22-09-2022, 09:54 PM
(This post was last modified: 22-09-2022, 09:55 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
চার পর্বের মহাসমাপ্তির পর আমার উপলব্ধি .. খেলা খেলা দিয়ে যে নষ্ট সুখের আরম্ভ হয়েছিল ঠিক তেমনভাবেই খেলতে খেলতে তার পরিসমাপ্তি ঘটলো সুবিমলের মৃত্যুর মধ্যে দিয়ে, তার সঙ্গে সম্ভবত চিরতরে বিদায় নিলো প্রিয়াঙ্কা। এই মর্মান্তিক খবরে সাময়িক দুঃখ যন্ত্রণা তো থাকবেই। সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠবে অঞ্জন বাবু এবং তার স্ত্রী, ওদিকে অরুনিমা দেবী এবং তার স্বামী। মৃত্যু সর্বদাই বেদনাদায়ক এবং কাছের মানুষ চলে গেলে সেই শূন্যস্থান পূরণ হতে সময় লাগে। কিন্তু সুবিমলের চলে যাওয়ায় যে দু'জন প্রাণ খুলে বাঁচতে পারবে বাকি জীবনটা তারা হলো অনি এবং বাবলি।
সবশেষে বলি ..
সবশেষে বলি ..
ব্যস্ত দুপুর , নষ্ট সুখের নরম রোদে
আকাশ ভাঙ্গা বৃষ্টি আসে
অসহায় চাঁদ মুচকি হাসে
তোমার ছবি, হৃদয় ভাসে, নীরব বোধে।
যাক না ভেসে , ভাসুক হাওয়ায়
যাই না ভুলে , নীরব চাওয়ায় ।
তবুও আমায় বলবে নাকি
ঝগড়া কিছু আছে বাকি ?
রাখবে মাথা বন্ধু বিহীন
উপচে পড়া সুখ নদীটা
প্রেম থেকে মন, আজও দীন ?
দূর করে দাও ওই “যদিটা”।
আবার মিশি , যাবই মিশে
ভালোবাসা দেবে পিষে
সুখের আকর মনের ঘরে
বৃষ্টি যখন ঝাঁপিয়ে পড়ে !
খোলা চুলের ভাঁজে ভাঁজে
মন কি লাগে কোনো কাজে ?
ব্যস্ত সকাল , নষ্ট সুখের নরম রোদে
কষ্ট দিয়েই ভালোবাসার দিনটা শোধে !