20-09-2022, 01:42 AM
এই গল্পটাতে আপাতত কোন আপডেট আসবে না। করোনার সময় চাকরি নিয়ে বহু ঝামেলা হয়েছে তাই তখন লেখা আর কন্টিনিউ করা হয় নি। অনেকদিন ফিরে এসে দেখি গল্পের অনেক সাবপ্লট ঠিক করে মনে নেই তাই আপাতত আপডেট বন্ধ থাকবে। পরে কখনো সময় করে প্লট মিলাতে পারলে আবার লেখা শুরু হবে। আর একটা আপডেট দিয়ে কয়েকমাস বসে থাকার ইচ্ছাও নেই তাতে পাঠকদের বিরক্তি হয়। সব চিন্তা করে আপডেট বন্ধ থাকবে। যদি পরে প্লট মিলানো যায় এবং একসাথে বেশ কয়েকপর্ব লেখা থাকে তখন আপডেট দেওয়া শুরু করব। এই গল্প নিয়ে নাকি একটা টেলিগ্রাম গ্রুপ আছে। কেউ পারলে লিংক দিবেন, গিয়ে দেখব কেমন আলোচনা হয়।