25-09-2022, 08:04 AM
(25-09-2022, 01:34 AM)nextpage Wrote: গল্পের শুরু টা হয়েছিল প্রিয়াঙ্কা কে দিয়ে মানে বাবলীর আরেক সত্তা কে টার্গেট করে। সেখানে আত্রেয়ী আগমন ঘটে তারপর আসে সুবিমল কাকু। যার হাত ধরেই বাবলী ধীরে ধীরে পূর্ণ প্রিয়াঙ্কা হয়ে উঠে। আর জমে উঠতে থাকে এক নষ্ট সুখের খেলার প্লে গ্রাউন্ড।
সেখান থেকে আজ যেখানে এসে শেষ করলে সেখানে গল্পটা আর শুধু বাবলী বা প্রিয়াঙ্কার একার নয় সেখানে সুবিমলের গল্প জড়িয়ে আর শেষে এসে অনি স্পট লাইট টা নিজের করে নিয়েছে।
নষ্ট সুখের খেলায় সুখ যেমন আছে তেমন কর্মের ফলও আছে আর সেই খেলা খেলতে খেলতে সুবিমলের বিভৎস পরিণয় ঘটলো আর তার সাথে সাথে অনেকের অজানা প্রিয়াঙ্কার অন্তর্ধান ঘটে গেল হয়তো আবার কখনো কোন সুবিমল কাকু সেটা গুপ্তধন খোঁজার মত করে বের করে আনতেি পারে। তবে আজকের সেরা অংশ হলো অনি আর তার মামীর দৃশ্য টুকু আমার মতে এই ট্র্যাজেটিক অংশটা পুরো গল্পের ভাবটাই পাল্টে দিয়েছে।
অনেক অনেক ভালোবাসা এমন গল্প উপহার দেবার জন্য।
আগামীর অপেক্ষায় রইলাম।
এরকম অসাধারণ ফিডব্যাক পেলে যেন মনে হয় সত্যিই এতদিনের কষ্ট, সময় পুরোটাই সার্থক। তোমাদের জন্য লিখতে পেরে (সাথে নিজের জন্যও অবশ্যই) এক অদ্ভুত ভালোলাগা কাজ করে। তুমি যে এতো সুন্দর ভাবে প্রতিটা পর্যায় তুলে ধরলে সত্যিই দেখে ভালো লাগলো ♥️
হ্যা আমি ভেবেই রেখেছিলাম এই গল্পের প্রাথমিক রূপ যতই শরীর ও কামনাতে পরিপূর্ণ থাকুক না কেন, শেষ হবে এক মা ছেলের পবিত্র সম্পর্ক দিয়ে। ♥️