23-09-2022, 03:42 PM
৩
সন্ধ্যাবেলা বাড়ি ফিরে সমীর দেখলো ঘরের পরিবেশটা কিরকম যেন থম মেরে গ্যাছে। অনুরিমার মুখের আবহাওয়াটাও খুব একটা পরিষ্কার নয়। বাবা মা এর সামনে এই নিয়ে সে স্ত্রীকে কিছু জিজ্ঞেসও করতে পারছিলো না। সে জানতো তাকে রাত অবধি অপেক্ষা করতে হবে , জল কোন দিকে এবং কতদূর গড়িয়েছে সেটা বোঝার জন্য।
রাতে খাওয়ার পর তিন্নি ঘুমোলে সমীর অনুর কাছে গেলো , "কি গো , কি হয়েছে ?"
ভারী গলায় অনুরিমা উত্তর দিলো , "তুমি আমার সাথে একদম কথা বলতে আসবে না। "
সমীরের বুঝতে দেরি হলোনা যে তার স্ত্রী এখন আগুন হয়ে আছে , নাহঃ , সেক্সউয়াল পয়েন্ট অফ ভিউ দিয়ে নয়। এ আগুন রাগের আগুন , যৌনতার নয়। আর কেন রেগে আছে সেটা আন্দাজ করা খুব একটা কঠিন ছিলোনা।
সমীর তাও একটু ম্যানেজ দেওয়ার চেষ্টা করলো , "দেখো এটা আমার জাস্ট একটা ফ্যান্টাসি ছিল , কল্পনা বলতে পারো। আর কিছু নয়। "
"এটা তোমার ফ্যান্টাসি ! ", গলার স্বর উঁচু করে বললো।
"আস্তে , তিন্নি সমেত বাবা মাও জেগে যাবে। "
"জাগুক ! তারাও দেখুক তাদের ছেলে কিসব ভাবে নিজের বউ কে নিয়ে। " , এটা বলে অনুরিমা কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে আরো বলতে লাগলো , "আমি দুঃস্বপ্নেও ভাবিনি তুমি আমার সম্পর্কে এসব ভাববে। তুমি এতোটা কি করে বদলে গেলে? এমন তো ছিলেনা ! উল্টে আগে কতো পোসেসিভ ছিলে আমার প্রতি, সেই কলেজ লাইফ থেকে। এর চেয়ে বরং তুমি আমাকে একটু বিষ এনে দিতে , আমি তোমার মুখ চেয়ে খুশি মনে খেয়ে নিতাম , তোমাকে মুক্তি দিতাম। তোমার হয়তো এখন আমার উপর থেকে মন উঠে গ্যাছে। তাই তো তুমি আমাকে নিয়ে এসব খারাপ চিন্তা মনে আনতে পারছো। "
সমীর রীতিমতো অনুরিমার পায়ে পরে ক্ষমা চাইতে লাগলো, "প্লিজ অনুরিমা , আমাকে ভুল বুঝো না। আমি কথা দিচ্ছি , আমি এই নিয়ে আর একটা কথাও তোমাকে বলবো না। আসলে অলস মস্তিস্ক শয়তানের কারখানা হয়। আমারও হয়তো খানিকটা সেরকমই হয়েছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও , প্লিজ !"
সেদিন আর ওদের মধ্যে কোনো কথা হলোনা। অনুরিমা চুপচাপ গিয়ে তিন্নির পাশে ঘুমিয়ে পড়লো। সমীর নিজের ফ্যান্টাসির কথা বলে তখন হাত কামড়ানোর মতো অবস্থায় পড়েগেছিলো। সেদিন রাতটা যেমন করে হোক কেটে গেলো। এরকম আরো কিছু রাত রাগে অভিমানে কেটে গেলো। ধীরে ধীরে স্থিতাবস্থা এলো তবে একটা দাগ যেন কোথাও থেকে গেলো। সম্পর্ক হয় আয়নার মতো , যেখানে আমরা রোজ নিজের প্রতিবিম্বটা কে দেখতে পারি। আর সেই আয়নায় একটু ফাটল ধরলে তার দাগ সুস্পষ্টভাবে দেখাও যায় আবার থেকেও যায়।
কিছুদিন পর অনুরিমার ফোনে সুচরিতার কল এলো। জানতে চাইলো ফোন নাম্বার নেওয়ার পরও অনুরিমা কেন তার সাথে যোগাযোগ করেনি। অনুরিমা কি করে বলতো যে এরই মধ্যে তার স্বামী এরকম অদ্ভুত আকাঙ্খা তার কাছে পেশ করবে। আর তাই তার মন মেজাজ এতোদিন ভালো ছিলোনা। যাই হোক , অনুরিমা কোনো অজুহাত দিলো না , শুধু নিজের বন্ধুকে ছোট্ট একটা সরি বললো। সুচরিতার সেই সরি-র বদলে একদিন দেখা করতে চাইলো। অনুরিমা রাজিও হয়েগেলো।
উইকেন্ড দেখে অনুরিমা একদিন গেলো সুচরিতার সাথে দেখা করতে। ওরা সাউথ সিটি মলে দেখা করলো। কিছুক্ষণ ঘুরলো , কথাবার্তা বললো। একে অপরের বিষয়ে অনেক কথা হলো। অনুরিমা জানলো যে সুচরিতার ডিভোর্স হয়েগেছে। সুচরিতার কথায় সুচরিতা এখন স্বাধীন। সে ভালোই আছে , তার এখন কাউকে দরকার নেই। সংসারের ঝুট-ঝামেলা নেই। তার মতে সংসার মানেই হলো সং সেজে ভালো মানুষীর অভিনয় করা। সে খুশি যে সে এসব থেকে মুক্তি পেয়েছে। এখন সে এক মাল্টিন্যাশনাল কোম্পানি তে অ্যাজ এ মার্কেটিং কনসাল্টেন্ট হিসেবে কাজ করে।
সুচরিতা অনুরিমার ব্যাপারে জানতে চাইলো , তো অনুরিমা জানালো তার গতে বাঁধা জীবন স্বামী সংসার নিয়ে। সে বললো সে ভালোই আছে এবং একজন গৃহিনী হিসেবে সুখে সংসার করছে। কলেজের পুরোনো স্মৃতির পাতা ওল্টানো হলো। দুজনেই খুব নস্টালজিক হয়ে গেছিলো। বাড়ি ফিরে অনুরিমার বেশ ভালোই লাগছিলো। অনেকদিন পর পুরোনো বন্ধুর সাথে সময় কাটালে কারই না ভালো লাগে। সে সমীরের কাছ থেকে কিছু লুকোয়নি। বলেই গেছিলো সুচরিতার সাথে দেখা করতে যাচ্ছে। সমীর আর আগের মতো নেই তাই সুচরিতাকে নিয়ে সমীর অহেতুক মাথা ঘামাতেই রাজি নয়। তার স্ত্রী যে তার সাথে কথা বলছে , এইটুকুই তার কাছে এখন যথেষ্ট।
অনেকদিন পর পুরোনো বান্ধবী কে কাছে পেয়ে অনুরিমারও খুব ভালো লাগছিলো। সে তাই প্রায়শই সুচরিতার সাথে দেখা করতে লাগলো। কখনো-সখনো তিন্নি কেও নিয়ে যেত। তাই এরই মধ্যে সুচরিতা ও অনুরিমা আবার খুব close friend হয়ে উঠেছিল। আবার তারা একে অপরকে নিজেদের গোপন থেকে গোপনোতর কথা শেয়ার করতে লাগলো। সুচরিতার কিছু কথা শুনে মাঝে মাঝে অনুরিমা অবাক হয়ে যেত আর ভাবতো মানুষ এইভাবেও ভাবতে পারে , এবং এরকম ভাবেও জীবনযাপন করতে পারে ! এরকমই কিছু কথাসমূহ একদিন ওদের মধ্যে হচ্ছিলো।
"হ্যাঁ রে , একটা কথা জিজ্ঞেস করবো ? তোর সেক্স লাইফ কেমন চলছে রে ?"
"ধ্যাৎ , কি যে বলিস। তোর সবসময়ে উল্টোপাল্টা কথা। "
"এতে উল্টোপাল্টা কথার কি হলো ? সেক্স ইস আ ভেরি ন্যাচারাল থিং ইন এভরি ম্যারেড লাইফ। আজকে তো তিন্নিও আসেনি , তুই একা। সো আই আস্ক। আমার সামনে কিসের লজ্জা তোর ?"
"ভালোই চলছে। .."
"শুধুই ভালো ?"
"তাহলে আর কি বলবো ?"
"সত্যি ?"
"কি সত্যি ? "
"এই যে তুই বলছিস , ইউ আর লিভিং এ গুড সেক্স লাইফ। "
"হ্যাঁ , বললাম তো। "
"তোর চোখ মুখ কিন্তু অন্য কথা বলছে। আমি নোটিশ করছি , তুই একটু আপসেট থাকিস। কোনো সমস্যা ? দ্যাখ তুই কিন্তু আমাকে বলতেই পারিস। আফটার অল , আই এম ইওর বেস্ট ফ্রেন্ড। "
"আমি কিচ্ছু বুঝতে পারছিনা , আমি কি করবো এখন। "
এই বলে অনুরিমা হাত দিয়ে নিজের মুখ ঢেকে মাথা নিচু করে নিলো।
সন্ধ্যাবেলা বাড়ি ফিরে সমীর দেখলো ঘরের পরিবেশটা কিরকম যেন থম মেরে গ্যাছে। অনুরিমার মুখের আবহাওয়াটাও খুব একটা পরিষ্কার নয়। বাবা মা এর সামনে এই নিয়ে সে স্ত্রীকে কিছু জিজ্ঞেসও করতে পারছিলো না। সে জানতো তাকে রাত অবধি অপেক্ষা করতে হবে , জল কোন দিকে এবং কতদূর গড়িয়েছে সেটা বোঝার জন্য।
রাতে খাওয়ার পর তিন্নি ঘুমোলে সমীর অনুর কাছে গেলো , "কি গো , কি হয়েছে ?"
ভারী গলায় অনুরিমা উত্তর দিলো , "তুমি আমার সাথে একদম কথা বলতে আসবে না। "
সমীরের বুঝতে দেরি হলোনা যে তার স্ত্রী এখন আগুন হয়ে আছে , নাহঃ , সেক্সউয়াল পয়েন্ট অফ ভিউ দিয়ে নয়। এ আগুন রাগের আগুন , যৌনতার নয়। আর কেন রেগে আছে সেটা আন্দাজ করা খুব একটা কঠিন ছিলোনা।
সমীর তাও একটু ম্যানেজ দেওয়ার চেষ্টা করলো , "দেখো এটা আমার জাস্ট একটা ফ্যান্টাসি ছিল , কল্পনা বলতে পারো। আর কিছু নয়। "
"এটা তোমার ফ্যান্টাসি ! ", গলার স্বর উঁচু করে বললো।
"আস্তে , তিন্নি সমেত বাবা মাও জেগে যাবে। "
"জাগুক ! তারাও দেখুক তাদের ছেলে কিসব ভাবে নিজের বউ কে নিয়ে। " , এটা বলে অনুরিমা কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে আরো বলতে লাগলো , "আমি দুঃস্বপ্নেও ভাবিনি তুমি আমার সম্পর্কে এসব ভাববে। তুমি এতোটা কি করে বদলে গেলে? এমন তো ছিলেনা ! উল্টে আগে কতো পোসেসিভ ছিলে আমার প্রতি, সেই কলেজ লাইফ থেকে। এর চেয়ে বরং তুমি আমাকে একটু বিষ এনে দিতে , আমি তোমার মুখ চেয়ে খুশি মনে খেয়ে নিতাম , তোমাকে মুক্তি দিতাম। তোমার হয়তো এখন আমার উপর থেকে মন উঠে গ্যাছে। তাই তো তুমি আমাকে নিয়ে এসব খারাপ চিন্তা মনে আনতে পারছো। "
সমীর রীতিমতো অনুরিমার পায়ে পরে ক্ষমা চাইতে লাগলো, "প্লিজ অনুরিমা , আমাকে ভুল বুঝো না। আমি কথা দিচ্ছি , আমি এই নিয়ে আর একটা কথাও তোমাকে বলবো না। আসলে অলস মস্তিস্ক শয়তানের কারখানা হয়। আমারও হয়তো খানিকটা সেরকমই হয়েছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও , প্লিজ !"
সেদিন আর ওদের মধ্যে কোনো কথা হলোনা। অনুরিমা চুপচাপ গিয়ে তিন্নির পাশে ঘুমিয়ে পড়লো। সমীর নিজের ফ্যান্টাসির কথা বলে তখন হাত কামড়ানোর মতো অবস্থায় পড়েগেছিলো। সেদিন রাতটা যেমন করে হোক কেটে গেলো। এরকম আরো কিছু রাত রাগে অভিমানে কেটে গেলো। ধীরে ধীরে স্থিতাবস্থা এলো তবে একটা দাগ যেন কোথাও থেকে গেলো। সম্পর্ক হয় আয়নার মতো , যেখানে আমরা রোজ নিজের প্রতিবিম্বটা কে দেখতে পারি। আর সেই আয়নায় একটু ফাটল ধরলে তার দাগ সুস্পষ্টভাবে দেখাও যায় আবার থেকেও যায়।
কিছুদিন পর অনুরিমার ফোনে সুচরিতার কল এলো। জানতে চাইলো ফোন নাম্বার নেওয়ার পরও অনুরিমা কেন তার সাথে যোগাযোগ করেনি। অনুরিমা কি করে বলতো যে এরই মধ্যে তার স্বামী এরকম অদ্ভুত আকাঙ্খা তার কাছে পেশ করবে। আর তাই তার মন মেজাজ এতোদিন ভালো ছিলোনা। যাই হোক , অনুরিমা কোনো অজুহাত দিলো না , শুধু নিজের বন্ধুকে ছোট্ট একটা সরি বললো। সুচরিতার সেই সরি-র বদলে একদিন দেখা করতে চাইলো। অনুরিমা রাজিও হয়েগেলো।
![[Image: 263062775-297236915741062-4866435947480150822-n.jpg]](https://i.ibb.co/NFKXg20/263062775-297236915741062-4866435947480150822-n.jpg)
উইকেন্ড দেখে অনুরিমা একদিন গেলো সুচরিতার সাথে দেখা করতে। ওরা সাউথ সিটি মলে দেখা করলো। কিছুক্ষণ ঘুরলো , কথাবার্তা বললো। একে অপরের বিষয়ে অনেক কথা হলো। অনুরিমা জানলো যে সুচরিতার ডিভোর্স হয়েগেছে। সুচরিতার কথায় সুচরিতা এখন স্বাধীন। সে ভালোই আছে , তার এখন কাউকে দরকার নেই। সংসারের ঝুট-ঝামেলা নেই। তার মতে সংসার মানেই হলো সং সেজে ভালো মানুষীর অভিনয় করা। সে খুশি যে সে এসব থেকে মুক্তি পেয়েছে। এখন সে এক মাল্টিন্যাশনাল কোম্পানি তে অ্যাজ এ মার্কেটিং কনসাল্টেন্ট হিসেবে কাজ করে।
সুচরিতা অনুরিমার ব্যাপারে জানতে চাইলো , তো অনুরিমা জানালো তার গতে বাঁধা জীবন স্বামী সংসার নিয়ে। সে বললো সে ভালোই আছে এবং একজন গৃহিনী হিসেবে সুখে সংসার করছে। কলেজের পুরোনো স্মৃতির পাতা ওল্টানো হলো। দুজনেই খুব নস্টালজিক হয়ে গেছিলো। বাড়ি ফিরে অনুরিমার বেশ ভালোই লাগছিলো। অনেকদিন পর পুরোনো বন্ধুর সাথে সময় কাটালে কারই না ভালো লাগে। সে সমীরের কাছ থেকে কিছু লুকোয়নি। বলেই গেছিলো সুচরিতার সাথে দেখা করতে যাচ্ছে। সমীর আর আগের মতো নেই তাই সুচরিতাকে নিয়ে সমীর অহেতুক মাথা ঘামাতেই রাজি নয়। তার স্ত্রী যে তার সাথে কথা বলছে , এইটুকুই তার কাছে এখন যথেষ্ট।
অনেকদিন পর পুরোনো বান্ধবী কে কাছে পেয়ে অনুরিমারও খুব ভালো লাগছিলো। সে তাই প্রায়শই সুচরিতার সাথে দেখা করতে লাগলো। কখনো-সখনো তিন্নি কেও নিয়ে যেত। তাই এরই মধ্যে সুচরিতা ও অনুরিমা আবার খুব close friend হয়ে উঠেছিল। আবার তারা একে অপরকে নিজেদের গোপন থেকে গোপনোতর কথা শেয়ার করতে লাগলো। সুচরিতার কিছু কথা শুনে মাঝে মাঝে অনুরিমা অবাক হয়ে যেত আর ভাবতো মানুষ এইভাবেও ভাবতে পারে , এবং এরকম ভাবেও জীবনযাপন করতে পারে ! এরকমই কিছু কথাসমূহ একদিন ওদের মধ্যে হচ্ছিলো।
"হ্যাঁ রে , একটা কথা জিজ্ঞেস করবো ? তোর সেক্স লাইফ কেমন চলছে রে ?"
"ধ্যাৎ , কি যে বলিস। তোর সবসময়ে উল্টোপাল্টা কথা। "
"এতে উল্টোপাল্টা কথার কি হলো ? সেক্স ইস আ ভেরি ন্যাচারাল থিং ইন এভরি ম্যারেড লাইফ। আজকে তো তিন্নিও আসেনি , তুই একা। সো আই আস্ক। আমার সামনে কিসের লজ্জা তোর ?"
"ভালোই চলছে। .."
"শুধুই ভালো ?"
"তাহলে আর কি বলবো ?"
"সত্যি ?"
"কি সত্যি ? "
"এই যে তুই বলছিস , ইউ আর লিভিং এ গুড সেক্স লাইফ। "
"হ্যাঁ , বললাম তো। "
"তোর চোখ মুখ কিন্তু অন্য কথা বলছে। আমি নোটিশ করছি , তুই একটু আপসেট থাকিস। কোনো সমস্যা ? দ্যাখ তুই কিন্তু আমাকে বলতেই পারিস। আফটার অল , আই এম ইওর বেস্ট ফ্রেন্ড। "
"আমি কিচ্ছু বুঝতে পারছিনা , আমি কি করবো এখন। "
এই বলে অনুরিমা হাত দিয়ে নিজের মুখ ঢেকে মাথা নিচু করে নিলো।