17-09-2022, 10:49 PM
সকাল থেকে মনে মনে ভগবান কে ডেকে চলেছে একটাই প্রার্থনা সব যেন ভালই ভালই মিটে যায়, এত বছরেও মনে হয় আজকের মত ভগবান কে কখনো স্মরন করে নি রুদ্র কিন্তু আজ এহেন পরিস্থিতি তে নিজের উপর আর ভরসা করার মত শক্ত ভিত পাচ্ছে না শেষমেষ সেই অনাদির আদিই যেন শেষ সম্বল।
অন্তিমের দিকে হাঁটতে থাকা গল্পে এবার কি রুদ্র পারবে রাইয়ের কাছে নিজের জীবনের অন্ধকার অংশটা সামনে আনতে। আমাদের আশা সে পারবে ভালবাসা কে জিততে হলে নিজেকে হারতে শিখতে হবে। বাকিটা জানতে হলে অপেক্ষা করতে হবে নতুন পর্বের। আগামীকাল আসছে নতুন পর্ব - স্বীকার