12-09-2022, 01:53 AM
কি বলবো ভেবে পাচ্ছিনা। অতীত আর বর্তমানের দুই ঘটনায় যেন হারিয়ে গেছিলাম। দুটোই প্রচন্ড উত্তেজক কিন্তু আবার দুটোই ভয়ানক। ঐটুকু বাচ্চাটার এসব দেখে ফেলা নিশ্চই মনে থেকে যাবে। আবার বর্তমানের বাবলির আত্রেয়ীর কথোপকথন সুবিমলকে আরো ভয়ানক জানোয়ার বানিয়ে তুলছে। অতীতে সুবিমল স্ত্রীয়ের পালটে যাওয়ার অংশটা দারুণ কামুক। সে স্বামীকে একভাবে বদলা নিচ্ছে বলা চলে। উফফফফফ সব মিলিয়ে অসাধারণ পর্ব। কিন্তু এরপরেই শেষ হয়ে যাবে? আরো কয়েকটা পর্ব আসলে ভালো হতো। যাইহোক এবারে ধামাকেদার শেষ পর্বের অপেক্ষায় থাকবো।