11-09-2022, 10:00 AM
(10-09-2022, 02:17 PM)Bumba_1 Wrote:
নাহ্ .. আজ কোনো teaser দেবো না। তার বদলে poster reveal (যদিও এটি প্রধান প্রচ্ছদ হবে না) করলাম .. যা আমি সচরাচর করি না। তবে এইটুকু অবশ্যই বলতে পারি .. এমন কিছু লেখা হবে যা আমি আগে কখনো লিখিনি বা লেখার কথা স্বপ্নেও ভাবিনি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে।
পুরোটা জানতে হলে পড়তে হবে নিষিদ্ধ সুখমূল উপন্যাসঃ- গোলোকধাঁধায় গোগোল
আগামীকাল রাতে নিয়ে আসছি একটা নয়, বেশ বড় আকারের দুটো আপডেট
ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারছি। এটা কি এক ঢিলে দুই পাখি (দুই তো নয়, পাখি তো এক, আর একটা তো টোপ) শিকার করার পরিকল্পনা করা হচ্ছে?