22-09-2022, 11:18 PM
(22-09-2022, 09:54 PM)Bumba_1 Wrote: চার পর্বের মহাসমাপ্তির পর আমার উপলব্ধি .. খেলা খেলা দিয়ে যে নষ্ট সুখের আরম্ভ হয়েছিল ঠিক তেমনভাবেই খেলতে খেলতে তার পরিসমাপ্তি ঘটলো সুবিমলের মৃত্যুর মধ্যে দিয়ে, তার সঙ্গে সম্ভবত চিরতরে বিদায় নিলো প্রিয়াঙ্কা। এই মর্মান্তিক খবরে সাময়িক দুঃখ যন্ত্রণা তো থাকবেই। সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠবে অঞ্জন বাবু এবং তার স্ত্রী, ওদিকে অরুনিমা দেবী এবং তার স্বামী। মৃত্যু সর্বদাই বেদনাদায়ক এবং কাছের মানুষ চলে গেলে সেই শূন্যস্থান পূরণ হতে সময় লাগে। কিন্তু সুবিমলের চলে যাওয়ায় যে দু'জন প্রাণ খুলে বাঁচতে পারবে বাকি জীবনটা তারা হলো অনি এবং বাবলি।
সবশেষে বলি ..
ব্যস্ত দুপুর , নষ্ট সুখের নরম রোদেআকাশ ভাঙ্গা বৃষ্টি আসেঅসহায় চাঁদ মুচকি হাসেতোমার ছবি, হৃদয় ভাসে, নীরব বোধে।যাক না ভেসে , ভাসুক হাওয়ায়যাই না ভুলে , নীরব চাওয়ায় ।তবুও আমায় বলবে নাকিঝগড়া কিছু আছে বাকি ?রাখবে মাথা বন্ধু বিহীনউপচে পড়া সুখ নদীটাপ্রেম থেকে মন, আজও দীন ?দূর করে দাও ওই “যদিটা”।আবার মিশি , যাবই মিশেভালোবাসা দেবে পিষেসুখের আকর মনের ঘরেবৃষ্টি যখন ঝাঁপিয়ে পড়ে !খোলা চুলের ভাঁজে ভাঁজেমন কি লাগে কোনো কাজে ?ব্যস্ত সকাল , নষ্ট সুখের নরম রোদেকষ্ট দিয়েই ভালোবাসার দিনটা শোধে !
যথার্থ বলেছো দাদা। কিছু ধাক্কা বোধহয় ভালোর জন্যও হয়। শেষের লাইনগুলো জাস্ট অসাধারণ ♥️
(22-09-2022, 10:07 PM)Sanjay Sen Wrote: একজন পাপীর মৃত্যুর কারণ তার পাপের ফল; সেটা সুবিমলের মৃত্যুর মধ্যে দিয়ে আবার প্রমাণিত হলো। যা হয় ভালোর জন্যই হয়। এটাই মেনে নিয়ে এগিয়ে চলতে হবে ভবিষ্যতে। হাঁপ ছেড়ে বাঁচলো অনি আর বাবলি (হয়তো নিজেকে সামলাতে তার একটু সময় লাগবে)। দুর্দান্ত এক কাহিনীর পরিসমাপ্তি
একদম ঠিক। অনেক ধন্যবাদ এতোদিন ধরে গল্পের সাথে জুড়ে থাকার জন্য। ♥️
(22-09-2022, 10:51 PM)Jibon Ahmed Wrote: Excellent ending
Thanks ♥️