19-09-2022, 11:46 PM
(19-09-2022, 10:15 PM)Baban Wrote: বহুবার ভেবেছি বলবো কিন্তু বলিনি। কারণ গল্পের লেখক তুমি। তুমি নিশ্চই সব ভেবেই এই গল্পকে ব্যাভিচার ভাগে স্থান দিয়েছো। কিন্তু আমার মনে হয়েছে ... বিশেষ করে আজকের পর্ব পড়ার পর এই গল্প রোমান্টিক গল্পের বিভাগে স্থান পাওয়া উচিত। হ্যা অবশ্যই এখানে কিছু অবৈধ বা বৈধ যাও বলা হোক মিলন দৃশ্যর উল্লেখ করা হয়েছে কিন্তু দুই ভালোবাসার মানুষের পবিত্র ভালোবাসার কাছে সেই অংশর মান খুবই সামান্য। আর বর্তমানের প্রতিটা পর্ব পড়ে এটাকে অ্যাডাল্টরি স্টোরি হিসাবে ভাবা কষ্টকর।
অসাধারণ পর্ব। দুজনের একে ওপরের প্রতি প্রতিটা অনুভূতির প্রকাশ যেভাবে ফুটিয়ে তুলেছো তা লাজবাব। কিন্তু শেষের অংশ টুকু পড়ে থ হয়ে গেলাম। কি হলো ওটা? ওটা কি তাহলে? জানিনা কি অপেক্ষা করছে এই পরবর্তী অংশে!
ওগো ভালোবাসি, তুমি থাকো ওই দূরেই
এসোনা কাছে তুমি, পালাবো কাছে এলেই
ভীতু নই আমি, নই কাপুরুষ, ভেবোনা সেসব আমায়
তোমার ছবিই এঁকেছি আমি অংকের সাদা খাতায়
দূর থেকে দেখেছি তোমায়, কাছে গেছি অন্য ভাবে
বন্ধু হয়ে মিশেছি ওগো আমি যে তোমার সাথে
হেসেছো তুমি আমায় দেখে, করেছো আমায় পাগল
তোমার হাসি তোমার কণ্ঠ সেটাই যে আজ সম্বল
- বাবান
প্রথমে বুম্বা দা আর এখন তুমি.... দুজনেই ছন্দের জাদুতে জমিয়ে দিলে পুরো। তোমার সাথে আমি একমত গল্পটা এখন আর এডাল্ট পর্যায়ে নেই। কিন্তু আমি গল্পটা এমন করে রাখতে চাই নি, চেয়েছিলাম ব্যাভিচারে রেখেই শেষ করবো কিন্তু আমার ঘাড়ে একজননআছে তার আবার শেষাংশে মিলন ছাড়া কিছুই নাকি জমে না। অবশেষে তার কথাই শিরোধার্য করতে হয়েছে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।