21-09-2022, 04:10 PM
(21-09-2022, 03:39 PM)Somnaath Wrote: তোমার লেখার নেশা ধরিয়ে দিয়েছো গুরু। আমি ভাবি সেই দিনের কথা যখন তুমি আর লিখবে না এই ফোরামের জন্য বা অন্য কোথাও। তখন কি করে দিন কাটবে আমাদের মতো পাঠকদের যারা তোমার গল্পের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।Sad
কালের নিয়মে সবাইকেই একদিন চলে যেতে হয়। কেউ আগে যায় আবার কেউ পরে। এই ফোরাম আমাকে একজন ইরো-সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। যেহেতু আমার নিজস্ব ছবি, নাম এবং পরিচয় সবকিছু সঠিকভাবে দেওয়া আছে এই ফোরামের প্রোফাইলে, তাই যারা ইরো-সাহিত্য অথবা আদিরসাত্মক গল্প পছন্দ করে রাস্তাঘাটে বের হলে তারা আমাকে recognize করতে পারে এবং যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে। আমার উপন্যাসের চরিত্রায়নের গতিপ্রকৃতি সম্বন্ধে জিজ্ঞাসা করে, জানতে চায় পরবর্তী পর্বের সম্পর্কে। পাইপলাইনে এরপর কোন কোন কাহিনী বা উপন্যাস আছে সেগুলির সম্বন্ধে জানার ইচ্ছা প্রকাশ করে। এই সব কিছুই সম্ভব হয়েছে xossipy.com এর জন্য। তাই এই ফোরামের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়ে গিয়েছে। যেদিন দেখবো আমার replacement চলে এসেছে এবং সে আমার মনের মতো লেখক হয়ে উঠতে পেরেছে/পারছে .. সেদিন অবশ্যই আমি বিদায় নেবো এই ফোরাম থেকে। তবে আমার শারীরিক অসুস্থতা সম্পর্কে তোমরা তো অনেকেই জানো .. তাই তার আগে যদি ভালো-মন্দ কিছু ঘটে যায়, সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই। সঙ্গে থাকো এবং পড়তে থাকো।


Sad![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)