাড়াতাড়ি ঘটে যাওয়া চলচ্চিত্রের ঘটনার মত। মনে অজস্র দন্দ্ব, আর সারা শরীরে বাজতে থাকা ছেলেদের টিটকিরি নিয়ে এগিয়ে চলে বিদিশা। চারপাশে তখন পাখিরা বাড়ি ফেরবার উপক্রম করছে। একটু একটু করে ঘনিয়ে আসছে অন্ধকার। বাড়ি ফিরেই বাথরুমে ঢুকল সে। সন্ধ্যের ব্যাচের ছাত্র ছাত্রীরা এই এলো বলে। একটু পরেই ওর মায়ের গানের কলেজে আসর বসবে। কিন্তু বাথরুম থেকে বেরিয়ে ওর মায়ের অন্য চেহারা দেখল বিদিশা। মুখ ফ্যাকাশে, চেয়ারে বসে রয়েছেন ভদ্রমহিলা, পাশে টেলিফোন। যেন এক্ষুনি কারুর সাথে কথা বলেছেন, এইরকম মুখের ভাব।
বিদিশার মুখের পানে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে অবশেষে চূড়ান্ত ক্লেশ মিশ্রিত কণ্ঠে কষ্ট করে উচ্চারণ করলেন কয়েকটি মাত্র কথা, “শুভ্রর ফোন এসেছিল দিশা। শেষে এত বড় সর্বনাশটা ঘটে গেল?”
ওর মায়ের কথায় বুকের রক্ত ছলাক করে লাফিয়ে উঠল বিদিশার। পায়ের তলার মাটি যেন কাঁপছে অদৃশ্য ভুমিকম্পে। কানে রিনরিন করছে মায়ের শেষ শব্দগুলো… এত বড় সর্বনাশ… এত বড় সর্বনাশ।
বিদিশা দেখছে, সামনে প্রেমিকের পিতা, গায়ে স্রেফ একটি স্যান্ডো গেঞ্জি, দুপায়ের মাঝখান থেকে যেন আস্তে আস্তে ফণা তুলছে কোনো হিংস্র বাসুকী… বিদিশা চোখ বুজে দুই হাতে বুকের নগ্নতা ঢাকে, একটা পা ভাঁজ করে তুলে দেয় আরেকটা পায়ের ওপর, যাতে প্যান্টির ধার দিয়ে এলোমেলো বেরিয়ে থাকা একটি দুটি চুলও না দেখা যায়। এইরকম ভাবে পায়ের ওপর পা চেপে ধরতেই তার নারীত্বের সব থেকে স্পর্শকাতর বিন্দুটিতে চাপ পড়ল আর সে শিউরে উঠল। এভাবে থাইয়ে থাই চাপিয়েও যে এত যৌন উত্তেজনা হতে পারে, বিদিশার আগে জানা ছিল না। শুভ্রর সাথে যতবার অল্পসল্প যাই কিছু করেছে এইরকম সাঙ্ঘাতিক কামোচ্ছ্বাস কখনো জাগেনি তার দেহে মনে কোথাও। একি তবে নিষিদ্ধের হাতছানি? অশালীনের উন্মত্ততা? দুটো পায়ে অনুভব করল একটা উষ্ণ দৃঢ় হাতের পরশ, পা দুটো বাধ্য মেয়ের মত খুলে দিতে হলো তাকে, টেনে দুধারে সরিয়ে দিল শান্তনু বিদিশার লম্বা লম্বা মসৃণ দুখানি পা। সাদা প্যান্টি ও তার মাঝখানকার হলদে ছোপ এখন শান্তনুর মুখের এক্কেবারে সামনেই। এত সামনে যে একটা বেশ হালকা বুনো গন্ধ, অনেকটা ঠিক ভাতের মাড়ের মত এসে লাগলো তার নাকে। পাগল হয়ে গেল শান্তনু। স্ত্রী শ্যামলীর মেনোপজ হবার পর থেকে তাকে আর এত সিক্ত হতে দেখেনি শান্তনু। তার যৌনাঙ্গের গন্ধটাও যেন আর মনে পড়েনা। আবেশে দিশেহারা শান্তনু মুখ ডুবিয়ে দিল সেই মাদক গন্ধের উৎসের সন্ধানে। যেন কালের বিস্মৃতি-তল থেকে খুঁজে বের করতে চায় সে কোনো হারিয়ে যাওয়া ফুলের মধু। আদিম রিপুর উন্মত্ত তাড়নায় নাক ঘষতে থাকে বারবার প্যান্টি যেখানে দেবে গিয়েছে সেই লম্বা ফাটলের রেখা ধরে। লম্বা লম্বা নিশ্বাস টেনে শুষে নিতে চায় সমস্ত গন্ধ। ঘরের লাগোয়া ব্যালকনিতে তখন সন্ধে ঢেকে দিয়েছে সমস্ত কিছু। বড় বড় ঝুমকোলতার ফুল ফুটে রয়েছে রেলিঙের লতানো গাছে। শ্যামলীর সুচারু হাতে লালিত পালিত সেই লতাগুল্মের সাথে খুনসুটি করে চলেছে মিষ্টি বাতাস। আর সেই বাতাসে ভেসে আশা ফুলের সুগন্ধে ভরে উঠেছে শান্তনু আর তার কামসঙ্গিনী বিদিশার বাসরঘর। দুষ্টু ভ্রমরের মতো শান্তনুও যেন আজকে বিদিশার দুই পায়ের ফাঁকে লুকিয়ে রাখা ওই ঝুমকোলতা ফুলটা থেকে সমস্ত মধুগন্ধ চুষে নিতে চায়। বিদিশার কম্পমান দেহে ঢেউয়ের পর ঢেউ খেলে যাচ্ছে। শুভ্র তো এমনটা কোনদিন করেনি তার সাথে…
“তোর ওই জায়গাটা শুদ্ধু আমার, বুঝলি বিড্স্?”, বলে চুক করে একটা চুমু খেলো ওর “ওই জায়গাটায়”… ব্যাস! এইটুকুই মনে করতে পারছে বিদিশা, ওদের অন্তরঙ্গ মুহূর্তের আদর আকুলতার। কিন্তু এখন সে আর ভাবতে পারেনা, চোখে ঘোর লাগছে, শরীর মুচড়ে উঠছে রতিকুশলী শান্তনুর প্রতিটি কারুকার্যে। ওর দুটো ফোলা ফোলা যোনি-ওষ্ঠের মধ্যে লুকানো যে বেদানার দানার মত আঁকুড়টি রয়েছে, যেটা নিয়ে খেলতে গিয়ে ছোটবেলায় খুব বকা খেয়েছে মায়ের কাছে, কৈশোরে একলা থাকলে যেটা আঙুল দিয়ে নেড়েচেড়ে শরীরে একটা বিশেষ কাঁপুনি অনুভব করেছে, আর যৌবনে যেটাকে বাথরুমে বা বেডরুমে একমনে দুটো আঙুলের মাঝখানে ডলে ডলে ভেসে গিয়েছে মৈথুনের প্রবল আনন্দে, সেই অঙ্কুর এখন ফুলে উঠেছে। যেন ছোট্ট একটা আঙুরফল। এত বড় হয়ে গেছে সেটা, যে যোনির রসে ভিজে প্যান্টি লেপটে গিয়ে উঁচু হয়ে ফুলে রয়েছে একটা কাঠপিঁপড়ের কামড়ের মত। যতবার শান্তনু নাক ঘষছে ফাটল বরাবর লম্বালম্বি ভাবে ততবার শান্তনুর নাকের ডগায় আর বিদিশার ফুলে ওঠা বেদানার দানায় ঘষা লেগে যাচ্ছে। বিদিশার দুটো হাত ওর নিজের মাথার দুপাশে রাখা, হাতের মুঠোয় খিমচে ধরা বিছানার চাদর। নিচের ঠোঁট কামড়ে ধরেছে দাঁত দিয়ে, চোখ দুটো চেপে বন্ধ করে রেখেছে, ঘন ঘন অসহনীয় আনন্দে মাথা নড়ছে এপাশ ওপাশ। শান্তনু অভিজ্ঞ লোক, তার বুঝতে সময় লাগলো না যেই ছোট্ট উঁচু মত টিলাটা বারবার তার নাকে ধাক্কা খাচ্ছে সেটা আসলে কি! …সে শিল্পী, নারীর যোনি নিয়ে তার বহু গবেষণা করা আছে, একেকটা লাইভ স্কেচের জন্যে ভাড়া করে আনা মডেলদের সে বেশী টাকা অফার করে অনেকবার এইসব গোপনীয় অঙ্গ প্রত্যঙ্গের খুব ডিটেল্ড স্কেচ করেছে। ওর নির্দেশে অনেক মডেলকে স্টুডিওর ছোট কাউচের ওপর এলিয়ে শুয়ে পড়ে নেলপালিশ পরা দুই হাতে ঘণ্টার পর ঘণ্টা একই পোজে খুলে ধরে রাখতে হয়েছে যৌনাঙ্গ, যাতে সম্পূর্ণরূপে উন্মুক্ত হয় ভ্যাজাইনা ও ক্লিটোরিস্… এগুলো তার একটা আর্ট সিরিজের অংশ ছিল। বহু এক্সিবিশানেও প্রসিদ্ধি পেয়েছিল এই পেণ্টিংগুলি। শান্তনুর সেই সময়কার কথা মনে পড়ে গেল এই তন্বীর প্যান্টির মধ্যে থেকে জেগে ওঠা নারীত্বের সবথেকে চুড়ান্ত বিন্দুটি দেখে। মনে পড়ে গেল একটি বিশেষ দিনের কথা…
মহুল মিত্র, বয়স ২৭, উচ্চতা ৫”৪”, গায়ের রঙ উজ্জ্বল শ্যামবর্ণ। একটা ছোট্ট বিজ্ঞাপন দেখে সে নিজেই এসেছে মিস্তিরি লেনের বাড়িতে শিল্পী শান্তনু চ্যাটার্জীর সাথে কাজ করবে বলে। ছবির মডেল সে এর আগেও হয়েছে, কিন্তু শান্তনুর কাজ নাকি সে দেখেছে, তার ছবিতে স্থান পেতে নাকি সে বিশেষ আগ্রহী। শান্তনু কিন্তু আগ্রহী ছিল অন্য জিনিসে। মহুলের বুক দুটোর গড়ন ছিল মাথা ঘুরিয়ে দেবার মতন। প্রথম যেদিন মহুল কথাবার্তা বলতে এসেছিল বাড়িতে সেদিন তার পরনে ছিল একটা কালো রঙের এয়ার হস্টেস গলার ব্লাউজের সাথে ময়ূরকণ্ঠী রঙের সিল্কের শাড়ি। উদ্ধত মরাল গ্রীবা, লম্বাটে মুখের গড়ন, থুতনিতে একটা হালকা অভিমানী ভাঁজ। গাঢ় দুটো ধনুকের মত ভুরু। আয়ত চোখে যেন কেমন একটা উন্নাসিকতা। কিন্তু তার মধ্যেই একটা পাগল পাগল মদির চাহনি। ময়ূরকণ্ঠী সিল্ক লেপ্টে গিয়েছে বুকের দুটো আটতিরিশ সাইজের তরমুজের ওপর। কেমন অসম্ভব নিখুঁত গোলাকার, কেমন সাঙ্ঘাতিক উদ্ধত, অহংকারী।
“আমি যেকোনো পোজেই স্বচ্ছন্দ, আর যেকোনো অন্য মডেলের থেকে বেটার, আমাকে ট্রাই করলে ঠকবেন না”, বলে মুচকি হাসে মহুল। স্টুডিয়োর কাউচে বসে পায়ের ওপর পা তুলে গা এলিয়ে দিয়েছে পিঠের দিকের গদির ওপর। নীল-সবুজ কুঁচির বন্যা বয়ে গিয়েছে কায়দা করে ঝুলিয়ে রাখা পায়ের ওপর দিয়ে, বসার ভঙ্গিতে কোমরে খেলেছে বাঁক, আর ভাঁজ পড়েছে চামড়ায়, সেখানে সিল্ক শাড়ির পাড়ের ওপর দিয়ে উঁকি দিচ্ছে মসৃণ পেট, রুপোর কোমরবন্ধনী। ঘর ভরে গিয়েছে মহুলের পারফিউমের গন্ধে…
“কি ভাবছেন?”, ভ্রু ঈষৎ আন্দোলিত করে প্রশ্ন ছুঁড়ে দেয় মহুল। কপালে লম্বা কালো টিপটা যেন তার এই শাড়ি, কোমরের রুপোর বিছে, মোটা ঠোঁট আর লম্বাটে মুখের হালকা অহংকারী ভাবটার সাথে মানিয়ে গিয়েছে এবং বেশ একটা মোহময়ী আবেদন সৃষ্টি করেছে।
“না, তেমন কিছু এই মুহূর্তেই ভাবছিনা, তবে আমার একটা খুব আভ্যন্তরীন সৌন্দর্যের ওপর কাজ করবার পরিকল্পনা আছে… কিন্তু মডেলের সহযোগিতা ছাড়া সেটা খুবই অসম্ভব, তাই…”, বলে ইতস্তত করে সামনের চেয়ারে বসে থাকা শান্তনু।
হারান চা দিয়ে গিয়েছিল, মিষ্টিও এসেছিল শ্যামলীর নির্দেশে। তিনি মডেলদের কক্ষণো নিজে হাতে খাবার দেননি, বা ওদের সামনেও আসেননি। শ্যামলী এত বছরের বিবাহিত জীবনে অনেক কিছু নিছকই চোখ বুজে মেনে নিতে শিখে গিয়েছিল। সে জানে স্টুডিয়োর ঘরে এখন একটা অদৃশ্য “ডু নট ডিস্টার্ব” সাইন ঝুলছে, এবং না জানি তার স্বামী মেয়েটির শরীরের কোন বিভাজনটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন আর তার মধ্যে আর্ট আবিস্কার করছেন।
“এই সিরিজের জন্যে এর আগেও নিশ্চয়ই মডেল এসেছে?”, ঝুঁকে পড়ে মিষ্টির প্লেটটা নামিয়ে রাখতে গিয়ে খসে গেল শাড়ির আঁচল, মুহূর্তের জন্যে উন্মুক্ত হলো মহুলের দুটো বিরাটাকৃতির ডাঁসা ভরাট বুকের গভীর খাঁজ। হেসে তুলে নিল সে খসে যাওয়া বুকের কাপড়।
“উহুঁ, থাকতে দাও ওরকম মহুল, একটা জিনিস একটু নোট করবো”, শান্তনু স্বাভাবিক গলায় নির্দেশ রাখে।
মহুল সঙ্গে সঙ্গে কাপড়টা ছেড়ে দেয় হাত থেকে। সিল্কের শাড়ি পিছলে যায় দুটো পাহাড়ের উপর থেকে। কালো ব্লাউজ টাইট হয়ে ধরে রেখেছে দুটো নিটোল গোল তরমুজ। টানটান হয়ে রয়েছে ব্লাউজের কাপড়ের প্রত্যেকটা সুতো , যেন যেকোনো মুহূর্তে ফেটে পড়বে, আর বন্যা বয়ে যাবে উচ্ছল যৌবনের। শান্তনু বুঝতে পারে পাজামার মধ্যে তার লিঙ্গ শক্ত হয়ে গিয়েছে। মুশকিলে পড়ল সে!
“আপনি তো বলছিলেন আভ্যন্তরীন… মানে বেশ ইন্টিমেট ব্যাপার, এটা ট্রাই করি?”, বলতে বলতেই নির্বিকার চিত্তে হাঁটু দুটো মুড়ে সে তুলে নিল কাউচের ওপরে, আর দু হাত দিয়ে তুলে ধরলো শাড়ি সায়া, পা ফাঁক করে দিতে অল্প আলো ঢুকলো সেই অন্ধকারের মধ্যে। শান্তনু দেখলো সাদা প্যান্টি, সেটাও হাত দিয়ে সরাবার উপক্রম করছে মহুল।
“এখনই থাক, মহুল, আমার চাকরটা আবার এসে পড়তে পারে…”, কথা শেষ হতে না হতেই, হারান ঢুকে পড়ল ঘরের মধ্যে, ঢুকেই স্তম্ভিতের মত আটকে গেল দরজার থেকে দুই পা ভেতরে এসে।
মহুলের কোন তাপ উত্তাপ নেই, ও দুটো আঙুল দিয়ে যোনিপথ থেকে প্যান্টি সরাতে সরাতে বললো,
“এসো, নিয়ে যাও, দাঁড়িয়ে রইলে কেন? এত বড় শিল্পীর বাড়িতে কাজ করো তুমি, এসব দেখে এত কিন্তু কিন্তু করলে চলবে?”
দুটো আঙুল দিয়ে কথা বলতে বলতেই যোনির মুখটা পরিষ্কার করে খুলে ধরেছে মহুল। বুকের থেকে আঁচল খসে গিয়েছে, ব্লাউজের মধ্যেকার দুটো স্তন উদ্ধত, খাঁজ প্রকট ও দৃশ্যমান, শাড়ি সায়া তুলে প্যান্টি সরিয়ে দুই হাতে যৌনাঙ্গ খুলে ধরেছে। হারান ঠকঠক করে কাঁপতে কাঁপতে এসে কোনমতে কাপ ডিশ উঠিয়ে নিয়ে গেল।
“বেচারা!” কৌতুকের হাসি হেসে বললো মহুল।
“হুম্ম।” গম্ভীর হয়ে পড়ল শান্তনু, সে বুঝে গেছে মহুল অন্য জাতের মধু। ওকে পান করতে হবে ধীরে ধীরে।
“আহ…”, বিদিশার শীৎকারে চটকা ভাঙ্গে শান্তনুর। সে অনেকক্ষণ ধরে আপনমনে জিভের ডগা দিয়ে প্যান্টির মধ্যেকার উঁচু দানাটা চাটছিল, এখন খেয়াল হলো সেই জায়গাটা ভিজে গিয়েছে তার থুতুতে। আর বিদিশা বেচারি পড়ে পড়ে ছটফট করছে যৌন উৎপীড়নে। আর দেরী করে লাভ নেই, মেয়েটা তুঙ্গে উঠে গিয়েছে। কষ্ট পাচ্ছে।
শান্তনু প্যান্টি টেনে নামিয়ে নিতে বিদিশাই পা টেনে এনে সম্পূর্ণ ভাবে আবরন মুক্ত করলো নিজেকে। পা দুটো হাত দিয়ে ছড়িয়ে ধরে, রসে ভেজা ঘন কালো জঙ্গলে মনোনিবেশ করল শান্তনু। যোনিমুখ উত্তপ্ত। ফোলা ফোলা দুটো মাংসল ঠোঁট ঝাপড়া কালো আঁকা বাঁকা লোমে ঢাকা। সেই জটে সাদা সুতোর মত লেগে রয়েছে সাদা সাদা চটচটে রস। কড়া গন্ধ বেরোচ্ছে ঘাম, কামজল, পুরনো জমে থাকা অল্প অল্প যোনিরস সবকিছুর মিলিত এবং ভয়ানক সম্মোহনী। শান্তনু মেঝেতে হাঁটু মুড়ে বসেছিল, নিজেকে আরেকটু সেট করে নিয়ে, মুখ ডুবিয়ে দিল সেই গন্ধভরা গভীর ফাটলে, তার হাত হাঁ করে খুলে ধরলো চেরাটা। দপদপ করছে বেদানার দানা, ফুলে লাল হয়ে উঠেছে সেটা। তার নিচে মুত্রনালীর মুখ, ছোট্ট মতন, আর তারও নিচে চামড়া ভাঁজ খেয়েছে দুধারে, ফাঁক হয়ে খুলে রয়েছে যোনি-সুড়ঙ্গের অতলের দ্বার। ওইরকম ভাবে কেউ কোনদিন খুলে ধরেনি তার সবচেয়ে গোপনীয় স্থানটি, তাই ওইখানে বাতাস লাগায় চমক লাগলো বিদিশার দেহের খন্দরে খন্দরে। ফুঁ দিচ্ছে শান্তনু। তার পর নিজের ঠোঁট দুটো অল্প খুলে একটা গোলাকার ছোট্ট ফাঁক করে ওই ফুলে থাকা অঙ্কুরটা পুরে নিল সে মুখের মধ্যে। ঠোঁট দিয়ে চেপে ধরে, ললিপপের মত চুষতে লাগলো সে বিদিশার যৌনতার শিখরটি। সে যেন এক জাদু-বোতাম! বিদিশার যৌনাঙ্গ থেকে একটা তীব্র শিহরণ তার পেট কোমর ছাপিয়ে ছাপিয়ে উঠছে সমস্ত শরীর বেয়ে। থরথর করে কাঁপছে সে শান্তনুর একেকটা শোষণে। তার মঞ্জরিতে শান্তনুর জিভ, দাঁত লাগছে, সে শীৎকার করে উঠছে।
“আআহ… আঘঘ…”, বিদিশার ঘরঘরে নেশাগ্রস্ত আওয়াজ শান্তনুকে জানান দিচ্ছে যে সে তার কাজ একেবারে ঠিকঠাক করছে। আর সে ততই নতুন উদ্যমে চুষে চলেছে। দাড়িগোঁফের খোঁচা লাগছে বিদিশার গোপনাঙ্গের কোমল চামড়ায়, কিন্তু সেই অস্বস্তিটুকু ছাপিয়ে যাচ্ছে আরামের পরিমাপ। যৌন আরাম, তীব্র ও ভরপুর, শুভ্রর কাছ থেকে এইরকম কিছু কল্পনাও করতে পারেনা বিদিশা। মুখ তার আরামে বিকৃত, চোখ বোজা, শরীর মুচড়ে উঠছে ঘনঘন। হাত দিয়ে খিমচে ধরেছে সে শান্তনুর মাথার চুল। এখন তারা আদিম নর নারী। অসভ্য যৌন খেলায় মেতেছে অনাবিল আনন্দের সন্ধানে। দু পায়ে শান্তনুর মাথা পেঁচিয়ে ধরে, কোমরের ওঠানামা শুরু করলো উন্মত্ত বিদিশা। শান্তনু অঙ্কুর ছেড়ে দিয়ে লম্বা লম্বা করে তার সম্পূর্ণ জিভ দিয়ে চাটতে লাগলো রসে ভেজা বিদিশার চ্যাপ্টা যোনিদেশ। এবার তার সাথে সাথেই হাত দুটো ওপর দিকে তুলে দিল সে। দুটো বেলুনের মত টিপতে লাগলো বিদিশার জোড়া স্তন। একই ছন্দে চলছে, মর্দন ও লেহন। বিদিশার শরীরে তালে তালে উঠছে যৌন আনন্দের উচ্ছল তরঙ্গ। এবং সে অনুভব করছে গরম একটা প্রবাহ যেন ঢেউ খেলিয়ে উঠে আসছে তার সমস্ত শরীর বেয়ে। সে ক্রমশ উঠে চলেছে কোন এক অসহ্য আনন্দের চুড়ায়। শান্তনু একবার করে চুষছে একবার করে চাটছে, আর সমান তালে দুটো স্তনবৃন্তের একেবারে অগ্রভাগে আঙুলের মাথা দিয়ে খুঁটে চলেছে। বাড়ছে বিদিশার আনন্দের উচ্চতা। সে এক পাহাড়ের শিখরে পৌঁছে গিয়েছে যেন এইবার। মুখ হাঁ হয়ে গিয়েছে, অভিব্যাক্তি অনেকটাই যন্ত্রনায় কাতরানোর মত, কিন্তু তফাত শুধু এখানে যে এটা আনন্দের ছটফটানি, ব্যাথার নয়। মৈথুনের চুড়ায় উঠে গিয়েছে বিদিশা। শান্তনু এক লাফে উঠে পড়ল এবার বিদিশার ন্যাংটো দেহের ওপর। শক্ত হয়ে ফুলে উঠেছিল ওর কালচে পুরুষাঙ্গ। টাইট হয়ে গিয়েছে অণ্ডকোষ। বিদিশার হাত দুটো ধরে নিল দুই হাতে, চেপে ধরলো মেয়েটির মাথার দুপাশে বিছানার ওপর। নিজের লিঙ্গ ঠিক বিদিশার কম্পমান পিছল যোনিমুখে কোনরকমে লাগিয়েই উরু ও পশ্চাৎ দিয়ে ঠেলা মারলো সে বিছানার দিকে। দাবিয়ে দিল নিজের লম্বা, মোটা যৌনাঙ্গ বিদিশার কচি ও সরস সুড়ঙ্গের মধ্যে।
“আআআহহহ!”, মারাত্মক রকম চেঁচিয়ে উঠেই মিলিয়ে গেল বিদিশার আওয়াজ। সে তখন আনন্দের উন্মাদনার শিখরে পৌঁছে গিয়েছিল, ব্যাথা লাগলো তীব্র, কিন্তু প্রচণ্ড প্রতাপে তখন শান্তনু কোনদিকে ভ্রুক্ষেপ না করে মন্থন চালিয়ে যাচ্ছে। তাই ঘনঘন ঘর্ষণে, মুহূর্তের মধ্যে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকা সুখ, যেন গিলে নিল ব্যাথাটাকে। চরম সুখের সাগরে একটা পালছেঁড়া ডিঙির মতন তার ওই একফালি ব্যাথা যেন কোথায় মিলিয়ে গেল।
“উউহহহহ…”, এবার আরামের শীৎকার উগ্রে দিল বিদিশা।
ঠোঁটের ওপরে অনুভব করল দুটো মোটা মোটা পুরুষ ওষ্ঠের স্পর্শ। লালায় মাখামাখি দুজনের ঠোঁট, মুখ, মন্থনের সাথে চলছে এক প্রচণ্ড দিশেহারা চুম্বন। দাঁত দিয়ে কামড়ে ধরছে ঠোঁট, দুজন দুজনের। চুষছে শরীরের সমস্তটুকু নিঙড়ে নেবার মত করে। কোমর তলপেট থপথপ করে ধাক্কা খাচ্ছে। পচপচ করে একটা উষ্ণ সিক্ততার মধ্যে ঢূকছে বেরোচ্ছে আরেকটা ভিজে উষ্ণ প্রত্যঙ্গ। বিদিশা মৈথুনের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল, এবং প্রথম-সঙ্গমের যন্ত্রনায় সেটা কয়েক মুহূর্তের জন্যে পিছিয়ে গেলেও শান্তনুর ভ্রুক্ষেপহীন মন্থনের তাড়নায় আবার দ্বিগুন হয়ে ফিরে এলো।
“বিদিশা, আআহহ…”, ভ্রু কুঁচকে হাঁক ছাড়ল শান্তনু, তার তখন ভয়ানক আরাম হচ্ছে। একেবারে আনকোরা বিদিশার দেহের মধ্যেকার উষ্ণতা পাগল করে দিচ্ছে তাকে। শক্ত সুড়ঙ্গের দেওয়াল দিয়ে যেন বিদিশা কামড়ে ধরেছে তার পুরুষাঙ্গ।
“কাকু… উহহহ… ম্মম্পফ…”, বিদিশা এবার সঙ্গাহীনের মত গোঙাচ্ছে। থরথর করে কাঁপছে তার যোনিপথের দেওয়াল। অদ্ভুত আরাম পাচ্ছে শান্তনু তার মন্থনরত লিঙ্গে।
“তোমার মত মেয়ে কি করে অ্যাদ্দিন আচোদা আছো গো?”, এবার শান্তনুর মুখের আগল খুললো।
অত্যন্ত উত্তেজিত অবস্থায় তার মুখ দিয়ে এরকম কথাবার্তা তার অনেক লীলাসঙ্গিনীই শুনেছে। কারুর ভালো লেগেছে, কারুর বা লাগেনি।
“আআহহহ…”, নব শিহরণে সদ্য কৌমার্য হারানো নারী জানান দেয় তার দেহে পুলকের সঞ্চার করেছে শান্তনুর এই সৃষ্টিছাড়া ভাষা।
“গুদে বাঁড়া নিয়ে খুব মজা, না সোনামণি?”, শান্তনু আরই অশান্ত হয়ে উঠছে উত্তরোত্তর। কথার তালে তালে বিছানার মধ্যে গেঁথে গেঁথে দিচ্ছে বিদিশাকে। দুরন্ত সঙ্গম, তার সাথে দাঁত মুখ বিকৃত করে অশ্লীল ভাষা। উপরন্ত যখন বিদিশার মধ্যে কোন আপত্তিসুচক লক্ষণই বিদ্যমান নয় তখন আর কি অসুবিধা।
“কাকু… ইশ…”, হাঁপিয়ে উঠছে বিদিশা। লজ্জায়, রতিসুখে, আত্মহারা হয়ে উঠছে সে।
নিজের যোনিসুরঙ্গের মধ্যে যেই শক্ত, উত্তপ্ত দণ্ডটি সমানে তাকে এফোঁড় ওফোঁড় করে চলেছে, তার যোনিপথের পেশিগুলি যেন ফুলে ফুলে উঠে সেটিকেই খিমচিয়ে ধরছে। একটা অসহ্য খিঁচ ধরছে যেন তার তলপেটে, বাড়ছে অসহনীয় মন্থনসুখের সর্বগ্রাসি ঢেউ। তলপেট ছাপিয়ে কোমর বুক বেয়ে বেয়ে উঠছে, এই ভাসে কি সেই ভাসে অবস্থা। মৈথুনের সঙ্গে সে এর আগেও পরিচিত হয়েছে। বহুবার। কিন্তু এ যেন এক অভিনব অনুভূতি। তার নারীত্তের গহীন পথে বীরদর্পে চলেছে শান্তনুর যৌনাঙ্গের বিরামহীন সঞ্চালন। তার আঁকুরদানায় লাগছে শান্তনুর লিঙ্গবেদীর ছোটবড় চুল।তার চ্যাপ্টা উপস্থের নিচে পেছনের কচি মাংসে এই দুরদান্ত রতিক্রিয়ার ছন্দে ছন্দে থপ থপ করে এসে লাগছে শান্তনুর বীর্যথলি। তার পা দুখানি নিজের অজান্তেই বিছানা ছেড়ে উঠে গিয়েছে শুন্যে, হাঁটু মুড়ে অল্প ভাঁজ হয়ে রয়েছে, পায়ের পাতা ধনুকের মত বেঁকে গিয়েছে হাওয়ায়। লজ্জাহীন, দ্বিধাহীন উন্মত্ত সঙ্গমে নিজেকে একেবারে হারিয়ে ফেলেছে বিদিশা।
হাঁপড়ের পত হাঁপাচ্ছে শান্তনু, তারও যেন সময় হয়ে এসেছে।
“বিদিশা, তোর ভেতরটা কি আগুন রে মনা… আহহহ… আরাম পাচ্ছিস তো সোনা?”, শান্তনু শ্বাস ছাড়তে ছাড়তে জিজ্ঞাসা করলো।
“উম্ম… আআউ…”, বিদিশা জানে না কিছু আর, তার সুখের সাগর তাকে গিলে নিচ্ছে এবার। সে উঠতে উঠতে চূড়ান্ত পর্যায় উঠে গিয়েছে সঙ্গমসুখের। আসন্ন মৈথুন যেন তাকে তাড়িয়ে তাড়িয়ে তুলছে এক মহানন্দের আকাশচুম্বি শিখরে।
“আর পারছিনা, কাকু, পেচ্ছাব পাচ্ছে বোধয়…”, কোঙ্কিয়ে ওঠে শান্তনুর শরীরের তলায় পিষ্ট হওয়া বালিকা।
“নাহ… ছেড়ে দাও বিদি, যা আসছে ছেড়ে দাও, আমাকে ধরে রাখো, আআহহহহহ”, বলতে বলতেই শান্তনু উপলব্ধি করলো তার লিঙ্গমুখে একটা গরম হল্কা যেন তড়িৎবেগে উঠে এল, আর ধরে রাখা যাচ্ছে না… বারকয়েক উল্কার মত ছুটে এলো, বিদিশার দেহ তখন আটকে ধরেছে তাকে, সমস্তটুকু দিয়ে আকুঞ্চন করে নিতে চাইছে যেন। সুখে সুখে আঘাত লাগছে, কাঁপুনিতে গিয়ে লাগছে আরেক কাঁপুনি। দ্বিগুন হচ্ছে আবেগ, উৎপন্ন হচ্ছে অদৃশ্য বিদ্যুৎ। সেই বিদ্যুৎ বয়ে যাচ্ছে এই নারী পুরুষের শিরায় শিরায়। ছলকে ছলকে উঠছে আগুন হয়ে। মাথা ভোঁ ভোঁ করছে বিদিশার, চোখে অন্ধকার দেখছে সে। নখ বসিয়ে দিয়েছে শান্তনুর ঘর্মাক্ত পৃষ্ঠে। উন্মাদের মত অসম্ভব গতিতে কামকলার অন্তিম মুহূর্তে উত্তীর্ণ হচ্ছে শান্তনুও। চোখে আঁধার নেমে আসছে তারও।
দূরে কোথাও কারা যেন কথা বলছে, “দাদাবাবু, দাঁড়াও… অমন করে যেও না…” “না না, ছাড় আমাকে, আর না…”…
আবার মিলিয়ে যাচ্ছে কথাবার্তা সব, নাকি নিজেদেরই মস্তিষ্কের মধ্যে স্বপ্ন দেখছে তারা… কে জানে! এই সঙ্গমরত যুগল এখন বিশ্ব-ব্রহ্মাণ্ডের আর কিছুই জানে না, তার শুধু একই ছন্দে ছন্দ মিলিয়ে দৃপ্ত গতিতে আরোহণ করে চলেছে এক পরম স্বর্গীয় সুখের সোপানসমূহ। কয়েক মিলিসেকেণ্ডের ব্যবধানে এক অভাবনীয় বিস্ফোরণ ঘটে যায় দুটি মথিত শরীর উথাল পাথাল করে, লম্বা সুতোয় বাঁধা এক গোছা কালিপটকা যেন। মৈথুনের মিষ্টি বিষ যেন ছড়িয়ে পড়ছে তাদের সমগ্র চেতনার অণু পরমাণুতে। দুটি শরীর সংবদ্ধ ভাবে থরথর করে কাঁপছে, আনন্দের গহ্বরে গহ্বরে ধাক্কা খেয়ে যেন বারবার শিহরিয়ে উঠছে দুজনেই। শান্তনুও তার যুবককালের প্রথম মিলনের মত উত্তাল আবেগে জাপটে ধরেছে তার সঙ্গিনী বিদিশাকে। পাগলের মত চুম্বন করছে দুজন দুজনকে, চোখে, মুখে, নাকে।…
“সত্যিই কি কেউ কথা বলছিল তখন?”, এখন স্মৃতিরোমন্থন করে হঠাৎ চিন্তান্বিত হয়ে পড়ে বিছানায় শায়িতা একাকিনী বিদিশা। নিজেই প্রশ্ন করে নিজের মনে। নীল আলো ভাসিয়ে দিয়েছে তার শোবার ঘর। বাইরে রমেন ঘুমে অচেতন। যদিও দরজার একটা ছিদ্রের সাহায্যে কিছুক্ষন আগেই সে চোখ দিয়ে সম্ভোগ করছিল তার মনিবকন্যা বিদিশাকে… রোজ রাতেই যেমন করে থাকে। এলোমেলো চিন্তার হাওয়া বইছে বিদিশার যুবতী মনে। শান্তনু। নামটা পরম আদরের সাথে একবার দুবার বিড়বিড় করে ফেলছে। আবার ভাবছে শুভ্রর কথা। তাকেও সে বড্ড ভালবাসে। মাঝে মাঝে মায়া হয় শুভ্রর জন্য। ছেলেটা অসম্ভব ভাল। খুব ভালবাসে বিদিশাকে। অথচ আজ বিকেলে শুভ্রদেরই বাড়িতে শারীরিক সুখ দিয়েছে বিদিশাকে যিনি, তিনি আর কেউ নন, শুভ্ররই পিতা, শান্তনু। শিল্পী শান্তনু চ্যাটার্জি।
—কারা যেন ফিস-ফাস করে কথা বলছে অদুরে… শুভ্র… শুভ্রকে দেখা যাচ্ছে দূরে… দৃষ্টি ভেসে আসছে তার দিকে… বিদিশা তাকাবে না শুভ্রর দিকে, কিছুতেই!… তাই মাথা নিচু করে রাখে… তার দুই পায়ের ফাঁকে এখন সে অনুভব করে একটা পেলব পরশ… শরীর এলিয়ে দেয় সে স্পর্শের আমেজে… দূরে একটা গাছের আড়ালে শুভ্রর দুখি দুখি মুখটা উপেক্ষা করেই ও উপভোগ করতে থাকে ওর দু-পায়ের মাঝখানের ঘন লোমে ঢাকা গোপন জায়গাটায় একটা চটচটে ভিজে ভাব… ছোট্ট একটা বাদামি রঙের হরিণ… দুটো চোখ তার কাজল কালো… যেন দুটো জল টইটুম্বুর দিঘি… হরিণটা তার দীঘল দুটি মায়াবী চোখ নিয়ে চেয়ে আছে বিদিশার দিকে, আর আলতো আলতো করে চাটছে তার যোনিফাটল বরাবর… উফ… লম্বাটে গোলাপি মৃগ-জিহ্বার পরশ লাগছে কোমল প্রত্যঙ্গে, আর খিলখিলিয়ে হেসে উঠছে বিদিশা… আনন্দে কেঁপে উঠছে কখনো… দুহাতে মুখ আড়াল করছে কখনো লজ্জায়… সব কেমন নীল হয়ে উঠছে আশপাশ… কি লজ্জা, কি লজ্জা… শুভ্র দেখছে যে সব! ইশ…
চটচট করছে আঠালো মত কোন তরল কিছু, একেবারে প্যাচপ্যাচে হয়ে গেল যে… এপাশ ওপাশ করে ঘুম ভেঙ্গে উঠে পড়ল বিদিশা। মাসিকের রক্তে ভেসে যাচ্ছে ফুলফুল নাইটি। যোনিদেশে লোমে, আর দুই ঊরু যেখানে মিশেছে নিম্নাঙ্গের সাথে সেই খাঁজে চটচটে হয়ে রয়েছে টাটকা রক্ত। স্বপ্ন থেকে বেরিয়ে এসে সবটা বুঝে ধড়মড়িয়ে উঠে পড়ে সে বিছানা ছেড়ে। চাদরেও বেশ খানিকটা দাগ লেগে গেছে, মায়ের কাছে বকা খাওয়ার আগেই সব ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে! “এখন উপায়…?”, ভাবতে গিয়ে মাথায় হাত পড়ে বিদিশার, নিজেকে পরিষ্কার করবে, প্যান্টি কাচবে, না বিছানার চাদর? দিশেহারা হয়ে পড়ে বেচারি।
এমন সময় বাইরে সাইকেলের টুং টাং আওয়াজে বুঝতে পারে, রমেন ফিরেছে বাজার সেরে।
“বাপ্ রে!”, অবাক বিদিশা, এতক্ষন ঘুমিয়েছে সে!
“হুম্ম… রোববার বলে কেউ ডাকেনি বোধয়… কিন্তু তুলিকাদের সাথে যে সিনেমায় যাওয়ার কথা?”, আরো চিন্তার ঢেউ।
বাইরে রমেনের গলা পাওয়া যাচ্ছে, তার মায়ের সাথে সে বাজার নিয়ে কি একটা বক্তব্য রাখছে যেন।
বিদিশা জানে রমেন তার প্রতি খুবই সদয়, যখন যা বলে কোন মুখ না করেই করে দেয়। বিছানার লাল দাগটা আস্তে আস্তে শুকিয়ে খয়েরি হচ্ছে। আর দেরী করে লাভ নেই।…
“রমেন… একবার শুনে যেও তো”, হাঁক পাড়ে বিদিশা। এক হেঁচকা টানে তুলে নেয় বিছানার চাদরটা, চটপট এপাশ অপাশ তাকিয়ে আর দেওয়ালের লম্বা আয়নার সাহায্যে বুঝে নেয় নাইটিতে কতখানি লেগেছে রক্তের দাগ। একটা ওড়না তুলে নেয় আলনা থেকে, রমেন চলে আসার আগেই ঢেকে ফেলতে হবে ঋতুস্রাবের লজ্জাজনক চিহ্ন।
“আমায় ডাকলে দিদিমণি?”, রমেন এসে দাঁড়িয়েছে দরজায়। তার চোখের চোরা চাহনি দিদিমণির কোমর থেকে জড়ানো ওড়নার দিকে…
“নাইটিটা কেমন আলগা করে রেখেছে না দিদিমণি?”, রমেনের মনের ভাব চোখে মুখে প্রকাশ পায় না।
“হ্যাঁ গো”, গলায় প্রয়োজনের অতিরিক্ত মধু মিশিয়ে দেয় চতুর বিদিশা, “একটু এই বিছানার চাদরটা কেচে দাও না তাড়াতাড়ি…”, তর্জনী দিয়ে ইঙ্গিত করে দলা পাকানো মেঝেতে পড়ে থাকা চাদরটার দিকে।
“জামাকাপড় কিছু থাকলে দিয়ে দাও না, ওমনি কেচে দোব ‘খন?”,মুখে একটা গোবেচারা ভাব আনবার চেষ্টা করে রমেন।
“না না, জামাকাপড় কিছু নেই, ও আমি চানের সময় ধুয়ে নেব”, বিদিশা নাইটি আলগা করে ধরে রেখে উত্তর দেয়, পিরিয়ডের রক্ত লাগা চাদর কাচে কাচুক, তা বলে একেবারে তার গায়ের নাইটিটাও দেওয়া যাবে না… মা জানতে পারলে ভোগান্তি হবে। চাদর নিয়েও হত, তবে সেটা চোখে পড়বার চান্স কম। টুক করে ধুয়ে ছাদে মেলে দিলেই হল।
“তুমি ওইটা নিয়ে যাও আপাতত”, বিদিশা তাড়া লাগায়।
রমেন দলা করা চাদর উঠিয়ে নিয়ে চলে যেতেই সে দরজা বন্ধ করে একটানে খুলে ফেলে নাইটি, প্যান্টি… সম্পূর্ণ উলঙ্গ হয়ে দাঁড়ায় আয়নার সামনে।
নাঃ এবার এই লোমগুলো কেটে ফেলতে হবে… বড্ড ঝাপড়া হয়েছে। বেয়াড়া কতগুলো চুল, মাসিকের সময় রক্তে ভিজে আঁকা বাঁকা হয়ে ভাঁজে ভাঁজে ঢুকে গিয়ে বড্ড কুটকুট করে। হাঁটতে চলতে কেমন কাটা কাটা লাগে ওইখানে… অসহ্য একদম! এইসব ভাবতে ভাবতেই, এক গাছি ভিজে কালো লোমের গা বেয়ে টুপ করে মেঝেতে গিয়ে পড়ে চুনির মত লাল স্বচ্ছ এক বিন্দু ঋতু-রক্ত। নিচু হয়ে হাতে ধরা নাইটির এক প্রান্ত দিয়ে ও কাচিয়ে মুছে নেয় চটপট। উন্মুক্ত নিটোল নিতম্ব উদ্ধত হয়ে পড়ে। খাঁজ খুলে যায় অল্প। গুহ্যদ্বারে এলোপাথাড়ি একটা দুটো লোম। বড্ড হালকা। আবার সোজা হয়ে দাঁড়িয়ে পাশের দেওয়াল-আলমারি থেকে একটা প্যাড বের করে নেয়, সাথে একটা পরিষ্কার নাইটি।…
“কিরে আজ সিনেমাতেও তো কেমন অন্যমনস্ক ছিলি… তোর শুভ্রর সাথে বুঝি আবার ঝগড়া করেছিস দিশা?”, তুলিকা কিছুতেই ছাড়ার পাত্রী নয়।
সে একটি হাসিখুশি ঝকঝকে মেয়ে। লম্বায় বিদিশার থেকে একটু খাটো, আর গায়ে ভারিক্কিপনাও যেন একটু বেশি। কিন্তু ওর চনমনে মেজাজ আর ঝিলিক দেওয়া হাসির সাথে ওই পুতুল পুতুল চেহারাটা বেশ মানিয়ে যায়। পাড়ার প্রচুর ছেলে ছোকরা রকে বসে বসে স্কার্টের ভেতরে ওর ওই হৃষ্টপুষ্ট পাছার দুলুনিতে মন দুলিয়ে নেয়। একটু বেশি বড় আর বেসামাল ওর বক্ষযুগল। বয়েস অল্প, কিন্তু গ্রোথ বেশি… এসব মেয়েদের সামলে রাখতে হয়। কিন্তু তুলিকার বন্ধু বান্ধব সংখ্যায় অগুনতি। তাই ওকে সামলে রাখা আর কারুর সাধ্যে নেই। কিছুদিন হল বোম্বে থেকে ওর এক আত্মীয় দাদা এসেছে। তার সাথেও এত বেশি মাখামাখি মনে মনে পছন্দ নয় তুলিকার মায়ের। এদিকে আবার সেই দাদাকে নিয়ে বিদিশার সাথে চোরাগোপ্তা হিংসুটেমি চলছে শুভ্রর।
“হুম্ম…? না রে তুলি, ও কিছু নয়”, বিদিশা সত্যিই আনমনা।
“প্রশ্নগুলোর তো এক ঘণ্টা বাদে বাদে জবাব মিলছে, ভাবছিস কি এত তুই শুনি?”, একটা আইস-ক্রিম কোন কে জিভ দিয়ে আগলে রাখতে রাখতে শুধোয় তুলিকা।
“তুই বুঝবি না… বাদ দে। তোর দাদাকে থ্যাঙ্কস বলে দিস সিনেমাটা স্পন্সর করার জন্যে”, হেসে বিদিশা বিদায় জানায় প্রিয় সখীকে, তার বাড়ির রাস্তা এসে গিয়েছে, এখান থেকে সে ডান দিকে বেঁকে যাবে আর তুলিকা হেঁটে যাবে সোজা, জোড়াদিঘির রিক্সা স্ট্যান্ড অব্দি।
শুভ্র আর কাকিমা কি ফিরেছে এখনও? শুভ্র কিছু টের পাবে না তো… এসব ভাবতে ভাবতে হাঁটছে বিদিশা। দুই পায়ের ফাঁকে অল্প অল্প ব্যথা যেন এখনো লেগে আছে, মনে করিয়ে দিচ্ছে ক্রমাগত কালকে শান্তনুর সাথে তার গোপন অভিসারের কথা। শান্তনু আর শ্যামলীর শোবার ঘরের বিছানার ওপর তাকে চিত করে ফেলে শুভ্রর বাবা শান্তনুর সেই উন্মাদনাময় জান্তব প্রেম নিবেদন। লজ্জায় রাঙা হয়ে যায় বিদিশা। সে আর কুমারী নয়। ভাবলেও গায়ে কাঁটা দিচ্ছে। তার ভেতরেই বীর্য স্খালন করেছিল শান্তনু। কিন্তু আজ সকালেই তার মাসিক শুরু হয়েছে, অর্থাৎ ভয়ের কিছুই নেই… কিন্তু পরবর্তী কালে সাবধানতা অবলম্বন করতে হবে। ভাবতে গিয়েই চূড়ান্ত কুণ্ঠায় ঠোঁট কামড়ে ধরল যুবতী। নিজের অজান্তেই সে তার প্রেমিকের পিতার সাথে ভবিষ্যতের সম্ভাব্য মিলনের মতলব আঁটছে! এ কি করছে সে? রক্তের ফ্লো বাড়ছে। হাঁটতে কষ্ট হচ্ছে তার। প্যাডটাও সরে গিয়েছে বোধয়।
“লাল জ্যাম লাগানো পাঁউরুটি, দ্যাখ দ্যাখ!”, পেছন থেকে হুড়ো দিচ্ছে কোনো বদ ছোকরা।
বিদিশা ইতস্তত করে নিজেকে একটু আড়াল করে পেছনে হাত দিয়ে বোঝে যে তার জামায় দাগ লেগে গিয়েছে। উফ… কি যন্ত্রণা! তার মধ্যে লাঞ্ছনা আর অপদস্থতা দ্বিগুন করে দিতে পাড়ার ছেলেদের অশালীন টিকা টিপ্পনী।
“আমি জ্যাম খাবো… হা হা হা…”
“লাল দুপাট্টে ওয়ালি তেরা নাম তো বাতা!”
“ওমা… এ যে রক্ত গঙ্গা বয়ে গেল… কি হবে!”
“মামনি তোমার মাকে বোলো হুইস্পার কিনে দিতে…”
একটা গলি ধরে ওরা সব রকে আড্ডা মারে। এক মিনিটের পথ, পুরোটাই এসব অসভ্য ইতরামো সহ্য করতে হল বেচারি বিদিশাকে। কোনরকমে আলগা করে হেঁটে এলো সে, সালোয়ারের ওড়না দিয়ে যথাসম্ভব আড়াল করার চেষ্টা করলো নিজের পেছন দিকটা। মনে হল যেন কোন অন্ধকারের পথে নেমে যাচ্ছে ধীরে ধীরে… সবাই কি ধিক্কার দিচ্ছে তাকে? হয়ত সাঙ্ঘাতিক ভুল করে ফেলেছে গতকাল মুহূর্তের আবেগে, শারীরিক চাহিদার তাড়নায়… মাথায় মনস্তত্ত্বে জড়িয়ে যায় সমস্ত চিন্তা বিষাদ… জট পাকিয়ে যেতে থাকে খুব তাড়াতাড়ি ঘটে যাওয়া চলচ্চিত্রের ঘটনার মত। মনে অজস্র দন্দ্ব, আর সারা শরীরে বাজতে থাকা ছেলেদের টিটকিরি নিয়ে এগিয়ে চলে বিদিশা। চারপাশে তখন পাখিরা বাড়ি ফেরবার উপক্রম করছে। একটু একটু করে ঘনিয়ে আসছে অন্ধকার। বাড়ি ফিরেই বাথরুমে ঢুকল সে। সন্ধ্যের ব্যাচের ছাত্র ছাত্রীরা এই এলো বলে। একটু পরেই ওর মায়ের গানের কলেজে আসর বসবে। কিন্তু বাথরুম থেকে বেরিয়ে ওর মায়ের অন্য চেহারা দেখল বিদিশা। মুখ ফ্যাকাশে, চেয়ারে বসে রয়েছেন ভদ্রমহিলা, পাশে টেলিফোন। যেন এক্ষুনি কারুর সাথে কথা বলেছেন, এইরকম মুখের ভাব।
বিদিশার মুখের পানে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে অবশেষে চূড়ান্ত ক্লেশ মিশ্রিত কণ্ঠে কষ্ট করে উচ্চারণ করলেন কয়েকটি মাত্র কথা, “শুভ্রর ফোন এসেছিল দিশা। শেষে এত বড় সর্বনাশটা ঘটে গেল?”
ওর মায়ের কথায় বুকের রক্ত ছলাক করে লাফিয়ে উঠল বিদিশার। পায়ের তলার মাটি যেন কাঁপছে অদৃশ্য ভুমিকম্পে। কানে রিনরিন করছে মায়ের শেষ শব্দগুলো… এত বড় সর্বনাশ… এত বড় সর্বনাশ।