21-09-2022, 08:53 AM
(20-09-2022, 11:53 PM)nextpage Wrote: দাদা....
তুমি পুরো পাক্কা ঘুঘু মাল। শুরুতে নিশীথ কে দিয়ে অরুন্ধতীকে তৈরী করে কামরাজ মানিক সামন্ত ওদের আগে সুযোগ করে দিলে, এখানেও জ্যাকি কে দিয়ে বর্ণালী কে তৈরী করিয়ে ওসমানের শিকার করে দেবার ধান্দা করেছো।
সত্যিই নিশীথ আর জ্যাকির কপালটাই খারাপ।
এই পর্ব গুলোতে তুমি অপূর্ব কে ইউস করে খানিকটা কাকোল্ড ফ্লেভারও এটাতে মিশিয়ে দিয়েছো যেটা এই মূহুর্তে গল্পের স্বাদ বাড়াবে বহুগুন।
ওদিকে আমাদের গোগোল তার প্রতিশোধের পথে কতটুকু এগোলো সেটাও জানতে ইচ্ছে করছে সেই সাথে অল্প সময়ের হলেও হিয়ার আর গোগোলের মূহুর্ত গুলো খুব মিস করছি।
(20-09-2022, 11:53 PM)nextpage Wrote:
সেক্ষেত্রে নিশীথ বাবু যেরকম প্রসাদের ভাগ পায়নি, এক্ষেত্রে জ্যাকি বোধহয় অতটা গুরুর প্রতি নিবেদিত প্রাণ নয়। ও সেয়ানা মাল .. নিজের অধিকার ছিনিয়ে নিতে জানে।
এই পর্বটা শেষ হলেই হিয়া আর গোগোলকে নিয়ে আবার ফিরছি। ওরাই তো, বিশেষত গোগোল এই উপন্যাসের প্রাণভ্রমরা। ওকে বাদ দিলে এই উপন্যাস নিজের গুরুত্ব হারাবে।