Thread Rating:
  • 159 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)
(20-09-2022, 10:04 PM)Rinkp219 Wrote: Mind blowing update......majh rastai gari thamate holo.....
      Waiting more

thank you & stay tuned  thanks

(20-09-2022, 10:06 PM)Baban Wrote: কালকেই বলেছিলাম কিছু একটা কেলেঙ্কারি করিয়ে ছাড়বে তুমি। ঠিক তাই হলো। যত পর্ব এগিয়েছে ততই অবৈধ অনৈতিক কিন্তু সবচেয়ে উত্তেজক অনুভূতিপূর্ণ পরিস্থিতি গুলি ফুটে উঠেছে এক এক করে। একতো বেড়াতে আসা ওই শয়তানদের সাথে, তারপরে সেখানেও চক্রান্ত, আবার সেখানে গিয়ে আরও দুই শয়তানের পাল্লায় পড়া, সেখান থেকে মুক্তিলাভ ওই নারীর। যদিও তা সাময়িক। আবার ওসমান বাবুর একটু একটু করে সাহসী হয়ে ওঠা।

তবে একটা জিনিস লক্ষ করলাম ওসমান সত্যিই ওস্তাদ। আগের পর্বে জ্যাকি যতই মহাজ্ঞানের কথা বলুক আর হিরো গিরি করুক। আজ ওস্তাদের সামনে জাস্ট সেইভাবে দাঁড়াতেই পারলোনা। লোকটার তেজ এর সামনে জ্যাকি সত্যিই হেল্পার ছাড়া কিছু নয়। যদিও সেও কম যায়না কিন্তু ওস্তাদ ইজ ওস্তাদ। যেভাবে জলে নেমে খেল দেখালো, যেভাবে নারীটিকে বাঁচালো (নিজে লুটবে বলে) আর সন্তানের বিরুদ্ধে মাকে রাগিয়ে তুলছে সব মিলিয়ে পুরো তৈরী জিনিস লোকটা।

হ্যা অবশ্যই যেটা হচ্ছে সেটা ভয়ঙ্কর এক ভুল। কিন্তু সেই দিকটা ভুলে যদি বর্তমান প্রতিটা পরিস্থিতির রূপ দেখি তবে সত্যিই একটা অসাধারণ উত্তেজক মুহূর্তের সাক্ষী হচ্ছি আমরা। যে মাকে নিয়ে ওরা জঘন্য আলোচনা করেছিল সন্তানের সামনে আজ সেই মাকে সত্যিই ওরা মুঠোর মধ্যে পেয়েছে। পরবর্তী আসন্ন যে মুহুর্তটা আসতে চলেছে সেটা ভেবেই পাগল হয়ে যাচ্ছি। হ্যা অবশ্যই এই শয়তান দুটোকে সহ্য করতে পারিনা আমি ও সবাই কিন্তু ওই যে বললাম..... সেই অতীত ভুলে যদি শুধুই এই বিশেষ বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবি তবে তো সাংঘাতিক কিছু হতে চলেছে। না থ্রিলারের দৃষ্টিভঙ্গি থেকে নয়, সেই আদিম চাহিদার দিক থেকে।

২+ রেপুটেশন এই পর্বের জন্য ♥️

আজ্ঞে স্যার, আমি তো আগেই বলেছি জ্যাকি যদি হয় শের তবে তার ওস্তাদ হলো সোয়া শের। আর ধীরে ধীরে hypnotize করার পর, তারপরে ultimate domination এ গিয়ে কফিনে শেষ পেরেকটা পোঁতার মধ্যে যে নিষিদ্ধ একটা তৃপ্তি আছে, সেটা আর কিছুতে নেই। মানে আমি গল্প লেখা এবং পড়ার ক্ষেত্রে কথাটা বললাম। 
সবশেষে জানাই অসংখ্য ধন্যবাদ  Namaskar
[+] 2 users Like Bumba_1's post
Like Reply


Messages In This Thread
RE: গোলকধাঁধায় গোগোল (চলছে) - by Bumba_1 - 20-09-2022, 10:35 PM



Users browsing this thread: 64 Guest(s)