18-09-2022, 02:18 PM
এটা একটা গল্প। শুধুই গল্প। বাস্তবতার সাথে যথেষ্ঠ অমিল আছে। তবে লেখা একেবারে খারাপ নয়। বেশ কিছু অসঙ্গতি থাকলেও শুধু গল্প হিসাবে নিলে গ্রহণ করা যেতেই পারে। বাস্তব গল্প হিসাবে গ্রহণ করা যাবে না, যা গ্রেট লেখকদের হাত দিয়ে বেরোয়। পর্ণশ্রী শুরুতে বলেছিলো স্বপন নাকি পাঁচ মিনিটেই ঝড়ে যায় যা পরে দেখা গেলো সে ঢুকাতেই পারেনি। আবার সন্দ্বীপ বলেছিলো সে আগেও এক দুইজনের সাথে অভিজ্ঞতা অর্জন করেছিলো পরে জানা গেলো পর্ণশ্রীই তার প্রথম মেয়ে মানুষ। এই ধরনের আরো বেশ কিছু অসঙ্গতি গল্পটাকে সাধারন মানে নামিয়ে এনেছে। তবে লেখক যদি নবীণ হয়ে থাকে তবে এই সমস্ত ভুল-ত্রুটি শুধরে নিলে হয়তো আগামীতে ভালো কিছু লেখা তার মাধ্যমে বেরিয়ে আসতেও পারে...
লেখককে ধন্যবাদ।
সেই সাথে পোস্টারকেগ্লপ্টি এখানে পোস্ট করার জন্যও ধন্যবাদ জানাচ্ছি...
লেখককে ধন্যবাদ।
সেই সাথে পোস্টারকেগ্লপ্টি এখানে পোস্ট করার জন্যও ধন্যবাদ জানাচ্ছি...