19-09-2022, 11:42 PM
(19-09-2022, 09:24 PM)Bumba_1 Wrote: এ মা, এত অসাধারণ একটা পর্ব আর আমি দেখতেই পাইনি? করজোড়ে দুঃখ প্রকাশ করছি দেরি করে পড়ার জন্য এই পর্বটি। কিন্তু শেষে ওটা কোন জায়গায় থামলে বন্ধুবর? তাহলে কি সবকিছু শেষ? নাকি ওটা ভ্রান্তি, আবার নতুন করে শুরু শুরু করবে ওরা দু'জন? সবশেষে বলি ..
আমি জানি প্রিয়তমাযে ভুল করেছিলামতার নেই ক্ষমা,তবুও বলব প্রিয়তারে ভুল ভেবেইআমারে ক্ষমিও,যা ভুল বোঝাবুঝি হয়েছিল মাঝেএমনটা হয়ে থাকেই ভেবেআমাদের এই সমাজে,এসো যৌথ উদ্যোগে উদ্যমী হয়েনতুন ব্যাবস্থা গড়ে তুলিনিজেদের মধ্যে ভ্রান্তি মিটিয়ে।
একথা তো সত্যিভুলের মাশুল দিতেই হয়হলেও বা তা এক রত্তি,তবে ভুল মানুষ মাত্রেই করেযদিও অনেকে স্বীকার করেনাবা করলেও করে অনেক পরে,আজ নয় আমি নিই অঙ্গিকারতৎক্ষণাৎ তা করব স্বীকারযেমনটি আছে ভুল শুধরোবার অধিকার।
ওহহহ দাদা আমার পুরো গল্পের সারাংশ তোমার কবিতায় উঠে এলো। তুমি অনন্য দাদা।
না না ভ্রান্তি নয় সত্যি সত্যি ঘটে গেছে। এরপর কি হয় সেটা এখনো জানা নেই।
সেটার জন্য একজনের সাথে আলোচনা চলছে। শীঘ্রই সেটা জানতে পারবে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।