27-09-2022, 09:31 PM
(27-09-2022, 05:24 AM)ray.rowdy Wrote:মানালি, দারুণ হচ্ছে. তুমি তোমার মতো চালিয়ে যাও. পরিস্থিতির সঙ্গে মানানসই ছবিগুলো এই গল্পের পরিবেশনাকে আরো আকর্ষণীয় করে তুলেছে.
মোটিভেট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই গল্পটা আমি অনেক আগে লিখেছিলাম। লিখে অন্য একটা ওয়েবসাইটে প্রকাশও করেছিলাম। কিন্তু সেই ওয়েবসাইট টা প্রচন্ড স্লো। সেখানে প্রথমে গল্প অ্যাডমিন এর কাছে পাঠাতে হয়। অ্যাডমিন ১০-১৫ দিন পর অ্যাপ্রুভ করলে তবে গিয়ে একটি পর্ব প্রকাশিত হতো। যেটা একজন writer হিসেবে খুবই frustrating ব্যাপার। তবুও ওই ওয়েবসাইটে আমি গল্পটা শেষ করেছিলাম। পরে সেই গল্পটাকে copy করে অনেকে অন্য অনেক ওয়েবসাইটে ছেড়েছে। তাই প্রায় অনেকেই গল্পটা আগে থেকে পড়ে নিয়েছে।
আমি একটা নতুন গল্প লিখছি , এই ওয়েবসাইটে। নাম - "স্বামীর কল্পনা স্ত্রীয়ের যন্ত্রণা" , সময় হলে সেটা পড়ে ফিডব্যাক দেবেন। যেটা একজন writer এর কাছে মোটিভেশনের কাজ করে। ধন্যবাদ again ..