11-09-2022, 10:20 PM
(This post was last modified: 12-09-2022, 10:53 AM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(11-09-2022, 09:27 PM)Bumba_1 Wrote: এরকম একটা পর্ব পড়ার পর কি মন্তব্য করবো সেটাই বুঝতে পারছি না। একসঙ্গে অতীত তার বর্তমানের ঘটনা প্রবাহের সারণিতে হারিয়ে যাচ্ছিলাম।
একদিকে অকস্মাৎ আত্রেয়ীর ফোন আসাতে মুখোমৈথুন করতে করতে তার সব জানা প্রশ্নের উত্তর দিতে দিতে অতিষ্ট হয়ে যাওয়া এবং পরবর্তীতে ওই ভিখারীর সঙ্গে বেলেল্লাপনার ইতিহাস শুনে সুবিমল কাকুর বাবলিকে বিছানায় নিয়ে যাওয়া .. ইয়ে তো হোনা হি থা। কিন্তু এক্ষেত্রে তুমি যে চমকটা সৃষ্টি করতে চেয়েছ, অর্থাৎ ওকে নিচে ওর মা বাবার সামনে নিয়ে যাওয়ার ব্যাপারটা .. সেটার জন্য তো অপেক্ষা করতেই হবে।
অন্যদিকে সুবমলের শৈশবের নিষ্ঠুর অতীত .. যেখানে তার বাবার উপস্থিতিতে এবং অবশ্যই মায়ের প্রশ্রয়ে দুজন অপরিচিত ব্যক্তি ভোগ করছে তার মা'কে। এই দৃশ্য যেদিন দেখেছিল ছোট্ট সুবিমল, সেদিনই তো শুরু হয়েছিলো নষ্ট সুখের ইতিহাস।
বাহ্ দারুন বললে। দেখা যাক আগে কি হয়। কি অপেক্ষা করছে ওদের আর আমাদের জন্য। ওটা সুবিমলের শৈশব নয়, ওটা ওরই বেশ কিছু বছর আগের অতীত দাদা। এবার কি হয় দেখা যাক। সব হয়তো জানা যাবে শেষ পর্বে।
ধন্যবাদ ❤
(11-09-2022, 09:50 PM)Sanjay Sen Wrote: অবশেষে আসতে চলেছে সেই বহুকাঙ্খিত sequence যেখানে সুবিমল কাকু তার বন্ধু তনয়া বাবলির (কুমারীত্ব হরণ বলবো না, সেটা তো আগেই হয়ে গেছে) দফারফা করবে নাকি অন্য কিছু। কিন্তু ওর বাবা-মায়ের সামনে শাস্তি? এটা কি রকম হলো! দেখা যাক কি হয় শেষ পর্বে।
দেখা যাক। কি হয়। সেটাই কি হয়? দেখা যাক
অনেক ধন্যবাদ।