14-09-2022, 09:16 AM
(12-09-2022, 08:49 PM)kumdev Wrote: অষ্টাদশ অধ্যায়
.... বৈচিমাসী মায়ের সম বয়সী অর্থাৎ বয়স ৫০ ছাড়িয়ে গেছে তার মানে এখন মেনোপজ সন্তান ধারণের ক্ষমতা নেই।স্বস্তির শ্বাস ফেলে। ...
দাদা, গল্প দারুণ গতিতে আর সুন্দরভাবে এগিয়ে চলেছে. প্রত্যেকটি পর্বের সাথে সাথে কাহিনী আরো জমে উঠেছে.
একটা জায়গায় কিছুটা বাঁধছে. সুমনার বয়স নিয়ে কিছুটা খচখচানি রয়ে গেছে. সুখো ক্লাস টুয়েলভে উঠলে অর বয়স সতেরোর কাছাকাছি হবে. যদি ছয় বছর হওয়ার আগেই কলেজে ভর্তি হয়ে যায় তাহলে তো ওর বয়স আরো কম হবে. যদি ওর বয়স সতেরো ধরে নিই আর সুমনার বয়স ৫০, তাহলে সুমনা তেত্রিশে মা হয়েছিলো. ১৯৭৮-৭৯ তে যদি সুখো সতেরো হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ষাটের দশকের প্রথম দিকে সুখোর জন্ম. আর সুখোর জন্মের কম করেও এক বছর আগে অর বাবা-মার বিয়ে হয়েছে. তাহলে বিআরবি আর সুমনার বিয়ে পঞ্চাশের দশকের শেষের দিকে নয়তো ষাটের দশকের প্রথম দিকে হয়েছে. আর এটা আপনি বলেছিলেন যে সুমনার বাবা, বিআরবি গরীব কিন্তু ভালো ছাত্র আর চরিত্রবান ছেলে দেখে নিজে পড়াশুনার ভার নিয়েছিলেন ও তার সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন. উনি কি মেয়েকে প্রায় ত্রিশ বৎসর বয়স অবধি আইবুড়ো রেখে দিয়েছিলেন যখন আগে থেকেই মনে মনে পাত্র স্থির করে রেখেছিলেন. পঞ্চাশের দশকে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্থান) মেয়েদের বেশী বয়সে বিয়ে হওয়াটা খুবই বিরল ঘটনা. দিল্লী-বম্বে-কোলকাতা-মাদ্রাজের মতো মহানগর হলেও একটা কথা ছিলো, কিন্তু বাংলাদেশের গ্রামে - কিছুটা খচখচানি রয়ে যায়. সুমনা নিশ্চয়ই কলেজে যায়নি, তাহলে পরের বাড়ীতে রাঁধুনির কাজ করতে হতো না.
একটা অনুরোধ রইলো সুমনার বয়সের ব্যাপারটা একটু ভেবে দেখবেন. যেই time-period নিয়ে কথা হচ্ছে, তার সঙ্গে সুমনার বয়সটা কিছুটা অসঙ্গতিপূর্ণ ও বেমানান ঠেকছে.
ভালো থাকবেন. লাইকস ও রেপু রইলো.