21-09-2022, 11:55 AM
(20-09-2022, 09:21 PM)Bumba_1 Wrote: গাড়িতে উঠে ডেস্টিনেশনের উদ্দেশ্যে যেতে যেতে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন বর্ণালী দেবী। গঙ্গানগরের এত কাছে, আনুমানিক ৩০ কিলোমিটারের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে তার জানাই ছিল না। মাঝারি উচ্চতার সবুজে ঘেরা পাহাড়। যার পাদদেশ থেকে শুরু হয়েছে রাশি রাশি জলকণার অবিরত প্রবাহ। আবার কোথাও যেন সেই সমুদ্রের নীল জলরাশি পাহাড়কে অতিক্রম করে আকাশের নীলের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। অন্যদিকে একাধিক রঙ ও বর্ণের সবুজ বন এবং গাছপালা, যা আকাশ ছুঁয়ে যায় নিমিষে, সেই পাহাড় থেকে কলকলে শব্দে ও ছন্দে নেমে আসে পাহাড়ি ঝর্ণা অনবরত আঁকাবাঁকা পথ বেয়ে ছুটে চলে নদী থেকে সাগরে। এ যেন পাহাড়, সমুদ্র আর অরণ্যের ঐক্যতান।এইসব পর্বগুলোর তো আলাদা করে বিশ্লেষণ করা যায় না। এখানে না আছে কোনো অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা (উপরের কয়েকটি লাইন ছাড়া), না আছে তোমার করা কিছু মনোমুগ্ধকর রূপকের ব্যবহার, না আছে কোনো ভয়ঙ্কর স্বপ্নের দৃশ্য, না আছে কোনো অসাধারণ প্রেমের দৃশ্য - যা তোমার লেখনীর জাদুতে জীবন্ত হয়ে ওঠে সব সময়।
তবে যেটা আছে অর্থাৎ অবাধ যৌনতার দিকে পা বাড়ানোর আগের প্রস্তুতি - যেটা তুমি ছাড়া এইভাবে এত নিখুঁত করে, এত detailing এ গিয়ে কারোর পক্ষে করা সম্ভব নয়। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করে আছি - এইটুকুই বলতে পারি।