19-09-2022, 05:44 PM
(This post was last modified: 19-09-2022, 05:45 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-09-2022, 05:11 PM)Sanjay Sen Wrote: দু-তিনদিন অন্তর অন্তর একসঙ্গে এতগুলো করে আপডেট। এই ফোরামের বাংলা বিভাগকে বর্তমানে একার কাঁধে literally তুমিই টেনে নিয়ে যাচ্ছো বন্ধু, hats off to you অফুরান ভালোবাসা তোমার জন্য
প্রথমেই তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা ❤️❤️❤️ তবে সে তোমরা যাই বলো না কেন, একার কাঁধে কোনোদিন কারোর পক্ষে কোনো ফোরাম, সংস্থা বা ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। পুরোটাই টিম গেমের সম্মিলিত প্রচেষ্টা। আমার আগে এখানে যারা লিখতে শুরু করেছে তারা এখনো নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। আর যারা আমার পরে এসেছে, তারাও একটার পর একটা খুব ভালো লেখা উপহার দিয়ে যাচ্ছে আমাদেরকে। তাই সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এই ফোরাম এখন এক নম্বর।