12-09-2022, 10:52 AM
(12-09-2022, 12:10 AM)Rabbi Mahmud Wrote: অনেক অনেক সুন্দর হয়েছে.... ধন্যবাদ এতো সুন্দর গল্প আমাদের উপহার দেওয়ার জন্য
অনেক ধন্যবাদ এইভাবে সঙ্গে থাকার জন্য ❤
(12-09-2022, 01:15 AM)nextpage Wrote: আগে একটু দম নিয়ে নেই তারপর না হয় কিছু বলবো, বুকটা এখনো ধুকপুক করছে দাদা
উত্তেজনা আর লোমহর্ষকতায় ডুবে যেতে যেতে আবার যেন ভাসিয়ে দিলে।
একদিকে সুবমিলের পূর্বের কীর্তি কলাপে ঐ শিশুটার চোখের ভীতি দেখতে পাচ্ছিলাম আর অন্যদিকে প্রিয়াঙ্কা আর সুবিমলের খেলার মাঝেই আত্রেয়ীর গোপন কথা ফাঁসের মূহুর্ত টা উপভোগ করছিলাম। বাবলীর এমন একটা ঘটনা জানার পর সুবিমল যেন আরও ভয়ানক হয়ে উঠেছে সেটারই আভাস পেলাম।
অনেক ধন্যবাদ ❤
তোমার এতো ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো। পর্বটাই ছিল বিপরীত দুই রূপের মিশেল। এবার দেখা যাক কি হয় শেষ পর্যন্ত।
(12-09-2022, 01:53 AM)Avishek Wrote: কি বলবো ভেবে পাচ্ছিনা। অতীত আর বর্তমানের দুই ঘটনায় যেন হারিয়ে গেছিলাম। দুটোই প্রচন্ড উত্তেজক কিন্তু আবার দুটোই ভয়ানক। ঐটুকু বাচ্চাটার এসব দেখে ফেলা নিশ্চই মনে থেকে যাবে। আবার বর্তমানের বাবলির আত্রেয়ীর কথোপকথন সুবিমলকে আরো ভয়ানক জানোয়ার বানিয়ে তুলছে। অতীতে সুবিমল স্ত্রীয়ের পালটে যাওয়ার অংশটা দারুণ কামুক। সে স্বামীকে একভাবে বদলা নিচ্ছে বলা চলে। উফফফফফ সব মিলিয়ে অসাধারণ পর্ব। কিন্তু এরপরেই শেষ হয়ে যাবে? আরো কয়েকটা পর্ব আসলে ভালো হতো। যাইহোক এবারে ধামাকেদার শেষ পর্বের অপেক্ষায় থাকবো।
অনেক ধন্যবাদ ❤
একদিক থেকে দেখলে সত্যিই উত্তেজক ছিল, আবার আরেকভাবে ভাবলে একেবারে বিপরীতও। দেখা যাক কেমন ভাবে শেষ হয়। সাথে থাকুন।
(12-09-2022, 04:08 AM)Boti babu Wrote: এমন একটা পর্বের অপেক্ষায় ছিলাম এতদিন। দারুণ হয়েছে দাদা। যেভাবে বর্তমান অতীতকে এক করে দিয়েছেন তা অসাধারণ হয়েছে।
দাদা এখানে একটু কনফিয়োসণ হয়ে গেছে মনে হয়, সুবিমলের ছোট বেলার অতীত কে নিয়ে তাই এটা যদি একটুু ঠিক করে দিতেন।
প্রথমত অনেক ধন্যবাদ ❤
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। কিন্তু কিসের কনফিউসন বুঝলাম না। কি ঠিক করবো? ওটা সুবিমলের ছোট বেলার অতীত নয় তো। ওটা বড়ো বেলার অতীত। আপনি আগের পর্ব গুলো পড়ে থাকলে নিশ্চই বুঝবেন ব্যাপারটা।