12-09-2022, 08:46 AM
(12-09-2022, 02:06 AM)Boti babu Wrote: যেমন লেখা ঠিক তেমনই হাতের আঁকা । কোনটা ছেড়ে কোনটার কথা বলবো।
গল্পে এই বর্ণালী চরিত্রের আগমন হয়েছে তো গোগোলের জন্য। ওসমান আর জ্যাকি কাছেও তো মৃত্যু দুতের যেতে হবে।
আচ্ছা এবার গল্পের প্রসঙ্গ আমার নিজের সমকামী ব্যাপারটা ভালো লাগে না কিন্তু তাই বলে আমি সমকামীদের অপছন্দ করি না , যার যেটা ইচ্ছে সে কি নিয়ে সুখি থাকবে। আমার সবচেয়ে নিজের কাছের একজন বন্ধু সমকামী, দাদা যে ভাবে অপূর্বের শারীরিক বর্ণনা দিয়েছেন আমার ঐ কাছের মানুষটা ঠিক এ রকমের, ও পি,এন,বি তে ক্লাস ওয়ান অফিসার। ও ভীষণ টেলেন্টড।
এবার দাদার হাতের আঁকা ওওফফফ কি বলবো এই আঁকাগুলো যেন পর্বটাকে জিবন্ত করে দিয়েছে, দাদা এমন আঁকা আরো চাই।
আমার মনে হয় না বুম্বা দার আগের কোনো গল্পে এত চরিত্রের আগমন হয়েছে কখনও , এতো চরিত্রের ভিড়েও দাদা যে ভাবে মূল গল্পটা ঠিক রেখে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য মন থেকে কুর্নিশ জানাই আপনাকে সাধুবাদ জানাই আপনার লেখাকে এভাবে আপনি লিখে যান আমাদের জন্য।
উপন্যাস মানে বিভিন্ন ঘটনাবলী আর চরিত্রের সমাগম এবং বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা চরিত্রগুলোকে নিপুন হাতে এক সুতোয় বাঁধার চেষ্টা করা। দেখা যাক সেই কাজ আমার দ্বারা সম্ভব হয় কিনা। অসংখ্য ধন্যবাদ
