19-09-2022, 10:42 PM
(19-09-2022, 09:41 PM)Bumba_1 Wrote: তুমি যে নারী অঙ্গগুলোর কথা বললে তাছাড়াও নারী শরীরের এমন অনেক জায়গা আছে যা পুরুষদের উত্তেজনা বৃদ্ধিতে সাহায্য করে। তবে আমার ক্ষেত্রে কোনটা, সে কথা না হয় থাক।
আর পোশাক প্রসঙ্গে বলি - ছোটবেলা থেকেই আমি এমন একটি পরিবারে মানুষ হয়েছি যেখানে অযথা নীতি পুলিশগিরি ফলানোর চেষ্টা করতো না গুরুজনেরা এবং পোশাক নিয়েও কোনো inhibitions ছিলো না। আমার ঠাকুমা সেইকালে কনভেন্ট কলেজে পড়া মহিলা ছিলেন, যার মধ্যে অন্ধবিশ্বাস এবং কুপমন্ডুকতার কোনো ছুঁৎমার্গ ছিল না। আমার বাবাও যথেষ্ট open minded পুরুষ ছিলেন। আমি যখন ছোট ছিলাম অর্থাৎ ৯০ দশকে মাঝামাঝি সময়কার কথা বলছি। তখন আমার মাতৃদেবী মেম সাহেবদের মতো সাঁতারের পোশাক পড়ে সাঁতার শিখতে যেতেন আমাদের ক্যাম্পাসের মধ্যে অবস্থিত সুইমিংপুলে (এর উল্লেখ সম্ভবত আমার সৃষ্টি থ্রেডে কোনো একটি গল্পে করেওছিলাম)। পরবর্তীকালে আমার স্ত্রী তিনিও যথেষ্ট আধুনিকা ছিলেন। তাছাড়া আমরা যে এলাকায় থাকতাম সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সব ধরনের মানুষ বাস করতো। তাদের আলাদা আলাদা সংস্কৃতি, বিভিন্ন ধরনের পোশাক .. এইসব দেখতে দেখতে চোখ সয়ে গেছে ভাই। তাই নারীদেহের পোশাক দেখে আলাদা করে উত্তেজিত হই না।
তারমানে তোমার পাইপলাইন জ্যাম হয়ে গেছে। না হলে হাওয়া হাওয়াই হয়ে যেতেও পারে


![[Image: Images-2-2-1.jpg]](https://i.ibb.co/89NWqpy/Images-2-2-1.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)