23-09-2022, 02:43 PM
(This post was last modified: 23-09-2022, 02:45 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-09-2022, 12:39 AM)Avishek Wrote: এর থেকে ভালো সমাপ্তি বোধহয় হতে পারতোনা। দারুণ ভাবে শেষ হলো। একদিকে সুবিমল এতদিনে যোগ্য শাস্তি পেলো। এবং সেই মুহুর্তটা দারুণ ভাবে লেখা হয়েছে। ওদিকে বাবলিও এতদিনে ওই প্রিয়াঙ্কার থেকে মুক্তি পেলো। এই শিক্ষাটা প্রয়োজন ছিল। এবারে সে স্বাভাবিক ভাবে বাঁচবে। আবার সুবিমল পুত্রও এতদিনে স্বস্তির নিঃস্বাস ফেললো। যদিও সে মা পিতা উভয়কেই হারালো কিন্তু অমন পিতার জন্য বোধহয় এটাই প্রাপ্তি। নইলে একদিন হয়তো ছেলেটাও হয়তো বাবার পথে যেতে পারতো। সব মিলে আবারো বাবান দার একটা দারুণ গল্প পেলাম আমরা। এরপর আবারো কিছু নিয়ে আসুন দাদা।
অনেক ধন্যবাদ ♥️ ঠিকই বলেছেন। হয়তো এটা না হলে একদিন আরও ভয়ঙ্কর কিছুর সাক্ষী হতে হতো অনির্বানকে যা হয়তো তাকে তার বাবার থেকেও ভয়ানক কিছু বানিয়ে ফেলতে পারতো। কিন্তু এবার অন্তত মামী রুপী মা ও বোন ও মামার সাথে একটা সুস্থ জীবন কাটাতে পারবে সে। ওদিকে বাবলিও।
গল্পের অন্তিম পর্ব এসে গেছে পাঠক বন্ধুরা
যাদের এখনো পড়া হয়নি, পড়ে নেবেন
ধন্যবাদ