21-09-2022, 02:14 PM
(21-09-2022, 11:55 AM)Sanjay Sen Wrote: এইসব পর্বগুলোর তো আলাদা করে বিশ্লেষণ করা যায় না। এখানে না আছে কোনো অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা (উপরের কয়েকটি লাইন ছাড়া), না আছে তোমার করা কিছু মনোমুগ্ধকর রূপকের ব্যবহার, না আছে কোনো ভয়ঙ্কর স্বপ্নের দৃশ্য, না আছে কোনো অসাধারণ প্রেমের দৃশ্য - যা তোমার লেখনীর জাদুতে জীবন্ত হয়ে ওঠে সব সময়।
তবে যেটা আছে অর্থাৎ অবাধ যৌনতার দিকে পা বাড়ানোর আগের প্রস্তুতি - যেটা তুমি ছাড়া এইভাবে এত নিখুঁত করে, এত detailing এ গিয়ে কারোর পক্ষে করা সম্ভব নয়। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করে আছি - এইটুকুই বলতে পারি।
মনঃক্ষুন্ন মনঃক্ষুন্ন মনঃক্ষুন্ন .. disappointment ঝরে ঝরে পড়ছে তোমার এই মন্তব্যে। ফোরামের সব পাঠকদের খুশি করার দায় আমার নেই। কিন্তু তোমাকে, বলা ভালো তোমার মতো বেশ কিছু পাঠকদেরকে (যারা সর্বদা আমার পাশে থেকে সাপোর্ট করে গেছে আমাকে) জবাবদিহি করতে আমি বাধ্য। তাই বলছি এই পর্ব এবং এরপরে যে পর্বগুলি আসবে, সেগুলো যে এই উপন্যাসের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ .. সেটা পরে বুঝতে পারবে। সঙ্গে থাকো আর পড়তে থাকো।