18-09-2022, 06:47 PM
(This post was last modified: 18-09-2022, 06:48 PM by Manali Basu. Edited 1 time in total. Edited 1 time in total.)
মানালীর বয়স ৩২ বছর , বর্তমানে একজন গৃহবধূ এবং একটি দু'বছরের পুত্রসন্তানের জননী , যার নাম বুবাই। মানালি একজন সত্যিকারের লাস্যময়ী নারী যাকে দেখে যেকোনো তপস্বীর ধ্যান ভঙ্গ হয়াটা খুব স্বাভাবিক। তার রূপের যতই প্রশংসা করা হোকনা কেন ততই তা কম বলে মনে হবে।
সে জানে তার রূপের ঘনঘটায় যেকোনো পুরুষই মন্ত্রমুগ্ধ হয়ে নিজের সবকিছু বিলিয়ে দিতে পারে। তার রূপের বলে সে যা চায় তাই পেতে পারে এবং তা শুধু তার স্বামীর থেকেই নয়, চাইলে মুগ্ধ হয়ে পৃথিবীর যেকোনো পুরুষই মানালির প্রেমে ফকির হতে হাসতে হাসতে রাজি হয়ে যাবে।
মানালির স্বামী অজিত রায় , যার বয়স ৩৫ বছর , একটি বিদেশী ব্যাংকে চাকুরীরত , কিন্তু পোস্টিং কলকাতাতেই। অজিতের কাজের নেশা অজিত কে শারীরিকভাবে দূর্বল ও বয়সের তুলনায় অতিরিক্ত বয়স্ক করে তুলেছে , সাথে শরীরে অল্প মেদও জন্মেছে , সোজা বাংলায় যাকে অল্পবিস্তর মোটা বলে।