23-09-2022, 12:39 AM
এর থেকে ভালো সমাপ্তি বোধহয় হতে পারতোনা। দারুণ ভাবে শেষ হলো। একদিকে সুবিমল এতদিনে যোগ্য শাস্তি পেলো। এবং সেই মুহুর্তটা দারুণ ভাবে লেখা হয়েছে। ওদিকে বাবলিও এতদিনে ওই প্রিয়াঙ্কার থেকে মুক্তি পেলো। এই শিক্ষাটা প্রয়োজন ছিল। এবারে সে স্বাভাবিক ভাবে বাঁচবে। আবার সুবিমল পুত্রও এতদিনে স্বস্তির নিঃস্বাস ফেললো। যদিও সে মা পিতা উভয়কেই হারালো কিন্তু অমন পিতার জন্য বোধহয় এটাই প্রাপ্তি। নইলে একদিন হয়তো ছেলেটাও হয়তো বাবার পথে যেতে পারতো। সব মিলে আবারো বাবান দার একটা দারুণ গল্প পেলাম আমরা। এরপর আবারো কিছু নিয়ে আসুন দাদা।