21-09-2022, 12:13 PM
কিছু কথা
আজ পর্যন্ত তা প্রায় অনেক গুলো গল্পই লিখেছি। তার কিছু কারো কারো খুবই ভালো লেগেছে, মন জয় করেছে পাঠকদের। তা সে আমার ইরোটিক গল্প হোক বা একেবারে অন্য রকমের নন- ইরোটিক, বা ছড়া হোক বা অণু গল্প। সবকটাই আমার সৃষ্টি তাই আমার কাছে সবকটাই প্রিয়। কিন্তু কিছু কিছু গল্প লিখে আমি নিজে অন্য রকমের শান্তি পেয়েছি একজন লেখক হিসেবে। যেমন ভয়, উপভোগ, ও খোকন, আমার একলা আকাশ, ভূমি, কাগজের নৌকো ইত্যাদি।
আজ সেই সারিতে বোধহয় এই গল্পও স্থান পেলো। হ্যা কারো কাছে এই গল্প ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। সেটা তাদের ভালোলাগার ওপর নির্ভর করে কিন্তু আমার কাছে এই গল্প একটা আলাদা মর্যাদা রাখে। তার কারণ এই গল্পের মূল থিম। যেটা অত্যন্ত বাস্তবিক আবার ততটাই ভয়ের, আবার ততটাই চিন্তার। কিছু ভুল, কিছু অতীত মানুষকে কতটা পাল্টে ফেলতে পারে এই গল্প তারই। যারা শুরু থেকে পড়ে আসছেন তারা নিশ্চই বুঝেছেন। কিছু লোভ কতটা ক্ষতি করতে পারে তাও জেনেছেন।
এতদিনের যাত্রা এবার শেষ হবে। শেষ হবে এই চরিত্রদের নিয়ে আলোচনা। কিন্তু হয়তো মনে একটু হলেও থেকে যাবে কিছু অনুভূতি এই গল্প নিয়ে। এই গল্প ও বিশেষ করে এই গল্পের আসন্ন শেষ পর্ব আমার কাছে এই গল্পের গুরুত্ব ও ভালোলাগা অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমি জানিনা সেটা আপনাদের কতটা মন জয় করবে। কারো কারো সেরকম নাও লাগতে পারে, আবার কারো ভালো লাগতেও পারে। কিন্তু আমার কাছে এর থেকে ভালো সমাপ্তি আর হতোনা বোধহয়। তবে যে কথাটা বলতে হচ্ছে তা হলো এই বিশেষ পর্বে এমন কিছু বর্ণনা থাকবে যা উত্তেজক হবার পাশাপাশি কারো কারো কাছে ডার্ক এবং ডিস্টারবিঙ্গ লাগতে পারে। কিন্তু গল্পের খাতিরে আমাকে একটু হলেও সেইসব লিখতে হয়েছে। নষ্ট সুখ যে যথার্থ ভাবে কি? সেটা ফুটিয়ে তুলতে এমন কিছু দৃশ্য ফুটিয়ে তুলতে হয়েছে। যদিও তার পরিমান বেশি নয়। তাই অপেক্ষা করুন কাল রাতের।
আগামীকাল রাত্রে নিয়ে আসছি চার আপডেটের শেষ মহাপর্ব।
নষ্ট সুখের শেষ!