14-09-2022, 05:44 PM
খুবই ভালো একটি রোমান্টিক গল্প পড়লাম। গল্পের এই রোমান্টিকতা আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতেই এরোটিক ভালোবাসার গল্প আমার ভালো লাগে। আর সেটি যদি হয় নিষিদ্ধ কোনো সম্পর্কের ভালোবাসার গল্প তবে তো কোনো কথাই নেই। গল্পে প্রতিটা বাঁক বেশ মুন্সীয়ানার সাথে রচিত হয়েছে। কোথাও কাউকে কোনো আঘাত না দিয়ে কোনো সম্প্রদায়কে কোনো প্রকার অবহেলা না করে খুব স্বাভাবিকভাবে গল্পের গতিশীলতা বজায় রাখা হয়েছে। তেমন কোনো খুঁত ছিলো না গল্পে, শুধু দুটো সেক্স বর্ণনায় যদি এরেকটু সাবধান হওয়া যেতো... প্রথম ''. বর্ণনা আর যিষ্ণুর সাথে প্রথমবার হোটেলের সেক্স বর্ণনায় একবার ইন্টারকোর্স করার পর পরবর্তী ইন্টারকোর্সের মাঝে তেমন কোনো সময়ই দেয়া হয়নি। এতো তাড়াতাড়ি একজন পুরুষের পক্ষে দ্বিতীয়বার সঙ্গম করা সম্ভব নয় সে যতো শক্তিশালী পুরুষই হউক না কেনো। এটা কিছুটা অবাস্তব মনে হয়েছে। এটা ছাড়া গল্প একশতে একশ পাবে। শুধু এদুটো ব্যত্যয়ের জন্য আমার কাছে গল্পের রেটিংস কুড়ি নাম্বার কমে গেছে। অবশ্য সেটা কোনো বড় ব্যাপার নয়। গল্পটি হৃদয়গ্রাহী হয়েছে সেটাই বড় কথা। আর সবথেকে বড় কথা গল্পের সাথে বাস্তবতার যথেষ্ঠ মিল খুঁজে পাওয়া যায়। আরেকটা বিষয়, গল্পটিতে অহেতুক কোনো বিষয়ের অবতারনা করে ইচ্ছাকৃত গল্পকে টেনে লম্বা করার কোনো প্রয়স লক্ষ্য করা যায়নি। যেটি একটি ভালো গল্পের বড় নিয়ামক। এলেখক ভবিষ্যতে অনেক বড় লেখক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবে বলে আমার বিশ্বাস।
গল্পের মূল লেখককে অনেক অনেক ধন্যবাদ, এরকম সুন্দর প্রেমময় একটি গল্প আমাদের উপহার দেয়ার জন্য।
সেই সাথে রনিদা'কেও ধন্যবাদ জানাচ্ছি গল্পটি আমাদের পড়ার সুযোগ করে দেয়ার জন্য !
গল্পের মূল লেখককে অনেক অনেক ধন্যবাদ, এরকম সুন্দর প্রেমময় একটি গল্প আমাদের উপহার দেয়ার জন্য।
সেই সাথে রনিদা'কেও ধন্যবাদ জানাচ্ছি গল্পটি আমাদের পড়ার সুযোগ করে দেয়ার জন্য !