23-09-2022, 07:07 AM
কাকোল্ড আর ইন্সেস্ট এই দুটো বিষয় থেকে রোমান্টিক গল্প আমার বেশী ভালো লাগে। বিশেষ করে কাকোল্ড পড়তে খুবই অস্বস্তি লাগে। তারপরও কি এক অমোঘ টানে পড়ে যাই এসব গল্প। কেনো যেনো কাকোল্ড গল্প পড়ার সময় মনের ভিতর একটা হতাশা মিশ্রিত হাহাকারের উদ্রেক হয় আর গল্প যতো সামনের দিকে অগ্রসর হতে থাকে মনের সব উত্তেজনা ধীরে ধীরে ম্রিয়মাণ হতে থাকে। মনের ভিতর থেকে তখন একটা আওয়াজই ভেসে আসতে থাকে, আর সেটা হলো এটা একটা বিকৃত যৌনতা ছাড়া আর কিছুই না। অথচ অনেক কাকোল্ড গল্পই আছে যেগুলোর সাথে বাস্তবতার যথেষ্ঠ সম্পর্ক আছে। কঠিন বাস্তবতাকে পূঁজি করেই গড়ে উঠে সেসব কাকোল্ড গল্পের পটভূমি। আর আমি বরাবরই বাস্তব গল্পের ভক্ত। পড়তে খারাপ লাগলেও গল্পে উপস্থিত বাস্তবতার নির্যাসটা আমি ঠিকই মন থেকে গ্রহণ করি। গ্রহণ করি তার আদি রস।
এই গল্পটিতেও যথেষ্ঠ বাস্তবতার ছোঁয়া ছিলো। ছিলো লেখকের উন্নত মস্তিষ্কের সুদূরপ্রসারী কল্পনার বহিঃপ্রকাশ। এই ধরনের লেখকের গল্প অন্য কারো দ্ধারা সমাপ্ত করা যায় না। যদি না সে লেখকটি তারই মতো উন্নত মস্তিষ্কের না হয়। আর সাধারণত যারা এরকম উন্নত গল্প লিখেন তারা কেউ পরের গল্প শেষ করার চাইতে নিজে একটা গল্প লিখতেই বেশী আগ্রহী থাকবেন এটাই স্বাভাবিক। আর সেকারনেই অন্য সব পাঠকের মতো আমি দাবী তুলবো না যে কেউ একজন গল্পটি শেষ করুন। আমার মতে যতোটুকু লেখা হয়েছে সেটা কেবল গল্পের ভুমিকা মাত্র। সম্ভবত লেখকের মনে বিশাল বড় একটা গল্পের প্লট ছিলো। জানিনা কি কারনে লেখক গল্পটি শেষ পর্যন্ত আর এগিয়ে নেননি। অনেক লেখকই গল্প শেষ করার যোগ্যতা রাখেন না। শুরু করা আর চালিয়ে নেয়া যতোটা সহজ একটা গল্প সঠিক সময়ে শেষ করা তার চাইতে অনেক বেশী কঠিন। সেই কঠিন কাজটা অনেকেই পারেন না বলে গল্প একটা নির্দিস্ট জায়গায় এসে থমকে দাঁড়িয়ে যায়। তবে এই গল্পের লেখককে সে দলের কারোর মতো মনে হয়নি। অন্য কোনো কারনে গল্পটি আর এগিয়ে নেয়া হয়নি।
যাহোক, গল্পটা বেশ উন্নত ধরনের একটা গল্প ছিলো যদিও বিষয়টা নিয়ে আমার অবস্থানের কথা আমি আগেই জানিয়েছিলাম। লেখককে সুন্দর আর গোছানো একটা গল্প শুরু করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সেইসাথে ভবিষ্যতে কখনো আবার গল্পটি লিখে সমাপ্ত করবেন সেই আশাবাদ রাখছি। পোস্টার রনিদা'কেও ধন্যবাদ গল্পের অংশ বিশেষ হলেও সুন্দর গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য !
এই গল্পটিতেও যথেষ্ঠ বাস্তবতার ছোঁয়া ছিলো। ছিলো লেখকের উন্নত মস্তিষ্কের সুদূরপ্রসারী কল্পনার বহিঃপ্রকাশ। এই ধরনের লেখকের গল্প অন্য কারো দ্ধারা সমাপ্ত করা যায় না। যদি না সে লেখকটি তারই মতো উন্নত মস্তিষ্কের না হয়। আর সাধারণত যারা এরকম উন্নত গল্প লিখেন তারা কেউ পরের গল্প শেষ করার চাইতে নিজে একটা গল্প লিখতেই বেশী আগ্রহী থাকবেন এটাই স্বাভাবিক। আর সেকারনেই অন্য সব পাঠকের মতো আমি দাবী তুলবো না যে কেউ একজন গল্পটি শেষ করুন। আমার মতে যতোটুকু লেখা হয়েছে সেটা কেবল গল্পের ভুমিকা মাত্র। সম্ভবত লেখকের মনে বিশাল বড় একটা গল্পের প্লট ছিলো। জানিনা কি কারনে লেখক গল্পটি শেষ পর্যন্ত আর এগিয়ে নেননি। অনেক লেখকই গল্প শেষ করার যোগ্যতা রাখেন না। শুরু করা আর চালিয়ে নেয়া যতোটা সহজ একটা গল্প সঠিক সময়ে শেষ করা তার চাইতে অনেক বেশী কঠিন। সেই কঠিন কাজটা অনেকেই পারেন না বলে গল্প একটা নির্দিস্ট জায়গায় এসে থমকে দাঁড়িয়ে যায়। তবে এই গল্পের লেখককে সে দলের কারোর মতো মনে হয়নি। অন্য কোনো কারনে গল্পটি আর এগিয়ে নেয়া হয়নি।
যাহোক, গল্পটা বেশ উন্নত ধরনের একটা গল্প ছিলো যদিও বিষয়টা নিয়ে আমার অবস্থানের কথা আমি আগেই জানিয়েছিলাম। লেখককে সুন্দর আর গোছানো একটা গল্প শুরু করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সেইসাথে ভবিষ্যতে কখনো আবার গল্পটি লিখে সমাপ্ত করবেন সেই আশাবাদ রাখছি। পোস্টার রনিদা'কেও ধন্যবাদ গল্পের অংশ বিশেষ হলেও সুন্দর গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য !