27-09-2022, 11:17 PM
(27-09-2022, 10:58 PM)Baban Wrote: শেষ হলো এতদিনের মিষ্টি একটা গল্প। হ্যা শেষের ওই ধাক্কাটা দুঃখের ছিল বটে কিন্তু সেটা সাময়িক। কিন্তু এর ফলে রুদ্রের ভেতরের আরেক রূদ্র বোধহয় এতদিনে বিদায় নিলো। এবার সে পুরোপুরি মুক্ত। সেই ছোটবেলার বন্ধু আজ তার জীবন সাথী আর তাদের ছোট্ট দুটো পুচকে। আর পুরো পরিবারের ভালোবাসা নিয়ে তারা সুস্থ ভাবে আনন্দে বাঁচুক। এটাই চাইবো ♥️
তবে এই শেষ পর্ব পড়ার পর আবারো মনে হলো এমন একটা কাহিনী ব্যাভিচার এর গন্ডিতে থাকা উচিত নয়। হ্যা কিছু অংশ অবশ্যই আছে তবে তা কিছু মুহূর্তের লোভের ফলাফল। কিন্তু ভেতরের রূদ্র তো সারাজীবন একজনকেই চেয়ে এসেছে। তাকেই পেয়েছে। এরপরেও কিভাবে না একটা গল্প শুধুই যৌনতার আড়ালে থেকে যাবে। যেখানে ভালোবাসা দিয়ে ঘেরা প্রাচীর এদের চারিদিকে।
অসাধারণ অসাধারণ ♥️
প্রিফিক্স টা সরিয়ে নিলাম। এটা এভাবেই থাক।
ধন্যবাদ দাদা সেই প্রথম দিন থেকে সাথে থাকার জন্য প্রতিটা পদক্ষেপ উৎসাহ অনুপ্রেরণা আর পথ দেখাবার জন্য। তোমরা না থাকলে এত গুলো পর্ব কোনভাবেই লেখা হতো না। তোমরাই আমার লেখার শক্তি চিন্তাভাবনার প্রভাবক।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।